বেজিং, 6 ফেব্রুয়ারি : কোরোনার সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে মৃত্যু ৷ চিনে কোরোনা ভাইরাসে মৃতের সংখ্যা রোজই বাড়ছে লাফিয়ে লাফিয়ে ৷ সরকারি তথ্য অনুযায়ী, চিনে কোরোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 560-এ ৷ কোরোনার মূলকেন্দ্র হুবেইতে বৃহস্পতিবার হেলথ কমিশনের তরফ থেকে জানানো হয়েছে আরও 70 জনের মৃত্যু হয়েছে ৷ নতুন করে 2,987 জন কোরোনা আক্রান্তের খোঁজ মিলেছে ৷ আগে প্রকাশিত সরকারি তথ্যের সঙ্গে নতুন কোরোনা আক্রান্তের সংখ্যা যোগ করে আক্রান্তের সংখ্যা দাঁড়াল 27 হাজার 300 -র বেশি ৷
ইউহানের এক সরকারি মুখপাত্র হু লিশান বলেন, ‘‘ কোরোনার চিকিৎসার জন্য বেশ কিছু বাড়িকে ফাঁকা করে রোগী রাখার ব্যবস্থা করা হয়েছে ৷ শুধুমাত্র কোরোনার চিকিৎসার জন্যই নতুন একটি হাসপাতাল তৈরী করা হলেও সেখানে রোগীদের বেড সংখ্যায় ঘাটতি রয়েছে ৷ এছাড়া চিকিৎসার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ওষুধের অভাব রয়েছে ৷ সরকারের তরফ থেকে আরও কিছু স্কুল ও হোটেলকে হাসপাতালে পরিবর্তিত করার পরিকল্পনা রয়েছে ’’৷
কোরোনা রুখতে চিনের বাকি শহরেও চলছে কড়া নজরদারী ৷ প্রতিটি শহরেই বাসিন্দাদের উপর বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ বাসিন্দাদের বাড়ির বাইরে আসার জন্যও অনুমতি নিতে হচ্ছে ৷ এছাড়া খাদ্যদ্রব্যেও জারি করা হয়েছে নানা বিধিনিষেধ ৷ কোরোনা ভাইরাসটি গত ডিসেম্বর মাসে চিনের ইউহানের মাংসের বাজার থেকে ছড়ায়, তাই মাংস আপাতত নিষিদ্ধ চিনে ৷
সারা বিশ্বে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে কোরোনা ভাইরাস ৷ ইতিমধ্যে মোট 20টি দেশে কোরোনা আক্রান্তের খোঁজ মিলেছে ৷ যদিও এখনও পর্যন্ত কোরোনা ভাইরাসের কোনও প্রতিষোধক আবিষ্কার করা সম্ভব হয়নি ৷