ETV Bharat / international

"মুড" হলেই রঙ বদলায় অস্ট্রেলিয়ার এই পাহাড় !

author img

By

Published : Oct 12, 2020, 7:00 AM IST

বহু রকমের রঙ ধরে অস্ট্রলিয়ার ম্যাজিক পাহাড় ৷ কখনও সে হলুদ, কখনও কমলা, কখনও-বা লাল, বেগুনিও মাঝেমাঝে ৷ আর পাহাড়ের গুমোট কালো চেনা রঙ তো আছেই ৷

ayers-mountains-of-australia
ayers-mountains-of-australia

"মুড" হলেই রঙ বদলায় পাহাড় ! নীল থেকে বেগুনি, বেগুনি থেকে লাল... যখন যেমন ইচ্ছে ! কঠিন পাথরের পাহাড়ের এমন জীবন্ত আচরণে মুগ্ধ সাধারণ পর্যটক থেকে বিজ্ঞানী ৷ অতএব, আইয়ারস রক-এর জনপ্রিয়তা ও রহস্যময়তা বাড়ছে দিন-কে-দিন ৷

আইয়ারস-এর অবস্থান অস্ট্রেলিয়ায় ৷ এমন বৈচিত্রপূর্ণ বৈশিষ্টের জন্যে তার ডাক নাম "ম্যাজিক পাহাড়" ! ডিম আকৃতির পাহাড়টির উচ্চতা 348 মিটার ৷ দৈর্ঘ্য 7 কিলোমিটার, প্রস্থ 2.4 কিলোমিটার ৷ এমনিতে আর পাঁচটা কম উচ্চতার সাধারণ পাহাড়ের সঙ্গে আইয়ারস রকের কোনও অমিল নেই ৷ তবু সে আশ্চর্য ! সকাল থেকে বিকেল অবধি পাহাড়ের গায়ে যে চলতেই থেকে রঙের খেলা ! হ্যাঁ, যে কোনও পাহাড়ই সূর্যোদয় ও সূর্যাস্তে অন্য চেহারা নয় ৷ খানিক রঙ বদলায় ৷ তাই বলে তা কখনওই আইয়ারসের মতো এতখানি না ৷

বহু রকমের রঙ ধরে অস্ট্রলিয়ার ম্যাজিক পাহাড় ৷ কখনও সে হলুদ, কখনও কমলা, কখনও-বা লাল, বেগুনিও মাঝেমাঝে ৷ আর পাহাড়ের গুমোট কালো চেনা রঙ তো আছেই ৷ অবশ্যই রঙের বৈচিত্র সবচেয়ে বেশি করে দেখা যায় ভোরে ও সন্ধ্যায় ৷ কিন্তু, কেন এতখানি রঙ বদল ?

স্থানীয় আদিবাসী মানুষের বিশ্বাস, তাঁদের পাহাড়ে কোনও দেবতা থাকেন ৷ তাই তাঁরা আইয়ারস রককে দেবতা রূপে পুজোও করেন ৷ বিজ্ঞানীরা অবশ্য এই উত্তরে সন্তুষ্ট নন ৷ তাঁদের বক্তব্য, পাহাড়ের আশ্চর্য গঠনেই অস্বাভাবিক আলোর বিচ্ছুরণ ঘটে, এবং তাতেই ঘটে যায় ম্যাজিক ৷ উল্লেখ্য, এই পাহাড়টি একটিমাত্র পাথরে গঠিত ৷ যা সচরাচর দেখা যায় না ৷ প্রকৃতিপ্রেমী পর্যটকেরা অবশ্য এতসব নিয়ে ভাবতে নারাজ ৷ তারা অস্ট্রেলিয়ার আইয়ারসের ম্যাজিক প্যালেটের ননা রঙের মুগ্ধ দর্শক ৷

আইয়ারসের প্রতি পর্যটকদের বাড়তি কৌতূহল দেখে পাহাড়টিকে কেন্দ্র 487 বর্গমাইল এলাকাজুড়ে অস্ট্রেলিয়া সরকার গড়ে তুলেছে মাইন্ট ওগলা ন্যাশানাল পার্ক ৷

"মুড" হলেই রঙ বদলায় পাহাড় ! নীল থেকে বেগুনি, বেগুনি থেকে লাল... যখন যেমন ইচ্ছে ! কঠিন পাথরের পাহাড়ের এমন জীবন্ত আচরণে মুগ্ধ সাধারণ পর্যটক থেকে বিজ্ঞানী ৷ অতএব, আইয়ারস রক-এর জনপ্রিয়তা ও রহস্যময়তা বাড়ছে দিন-কে-দিন ৷

আইয়ারস-এর অবস্থান অস্ট্রেলিয়ায় ৷ এমন বৈচিত্রপূর্ণ বৈশিষ্টের জন্যে তার ডাক নাম "ম্যাজিক পাহাড়" ! ডিম আকৃতির পাহাড়টির উচ্চতা 348 মিটার ৷ দৈর্ঘ্য 7 কিলোমিটার, প্রস্থ 2.4 কিলোমিটার ৷ এমনিতে আর পাঁচটা কম উচ্চতার সাধারণ পাহাড়ের সঙ্গে আইয়ারস রকের কোনও অমিল নেই ৷ তবু সে আশ্চর্য ! সকাল থেকে বিকেল অবধি পাহাড়ের গায়ে যে চলতেই থেকে রঙের খেলা ! হ্যাঁ, যে কোনও পাহাড়ই সূর্যোদয় ও সূর্যাস্তে অন্য চেহারা নয় ৷ খানিক রঙ বদলায় ৷ তাই বলে তা কখনওই আইয়ারসের মতো এতখানি না ৷

বহু রকমের রঙ ধরে অস্ট্রলিয়ার ম্যাজিক পাহাড় ৷ কখনও সে হলুদ, কখনও কমলা, কখনও-বা লাল, বেগুনিও মাঝেমাঝে ৷ আর পাহাড়ের গুমোট কালো চেনা রঙ তো আছেই ৷ অবশ্যই রঙের বৈচিত্র সবচেয়ে বেশি করে দেখা যায় ভোরে ও সন্ধ্যায় ৷ কিন্তু, কেন এতখানি রঙ বদল ?

স্থানীয় আদিবাসী মানুষের বিশ্বাস, তাঁদের পাহাড়ে কোনও দেবতা থাকেন ৷ তাই তাঁরা আইয়ারস রককে দেবতা রূপে পুজোও করেন ৷ বিজ্ঞানীরা অবশ্য এই উত্তরে সন্তুষ্ট নন ৷ তাঁদের বক্তব্য, পাহাড়ের আশ্চর্য গঠনেই অস্বাভাবিক আলোর বিচ্ছুরণ ঘটে, এবং তাতেই ঘটে যায় ম্যাজিক ৷ উল্লেখ্য, এই পাহাড়টি একটিমাত্র পাথরে গঠিত ৷ যা সচরাচর দেখা যায় না ৷ প্রকৃতিপ্রেমী পর্যটকেরা অবশ্য এতসব নিয়ে ভাবতে নারাজ ৷ তারা অস্ট্রেলিয়ার আইয়ারসের ম্যাজিক প্যালেটের ননা রঙের মুগ্ধ দর্শক ৷

আইয়ারসের প্রতি পর্যটকদের বাড়তি কৌতূহল দেখে পাহাড়টিকে কেন্দ্র 487 বর্গমাইল এলাকাজুড়ে অস্ট্রেলিয়া সরকার গড়ে তুলেছে মাইন্ট ওগলা ন্যাশানাল পার্ক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.