ETV Bharat / international

“মেয়েদের স্বল্পবাসই কোরোনার কারণ”, মন্তব্য পাকিস্তানের ধর্মগুরুর - কোরোনা আপডেট

23 এপ্রিল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্য সম্প্রচারের সময়ে ধর্মগুরু মৌলানা তারিক জামিল এই মন্তব্য করেন । সেই সম্প্রচারে ইমরান কোরোনা মোকাবিলায় তহবিল বাড়ানোর কথা আলোচনা করছিলেন । সেইখানেই এই বেফাঁস মন্তব্য করেন মৌলানা তারিক । তাঁর এই মন্তব্যের পরেই কড়া সমালোচনার মুখে পড়েছেন । নিন্দা করেছেন দক্ষিণপন্থীরাও ।

Coronavirus
Coronavirus
author img

By

Published : Apr 28, 2020, 3:32 PM IST

লাহোর, 28 এপ্রিল : বিশ্বজুড়ে কোরোনা সংক্রমণ আতঙ্ক সৃষ্টি করেছে । এই সংক্রমণ রুখতে প্রতিদিন আপ্রাণ চেষ্টা করছেন বিজ্ঞানীরা । প্রতিষেধক তৈরির জন্য গবেষণা চলছে প্রতিমুহূর্তে । ঠিক এইসময়েই লিঙ্গবৈষম্যমূলক মন্তব্য করলেন পাকিস্তানের এক ধর্মগুরু । বললেন, Covid-19 হল ঈশ্বরের ক্রোধ । পৃথিবীতে যেভাবে অশ্লীলতা এবং নগ্নতা বাড়ছে তার বিরুদ্ধেই ক্রোধ প্রকাশ করেছেন ঈশ্বর । তাঁর এই মন্তব্যের জন্য সমালোচনার মুখে পড়েছেন তিনি ।

23 এপ্রিল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্য সম্প্রচারের সময়ে ধর্মগুরু মৌলানা তারিক জামিল এই মন্তব্য করেন । সেই সম্প্রচারে ইমরান কোরোনা মোকাবিলায় তহবিল বাড়ানোর কথা আলোচনা করছিলেন । সেইখানেই এই বেফাঁস মন্তব্য করেন মৌলানা তারিক । তাঁর এই মন্তব্যের পরেই কড়া সমালোচনার মুখে পড়েছেন । নিন্দা করেছেন দক্ষিণপন্থীরাও ।

ধর্মগুরু মৌলানা তারিক কোরোনা সংক্রমণের কারণ হিসেবে নগ্নতা এবং অশ্লীলতাকে উল্লেখ করেন । তিনি বলেন, “ঈশ্বরের ক্রোধ কোরোনা সংক্রমণ হয়ে এসেছে । অশ্লীলতা এবং নগ্নতা ক্রোধের প্রধান কারণ । দেশের মেয়েদের পোশাকের পরিধি দিন দিন ছোটো হচ্ছে । অশ্লীলতা সমাজে খুব সাধারণ বিষয় হয়ে উঠেছে । ” মেয়েদের প্রতি তাঁর এই মন্তব্যকে অর্থহীন বলেও সমালোচনা করেছেন অনেকেই ।

পাকিস্তানের মানবাধিকার মন্ত্রী শিরিন মাজ়ারি এই বিষয়ে বলেন, “আমরা এই ধরনের মন্তব্যকে মেনে নেব না । বারবার নারীদের অবমাননা হবে, আমরা মেনে নেব না । পাকিস্তানে নিজেদের অধিকার বুঝে নেওয়ার জন্য আমরা যথেষ্ট লড়াই করেছি । এই মন্তব্য নারীবিদ্বেষী মানসিকতার প্রমাণ দেয় ৷ এটি একেবারেই গ্রহণযোগ্য নয় ।”

পাকিস্তান সরকারের প্রকাশিত তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত সেখানে কোরোনা আক্রান্তের সংখ্যা 12,000 । মৃত্যু হয়েছে 253 জনের ।

লাহোর, 28 এপ্রিল : বিশ্বজুড়ে কোরোনা সংক্রমণ আতঙ্ক সৃষ্টি করেছে । এই সংক্রমণ রুখতে প্রতিদিন আপ্রাণ চেষ্টা করছেন বিজ্ঞানীরা । প্রতিষেধক তৈরির জন্য গবেষণা চলছে প্রতিমুহূর্তে । ঠিক এইসময়েই লিঙ্গবৈষম্যমূলক মন্তব্য করলেন পাকিস্তানের এক ধর্মগুরু । বললেন, Covid-19 হল ঈশ্বরের ক্রোধ । পৃথিবীতে যেভাবে অশ্লীলতা এবং নগ্নতা বাড়ছে তার বিরুদ্ধেই ক্রোধ প্রকাশ করেছেন ঈশ্বর । তাঁর এই মন্তব্যের জন্য সমালোচনার মুখে পড়েছেন তিনি ।

23 এপ্রিল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্য সম্প্রচারের সময়ে ধর্মগুরু মৌলানা তারিক জামিল এই মন্তব্য করেন । সেই সম্প্রচারে ইমরান কোরোনা মোকাবিলায় তহবিল বাড়ানোর কথা আলোচনা করছিলেন । সেইখানেই এই বেফাঁস মন্তব্য করেন মৌলানা তারিক । তাঁর এই মন্তব্যের পরেই কড়া সমালোচনার মুখে পড়েছেন । নিন্দা করেছেন দক্ষিণপন্থীরাও ।

ধর্মগুরু মৌলানা তারিক কোরোনা সংক্রমণের কারণ হিসেবে নগ্নতা এবং অশ্লীলতাকে উল্লেখ করেন । তিনি বলেন, “ঈশ্বরের ক্রোধ কোরোনা সংক্রমণ হয়ে এসেছে । অশ্লীলতা এবং নগ্নতা ক্রোধের প্রধান কারণ । দেশের মেয়েদের পোশাকের পরিধি দিন দিন ছোটো হচ্ছে । অশ্লীলতা সমাজে খুব সাধারণ বিষয় হয়ে উঠেছে । ” মেয়েদের প্রতি তাঁর এই মন্তব্যকে অর্থহীন বলেও সমালোচনা করেছেন অনেকেই ।

পাকিস্তানের মানবাধিকার মন্ত্রী শিরিন মাজ়ারি এই বিষয়ে বলেন, “আমরা এই ধরনের মন্তব্যকে মেনে নেব না । বারবার নারীদের অবমাননা হবে, আমরা মেনে নেব না । পাকিস্তানে নিজেদের অধিকার বুঝে নেওয়ার জন্য আমরা যথেষ্ট লড়াই করেছি । এই মন্তব্য নারীবিদ্বেষী মানসিকতার প্রমাণ দেয় ৷ এটি একেবারেই গ্রহণযোগ্য নয় ।”

পাকিস্তান সরকারের প্রকাশিত তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত সেখানে কোরোনা আক্রান্তের সংখ্যা 12,000 । মৃত্যু হয়েছে 253 জনের ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.