ETV Bharat / international

আসমুদ্রহিমাচল, কোভিড-19 পৌঁছাল এভারেস্টে

বিশ্বজুড়ে করোনাভাইরাস ৷ স্থলভাগের কোনও প্রান্তই বাদ যায়নি ৷ তবে এবার কোভিড-19 আরোহণ করল এভারেস্টের বেস ক্যাম্পে ৷ নরওয়ের এক আরোহীর শরীর থেকে মিলল সুপার স্প্রেডার এই ভাইরাস ৷

এভারেস্টে মিলল করোনাভাইরাস
এভারেস্টে মিলল করোনাভাইরাস
author img

By

Published : Apr 24, 2021, 9:55 AM IST

Updated : Apr 24, 2021, 1:34 PM IST

কাঠমান্ডু, 24 এপ্রিল: করোনাভাইরাস পৌঁছে গেল এভারেস্টে, বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে ৷ হ্যাঁ, অবিশ্বাস্য হলেও এভারেস্টের এক আরোহীর দেহে মিলেছে এই ভাইরাস ৷

এক বছর বন্ধ রাখার পর সম্প্রতি এভারেস্ট আরোহণের অনুমতি দেয় নেপাল সরকার ৷ এর হপ্তাখানেকের মধ্য়েই নরওয়ের এক অভিযাত্রী আরলেন্ড নেসের করোনা পজিটিভের রিপোর্ট পাওয়া যায় ৷ তাঁকে কাঠমান্ডুর বেসক্যাম্প থেকে হেলিকপ্টারে উদ্ধার করা হয়েছে ৷ নেসের দলের এক তিব্বতি শেরপার শরীরেও মিলেছে করোনাভাইরাস ৷

নরওয়ে থেকে কোভিড নেগেটিভ রিপোর্ট নিয়ে এসেছিলেন নেস ৷ কাঠমান্ডুতেও বেসক্যাম্পে যাওয়ার আগে বেশ কিছুদিন কোয়ারানটিনে থাকতে হয়েছিল তাঁকে ৷ তাই কী ভাবে এই সংক্রমণ হল, তা নিয়ে ধন্দে রয়েছেন তিনি ৷

প্রথমে শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল, যাতে ফুসফুসের দুটি বায়ুথলি তরলে পূর্ণ হয়ে যায় ৷ উচ্চতার জন্য এমন সমস্যা প্রায়শই হয়ে থাকে ৷ তাঁকে কাঠমান্ডুর দুটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই পরীক্ষায় জানা যায় করোনা সংক্রামিত হয়েছেন তিনি ৷

আরও পড়ুন: ফের হিমবাহ ভেঙে বিপর্যয় চামোলির ভারত-চিন সীমান্তে

কিন্তু 8000 মিটার উচ্চতার বেসক্যাম্পে কী করে পৌঁছাল করোনাভাইরাস ৷ তাঁর অনুমান হয়তো কুম্ভ উপত্যকায় একটি চায়ের দোকানে চা খেতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হন আরলেন্ড ৷ হয়তো ভালো করে হাত ধোয়া আর সারা দিন ধরে মাস্ক পরে থাকা বিষয়ে তাঁর "আরও বেশি" সচেতন হওয়া উচিত ছিল ৷, তবে "খুব বেশি লোক ট্রেক করার সময় মাস্ক পরে থাকে না", জানালেন নেস ৷ 15 এপ্রিল তাঁকে হেলিকপ্টারে উদ্ধার করা হয়, তার আগে ছ'দিন ধরে খুব কষ্টে ছিলেন ৷

তাঁর কথায়, "আমি ভেবেছিলাম পর্বতের ওই উচ্চতায় কেউ সংক্রামিত হতেই পারে না... 8,000 মিটারেরও বেশি উচ্চতা থেকে আমাকে উদ্ধার করে আনা প্রায় অসম্ভব ছিল ৷ ওখানে স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস চালিয়ে যাওয়া এমনিতেই কষ্টকর, তাই যে কোনো আরোহীর শরীরে কোনোরকম সংক্রমণ হলে, তা খুবই বিপজ্জনক ৷"

এখন তিনি সুস্থ ৷ 22 এপ্রিল করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে ৷ তাই বন্ধুদের সঙ্গে শহরে রয়েছেন নেস ৷

তবে এভারেস্টের শৃঙ্গে করোনার সংক্রমণের খবর নেপালের জন্য একটা বড় ধাক্কা ৷ এপ্রিলের শুরুতে বসন্তে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শ'য়ে শ'য়ে অভিযাত্রী আসে এভারেস্ট জয়ের লক্ষ্যে ৷ তাই জড়িয়ে রয়েছে অর্থনীতির একটা বড় অংশ ৷ কাঠমান্ডু পোস্টের হিসেব অনুযায়ী নেপালের পর্যটন ছাড়াও শুধুমাত্র এভারেস্ট আরোহণের পারমিট থেকেই আয় হয় 40 লক্ষ ডলার (31 লক্ষ পাউন্ড) ৷

প্যানডেমিকের জন্য প্রায় বছরখানেক বন্ধ রাখা হয়েছিল এভারেস্ট অভিযান ৷ নেপালের ইমিগ্রেশন ডিপার্টমেন্টের নিয়ম অনুযায়ী নেপালে আসার প্লেনে ওঠার 72 ঘণ্টা আগে করা কোভিড নেগেটিভ রিপোর্ট সঙ্গে রাখতে হবে ৷ তা সত্ত্বেও কোভিড সংক্রামিত দেশগুলি থেকে এলে এখানে এসে 10 দিন কোয়ারানটিনের থাকা আবশ্যিক ৷ পাঁচ দিন পর ফের কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ আসার পর আরও পাঁচ দিন হোম কোয়ারানটিনে থাকতে হবে ৷ এই পদ্ধতি ঠিকঠাক মানার পরই মিলবে এভারেস্টে চড়ার ছাড়পত্র ৷

এ বছর নেপাল সরকার 377 জনকে এভারেস্টে আরোহণের পারমিট দিয়েছে ৷

কাঠমান্ডু, 24 এপ্রিল: করোনাভাইরাস পৌঁছে গেল এভারেস্টে, বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে ৷ হ্যাঁ, অবিশ্বাস্য হলেও এভারেস্টের এক আরোহীর দেহে মিলেছে এই ভাইরাস ৷

এক বছর বন্ধ রাখার পর সম্প্রতি এভারেস্ট আরোহণের অনুমতি দেয় নেপাল সরকার ৷ এর হপ্তাখানেকের মধ্য়েই নরওয়ের এক অভিযাত্রী আরলেন্ড নেসের করোনা পজিটিভের রিপোর্ট পাওয়া যায় ৷ তাঁকে কাঠমান্ডুর বেসক্যাম্প থেকে হেলিকপ্টারে উদ্ধার করা হয়েছে ৷ নেসের দলের এক তিব্বতি শেরপার শরীরেও মিলেছে করোনাভাইরাস ৷

নরওয়ে থেকে কোভিড নেগেটিভ রিপোর্ট নিয়ে এসেছিলেন নেস ৷ কাঠমান্ডুতেও বেসক্যাম্পে যাওয়ার আগে বেশ কিছুদিন কোয়ারানটিনে থাকতে হয়েছিল তাঁকে ৷ তাই কী ভাবে এই সংক্রমণ হল, তা নিয়ে ধন্দে রয়েছেন তিনি ৷

প্রথমে শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল, যাতে ফুসফুসের দুটি বায়ুথলি তরলে পূর্ণ হয়ে যায় ৷ উচ্চতার জন্য এমন সমস্যা প্রায়শই হয়ে থাকে ৷ তাঁকে কাঠমান্ডুর দুটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই পরীক্ষায় জানা যায় করোনা সংক্রামিত হয়েছেন তিনি ৷

আরও পড়ুন: ফের হিমবাহ ভেঙে বিপর্যয় চামোলির ভারত-চিন সীমান্তে

কিন্তু 8000 মিটার উচ্চতার বেসক্যাম্পে কী করে পৌঁছাল করোনাভাইরাস ৷ তাঁর অনুমান হয়তো কুম্ভ উপত্যকায় একটি চায়ের দোকানে চা খেতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হন আরলেন্ড ৷ হয়তো ভালো করে হাত ধোয়া আর সারা দিন ধরে মাস্ক পরে থাকা বিষয়ে তাঁর "আরও বেশি" সচেতন হওয়া উচিত ছিল ৷, তবে "খুব বেশি লোক ট্রেক করার সময় মাস্ক পরে থাকে না", জানালেন নেস ৷ 15 এপ্রিল তাঁকে হেলিকপ্টারে উদ্ধার করা হয়, তার আগে ছ'দিন ধরে খুব কষ্টে ছিলেন ৷

তাঁর কথায়, "আমি ভেবেছিলাম পর্বতের ওই উচ্চতায় কেউ সংক্রামিত হতেই পারে না... 8,000 মিটারেরও বেশি উচ্চতা থেকে আমাকে উদ্ধার করে আনা প্রায় অসম্ভব ছিল ৷ ওখানে স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস চালিয়ে যাওয়া এমনিতেই কষ্টকর, তাই যে কোনো আরোহীর শরীরে কোনোরকম সংক্রমণ হলে, তা খুবই বিপজ্জনক ৷"

এখন তিনি সুস্থ ৷ 22 এপ্রিল করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে ৷ তাই বন্ধুদের সঙ্গে শহরে রয়েছেন নেস ৷

তবে এভারেস্টের শৃঙ্গে করোনার সংক্রমণের খবর নেপালের জন্য একটা বড় ধাক্কা ৷ এপ্রিলের শুরুতে বসন্তে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শ'য়ে শ'য়ে অভিযাত্রী আসে এভারেস্ট জয়ের লক্ষ্যে ৷ তাই জড়িয়ে রয়েছে অর্থনীতির একটা বড় অংশ ৷ কাঠমান্ডু পোস্টের হিসেব অনুযায়ী নেপালের পর্যটন ছাড়াও শুধুমাত্র এভারেস্ট আরোহণের পারমিট থেকেই আয় হয় 40 লক্ষ ডলার (31 লক্ষ পাউন্ড) ৷

প্যানডেমিকের জন্য প্রায় বছরখানেক বন্ধ রাখা হয়েছিল এভারেস্ট অভিযান ৷ নেপালের ইমিগ্রেশন ডিপার্টমেন্টের নিয়ম অনুযায়ী নেপালে আসার প্লেনে ওঠার 72 ঘণ্টা আগে করা কোভিড নেগেটিভ রিপোর্ট সঙ্গে রাখতে হবে ৷ তা সত্ত্বেও কোভিড সংক্রামিত দেশগুলি থেকে এলে এখানে এসে 10 দিন কোয়ারানটিনের থাকা আবশ্যিক ৷ পাঁচ দিন পর ফের কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ আসার পর আরও পাঁচ দিন হোম কোয়ারানটিনে থাকতে হবে ৷ এই পদ্ধতি ঠিকঠাক মানার পরই মিলবে এভারেস্টে চড়ার ছাড়পত্র ৷

এ বছর নেপাল সরকার 377 জনকে এভারেস্টে আরোহণের পারমিট দিয়েছে ৷

Last Updated : Apr 24, 2021, 1:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.