ETV Bharat / international

কোরোনায় মৃত্যু বেড়ে 560, আক্রান্ত আরও 2,987 জন

হুবেই হেলথ কমিশনের তরফ থেকে জানানো হয়েছে , নতুন করে 2,987 জন কোরোনা আক্রান্তের খোঁজ মিলেছে ৷ আগে প্রকাশিত সরকারি তথ্যের সঙ্গে নতুন কোরোনা আক্রান্তের সংখ্যা যোগ করে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 27 হাজার 300-র বেশি ৷

Corona virus
কোরোনা
author img

By

Published : Feb 6, 2020, 11:15 AM IST

বেজিং, 6 ফেব্রুয়ারি : কোরোনার সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে মৃত্যু ৷ চিনে কোরোনা ভাইরাসে মৃতের সংখ্যা রোজই বাড়ছে লাফিয়ে লাফিয়ে ৷ সরকারি তথ্য অনুযায়ী, চিনে কোরোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 560-এ ৷ কোরোনার মূলকেন্দ্র হুবেইতে বৃহস্পতিবার হেলথ কমিশনের তরফ থেকে জানানো হয়েছে আরও 70 জনের মৃত্যু হয়েছে ৷ নতুন করে 2,987 জন কোরোনা আক্রান্তের খোঁজ মিলেছে ৷ আগে প্রকাশিত সরকারি তথ্যের সঙ্গে নতুন কোরোনা আক্রান্তের সংখ্যা যোগ করে আক্রান্তের সংখ্যা দাঁড়াল 27 হাজার 300 -র বেশি ৷

ইউহানের এক সরকারি মুখপাত্র হু লিশান বলেন, ‘‘ কোরোনার চিকিৎসার জন্য বেশ কিছু বাড়িকে ফাঁকা করে রোগী রাখার ব্যবস্থা করা হয়েছে ৷ শুধুমাত্র কোরোনার চিকিৎসার জন্যই নতুন একটি হাসপাতাল তৈরী করা হলেও সেখানে রোগীদের বেড সংখ্যায় ঘাটতি রয়েছে ৷ এছাড়া চিকিৎসার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ওষুধের অভাব রয়েছে ৷ সরকারের তরফ থেকে আরও কিছু স্কুল ও হোটেলকে হাসপাতালে পরিবর্তিত করার পরিকল্পনা রয়েছে ’’৷

কোরোনা রুখতে চিনের বাকি শহরেও চলছে কড়া নজরদারী ৷ প্রতিটি শহরেই বাসিন্দাদের উপর বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ বাসিন্দাদের বাড়ির বাইরে আসার জন্যও অনুমতি নিতে হচ্ছে ৷ এছাড়া খাদ্যদ্রব্যেও জারি করা হয়েছে নানা বিধিনিষেধ ৷ কোরোনা ভাইরাসটি গত ডিসেম্বর মাসে চিনের ইউহানের মাংসের বাজার থেকে ছড়ায়, তাই মাংস আপাতত নিষিদ্ধ চিনে ৷

সারা বিশ্বে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে কোরোনা ভাইরাস ৷ ইতিমধ্যে মোট 20টি দেশে কোরোনা আক্রান্তের খোঁজ মিলেছে ৷ যদিও এখনও পর্যন্ত কোরোনা ভাইরাসের কোনও প্রতিষোধক আবিষ্কার করা সম্ভব হয়নি ৷

বেজিং, 6 ফেব্রুয়ারি : কোরোনার সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে মৃত্যু ৷ চিনে কোরোনা ভাইরাসে মৃতের সংখ্যা রোজই বাড়ছে লাফিয়ে লাফিয়ে ৷ সরকারি তথ্য অনুযায়ী, চিনে কোরোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 560-এ ৷ কোরোনার মূলকেন্দ্র হুবেইতে বৃহস্পতিবার হেলথ কমিশনের তরফ থেকে জানানো হয়েছে আরও 70 জনের মৃত্যু হয়েছে ৷ নতুন করে 2,987 জন কোরোনা আক্রান্তের খোঁজ মিলেছে ৷ আগে প্রকাশিত সরকারি তথ্যের সঙ্গে নতুন কোরোনা আক্রান্তের সংখ্যা যোগ করে আক্রান্তের সংখ্যা দাঁড়াল 27 হাজার 300 -র বেশি ৷

ইউহানের এক সরকারি মুখপাত্র হু লিশান বলেন, ‘‘ কোরোনার চিকিৎসার জন্য বেশ কিছু বাড়িকে ফাঁকা করে রোগী রাখার ব্যবস্থা করা হয়েছে ৷ শুধুমাত্র কোরোনার চিকিৎসার জন্যই নতুন একটি হাসপাতাল তৈরী করা হলেও সেখানে রোগীদের বেড সংখ্যায় ঘাটতি রয়েছে ৷ এছাড়া চিকিৎসার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ওষুধের অভাব রয়েছে ৷ সরকারের তরফ থেকে আরও কিছু স্কুল ও হোটেলকে হাসপাতালে পরিবর্তিত করার পরিকল্পনা রয়েছে ’’৷

কোরোনা রুখতে চিনের বাকি শহরেও চলছে কড়া নজরদারী ৷ প্রতিটি শহরেই বাসিন্দাদের উপর বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ বাসিন্দাদের বাড়ির বাইরে আসার জন্যও অনুমতি নিতে হচ্ছে ৷ এছাড়া খাদ্যদ্রব্যেও জারি করা হয়েছে নানা বিধিনিষেধ ৷ কোরোনা ভাইরাসটি গত ডিসেম্বর মাসে চিনের ইউহানের মাংসের বাজার থেকে ছড়ায়, তাই মাংস আপাতত নিষিদ্ধ চিনে ৷

সারা বিশ্বে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে কোরোনা ভাইরাস ৷ ইতিমধ্যে মোট 20টি দেশে কোরোনা আক্রান্তের খোঁজ মিলেছে ৷ যদিও এখনও পর্যন্ত কোরোনা ভাইরাসের কোনও প্রতিষোধক আবিষ্কার করা সম্ভব হয়নি ৷

New Delhi, Feb 05 (ANI): Mumbai Police has booked Bollywood dancer and choreographer Ganesh Acharya on charges of sexually harassing a woman choreographer. He has been booked on February 05 after a 33-year-old choreographer has accused him of depriving her of work and forcing her to watch adult videos. The girl had filed complaint against Ganesh Acharya at Mumbai's Amboli Police Station on January 28. She filed complaint against him for the incident which happened with her on January 26. Ganesh Acharya is the general secretary of the Indian Film and Television Choreographers Association (IFTCA). The complainant is a choreographer at the IFTCA and has alleged that Acharya has been harassing her ever since he became the general secretary of the association.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.