ঢাকা, 21 এপ্রিল: প্রতিবেশী দেশটি সুরক্ষিত নয় ৷ ভারতের পাশাপাশি বাংলাদেশেও বেড়ে চলেছে কোরোনা সংক্রমণের সংখ্যা ৷ স্বাস্থ্যদপ্তরের এক অধিকর্তার মতে, ‘‘এটি কেবল হিমশৈলের চূড়ামাত্র ৷ ’’
গতকাল বাংলাদেশে 10 জন কোরোনা আক্রান্তের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা পৌঁছাল 101-এ ৷ এখনও অবধি সে দেশে কোরোনায় আক্রান্ত হয়েছেন 2948 ৷ সোমবার বাংলাদেশের স্বাস্থ্য পরিষেবার ডিরেক্টর জেনারেল নাসিমা সুলতানা জানান, ‘‘ গত 24 ঘণ্টায় 2779 জনের কোরোনা পরীক্ষা করা হয়, যার মধ্যে 492 জনের রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ মার্চের 8 তারিখে প্রথম সংক্রমণের খোঁজ পাওয়ার পর এই প্রথম একদিনে এত সংখ্যক আক্রান্তের খোঁজ মিলল ৷’’
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগেই আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন যে, এপ্রিলে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে কোরোনা ভাইরাস ৷ তিনি বলেন, ‘‘স্বাস্থ্য ক্ষেত্রে এইরকম এক ঝড় উঠতে পারে, তা কেউ কখনও কল্পনাও করতে পারেনি ৷ ভাইরাস সহ যে কোনও সংক্রামক রোগ সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা না থাকায় রীতিমতো হিমশিম খেতে হচ্ছে সরকারকে ৷’’
স্বাস্থ্যদপ্তরের এক অধিকর্তার মতে, কোরোনা আক্রান্তের সংখ্যার সঙ্গে পরীক্ষার সংখ্যার তুলনা করলে দেখা যাবে এখনও পরিস্থিতির গভীরে পৌঁছানো যায়নি ৷ আক্রান্তের সংখ্যা হয়তো আরও অনেক বেশি ৷
সীমিত স্বাস্থ্য পরিষেবা ও উন্নত যন্ত্রপাতির অভাবে কঠিন পরিস্থিতির মুখে পড়তে পারে বাংলাদেশ ৷ গোদের উপর বিষফোঁড়া হিসাবে আক্রান্তদের মধ্যে একটি বড় অংশ চিকিৎসক ৷ এখনও অবধি বাংলাদেশে 170 জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন ৷ ঢাকা হাসপাতালেই আক্রান্ত হয়েছেন 143 জন স্বাস্থ্যকর্মী ৷
সংক্রমণ রুখতে লকডাউন ও সামাজিক দূরত্বই একমাত্র হাতিয়ার বাংলাদেশের ৷ বর্তমানে দেশের 28টি ল্যাবে কোরোনা ভাইরাসের পরীক্ষা করা হচ্ছে ৷ মানুষের মধ্যে কোরোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বাড়াতে বাংলাদেশের বাসিন্দাদের অনুরোধ করা হয়েছে লক্ষণ গোপন না করে নিজে থেকে পরীক্ষার জন্য এগিয়ে আসতে ৷