ETV Bharat / international

চিনে আইসক্রিম কারখানায় কোরোনা ভাইরাসের হদিস - COVID-১৯

চিনের তিয়ানজিন প্রদেশে একটি আইসক্রিম কারখানা রয়েছে । সেখানে আইসক্রিমের কার্টুনের উপরে কোরোনা ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে । আপাতত বন্ধ করা হয়েছে কারখানাটি ।

coronavirus found on ice cream carton in china
চিনে আইসক্রিমের কার্টুনের উপর কোরোনা ভাইরাস
author img

By

Published : Jan 17, 2021, 8:03 PM IST

তিয়ানজিন, 17 জানুয়ারি : কোরোনা ভাইরাস এবার আইসক্রিমে । সম্প্রতি পূর্ব চিনের তিয়ানজিনে একটি আইসক্রিম কারখানার মধ্যে ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে । কারখানাটি বন্ধ করেছে চিন প্রশাসন । এর জেরে নতুন করে কোরোনা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে জনসাধারণের মধ্যে ।

চিনা প্রশাসন সূত্রে খবর, তিয়ানজিনে অবস্থিত ডাকিয়াডাও ফুড কর্পোরেশন লিমিটেড । এরা মূলত আইসক্রিম তৈরি করে । সম্প্রতি তাদের একটি আইসক্রিমের কার্টুনের উপর কোরোনা ভাইরাসের সন্ধান পাওয়া যায় । দ্রুত ওই কারখানা বন্ধ করে দেওয়া হয় । পাশাপাশি কারখানার কর্মচারীদের কোভিড-19 এর পরীক্ষা করা হয় । যদিও আইসক্রিম থেকে কারওর কোরোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার খবর নেই ।

আরও পড়ুন : দেশজুড়ে বিনামূল্যেই কোরোনার ভ্যাকসিন দেবে সরকার, ঘোষণা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আইসক্রিম তৈরির জন্য দুধ নিউজিল্যান্ড থেকে এবং প্রোটিন পাউডার ইউক্রেন থেকে আনা হত । পুরো ব্যাচে 29 হাজার কার্টুন রয়েছে । যদিও কোরোনা ভাইরাসের সন্ধান পাওয়ার পরে সেই কার্টুন আর বাইরে বের করা হয়নি । তবে তার আগে 390টি কার্টুন তিয়ানজিনেই বিক্রি করা হয়েছে । সেই সব কার্টুন থেকে আইসক্রিম কোথায় কোথায় পৌঁছেছে তা খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন ।

2019-এর ডিসেম্বরে চিনের ইউহান প্রদেশে প্রথম কোরোনা ভাইরাসের সন্ধান পাওয়া যায় । সেখান থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে প্যানডেমিকের আকার ধারণ করে । চিনে নতুন করে 109 জনের শরীরে কোরোনা ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে । এরমধ্যে দুই-তৃতীয়াংশ উত্তর চিন প্রদেশে । অর্থাৎ রাজধানী বেজিংয়ের কাছাকাছি । যদিও কোনও মৃত্যুর খবর নেই ।

আরও পড়ুন : কলকাতায় মিলল কোরোনার নতুন স্ট্রেন, সংক্রমিত যুবক ভরতি মেডিকেল কলেজে

এদিকে দেশে নতুন করে কোরোনার সংক্রমণের জন্য বিদেশ থেকে আসা যাত্রীদের দায়ি করেছে চিন প্রশাসন । বর্তমানে চিন 88 হাজার 227 জন কোরোনা ভাইরাসে আক্রান্ত । চার হাজার 653 জনের মৃত্যু হয়েছে ।

তিয়ানজিন, 17 জানুয়ারি : কোরোনা ভাইরাস এবার আইসক্রিমে । সম্প্রতি পূর্ব চিনের তিয়ানজিনে একটি আইসক্রিম কারখানার মধ্যে ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে । কারখানাটি বন্ধ করেছে চিন প্রশাসন । এর জেরে নতুন করে কোরোনা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে জনসাধারণের মধ্যে ।

চিনা প্রশাসন সূত্রে খবর, তিয়ানজিনে অবস্থিত ডাকিয়াডাও ফুড কর্পোরেশন লিমিটেড । এরা মূলত আইসক্রিম তৈরি করে । সম্প্রতি তাদের একটি আইসক্রিমের কার্টুনের উপর কোরোনা ভাইরাসের সন্ধান পাওয়া যায় । দ্রুত ওই কারখানা বন্ধ করে দেওয়া হয় । পাশাপাশি কারখানার কর্মচারীদের কোভিড-19 এর পরীক্ষা করা হয় । যদিও আইসক্রিম থেকে কারওর কোরোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার খবর নেই ।

আরও পড়ুন : দেশজুড়ে বিনামূল্যেই কোরোনার ভ্যাকসিন দেবে সরকার, ঘোষণা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আইসক্রিম তৈরির জন্য দুধ নিউজিল্যান্ড থেকে এবং প্রোটিন পাউডার ইউক্রেন থেকে আনা হত । পুরো ব্যাচে 29 হাজার কার্টুন রয়েছে । যদিও কোরোনা ভাইরাসের সন্ধান পাওয়ার পরে সেই কার্টুন আর বাইরে বের করা হয়নি । তবে তার আগে 390টি কার্টুন তিয়ানজিনেই বিক্রি করা হয়েছে । সেই সব কার্টুন থেকে আইসক্রিম কোথায় কোথায় পৌঁছেছে তা খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন ।

2019-এর ডিসেম্বরে চিনের ইউহান প্রদেশে প্রথম কোরোনা ভাইরাসের সন্ধান পাওয়া যায় । সেখান থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে প্যানডেমিকের আকার ধারণ করে । চিনে নতুন করে 109 জনের শরীরে কোরোনা ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে । এরমধ্যে দুই-তৃতীয়াংশ উত্তর চিন প্রদেশে । অর্থাৎ রাজধানী বেজিংয়ের কাছাকাছি । যদিও কোনও মৃত্যুর খবর নেই ।

আরও পড়ুন : কলকাতায় মিলল কোরোনার নতুন স্ট্রেন, সংক্রমিত যুবক ভরতি মেডিকেল কলেজে

এদিকে দেশে নতুন করে কোরোনার সংক্রমণের জন্য বিদেশ থেকে আসা যাত্রীদের দায়ি করেছে চিন প্রশাসন । বর্তমানে চিন 88 হাজার 227 জন কোরোনা ভাইরাসে আক্রান্ত । চার হাজার 653 জনের মৃত্যু হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.