ETV Bharat / international

কাশ্মীর দ্বিপাক্ষিক ইশু, শান্তিপূর্ণভাবে সমাধান উচিত : চিন - শাহ মেহমুদ কুরেশি

জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল চিন । চলতি সপ্তাহের শুরুতেই কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীরের 370 ধারা বাতিল করতে সংসদে প্রস্তাব পাশ করে । সেই থেকেই সীমান্তে উত্তেজনা বাড়ছে । গতকাল চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে দেখা করতে বেজিং যান পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি । সেই দ্বিপাক্ষিক আলোচনার সময় কাশ্মীর নিয়ে উদ্বেগ প্রকাশ করে বেজিং ।

শাহ মেহমুদ কুরেশি ও ওয়াং ই
author img

By

Published : Aug 10, 2019, 8:09 AM IST

বেজিং, 10 অগাস্ট : জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল চিন । চলতি সপ্তাহের শুরুতেই কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীরের 370 ধারা বাতিল করতে সংসদে প্রস্তাব পাশ করে । সেই থেকেই সীমান্তে উত্তেজনা বাড়ছে । গতকাল চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে দেখা করতে বেজিং যান পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি । সেই দ্বিপাক্ষিক আলোচনার সময় কাশ্মীর নিয়ে উদ্বেগ প্রকাশ করে বেজিং ।

জানা যাচ্ছে, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী কাশ্মীরের সমস্যা দ্বিপাক্ষিকভাবে শান্তিপূর্ণ উপায়ে সমাধান করা উচিত বলে বেজিং পাকিস্তানকে জানিয়েছে । বেজিং জানিয়েছে, ভারত ও পাকিস্তান উভয়েই সমস্যা সমাধানে যথাযথভাবে পদক্ষেপ নেওয়া উচিত । তাছাড়া উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে এমন কোনও পদক্ষেপও এড়ানো উচিত । এদিকে বৈঠকের পর কুরেশি জানান, কাশ্মীর ইশু নিয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের কাছে যাওয়ার পাকিস্তানের যে সিদ্ধান্ত তাকে সমর্থন করেছে চিন ৷ পাশাপাশি জানিয়েছে, বেজিং এক্ষেত্রে ইসলামাবাদকে সহযোগিতা করবে ।

370 ধারা প্রত্যাহারের পর জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করে সরকার । এনিয়ে তীব্র আপত্তি জানায় পাকিস্তান । দিল্লির এই পদক্ষেপকে বেআইনি দাবি করে লড়াই চালাবে বলে হুঁশিয়ারি দেয় ইসলামাবাদ । বুধবারই ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক কমিয়ে আনা ও দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত করার সিদ্ধান্ত নেয় ইমরান খান সরকার । পালটা বিবৃতি দিয়ে ইসলামাবাদকে সিদ্ধান্ত পর্যালোচনা করতে বলেছে দিল্লি, যাতে কূটনৈতিক যোগাযোগের সাধারণ চ্যানেলগুলি বজায় থাকে । পাশাপাশি কড়া ভাষায় জানিয়ে দেওয়া হয় যে জম্মু ও কাশ্মীরের বিষয়ে নেওয়া পদক্ষেপগুলি পুরোপুরি অভ্যন্তরীণ । অন্যদিকে চিনও লাদাখ নিয়ে ভারতের সিদ্ধান্তের বিরোধিতা করে । চিনের আঞ্চলিক সার্বভৌমত্বকে ক্ষুন্ন করেছে ভারতের এই পদক্ষেপ, দাবি করে বেজিং । যদিও দিল্লি সেই বক্তব্যকেও অভ্যন্তরীণ বিষয় বলে উড়িয়ে দেয় ।

বেজিং, 10 অগাস্ট : জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল চিন । চলতি সপ্তাহের শুরুতেই কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীরের 370 ধারা বাতিল করতে সংসদে প্রস্তাব পাশ করে । সেই থেকেই সীমান্তে উত্তেজনা বাড়ছে । গতকাল চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে দেখা করতে বেজিং যান পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি । সেই দ্বিপাক্ষিক আলোচনার সময় কাশ্মীর নিয়ে উদ্বেগ প্রকাশ করে বেজিং ।

জানা যাচ্ছে, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী কাশ্মীরের সমস্যা দ্বিপাক্ষিকভাবে শান্তিপূর্ণ উপায়ে সমাধান করা উচিত বলে বেজিং পাকিস্তানকে জানিয়েছে । বেজিং জানিয়েছে, ভারত ও পাকিস্তান উভয়েই সমস্যা সমাধানে যথাযথভাবে পদক্ষেপ নেওয়া উচিত । তাছাড়া উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে এমন কোনও পদক্ষেপও এড়ানো উচিত । এদিকে বৈঠকের পর কুরেশি জানান, কাশ্মীর ইশু নিয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের কাছে যাওয়ার পাকিস্তানের যে সিদ্ধান্ত তাকে সমর্থন করেছে চিন ৷ পাশাপাশি জানিয়েছে, বেজিং এক্ষেত্রে ইসলামাবাদকে সহযোগিতা করবে ।

370 ধারা প্রত্যাহারের পর জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করে সরকার । এনিয়ে তীব্র আপত্তি জানায় পাকিস্তান । দিল্লির এই পদক্ষেপকে বেআইনি দাবি করে লড়াই চালাবে বলে হুঁশিয়ারি দেয় ইসলামাবাদ । বুধবারই ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক কমিয়ে আনা ও দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত করার সিদ্ধান্ত নেয় ইমরান খান সরকার । পালটা বিবৃতি দিয়ে ইসলামাবাদকে সিদ্ধান্ত পর্যালোচনা করতে বলেছে দিল্লি, যাতে কূটনৈতিক যোগাযোগের সাধারণ চ্যানেলগুলি বজায় থাকে । পাশাপাশি কড়া ভাষায় জানিয়ে দেওয়া হয় যে জম্মু ও কাশ্মীরের বিষয়ে নেওয়া পদক্ষেপগুলি পুরোপুরি অভ্যন্তরীণ । অন্যদিকে চিনও লাদাখ নিয়ে ভারতের সিদ্ধান্তের বিরোধিতা করে । চিনের আঞ্চলিক সার্বভৌমত্বকে ক্ষুন্ন করেছে ভারতের এই পদক্ষেপ, দাবি করে বেজিং । যদিও দিল্লি সেই বক্তব্যকেও অভ্যন্তরীণ বিষয় বলে উড়িয়ে দেয় ।

New Delhi, Aug 10 (ANI): A recent study has discovered that physical activity as an outlet for stress can increase college students' willingness to exercise. However, in order to maintain that routine, students need social support from family and friends. Researchers surveyed 135 college students, assessing their willingness to exercise for the recommended 150 minutes per week. Participants were asked to weigh pros, like improved energy and health against perceived disadvantages, like being tired and not having enough time for academics or leisure. Once convinced that more exercise would benefit them, students were asked what they needed to get started. The single most significant factor was behavioral confidence, which involves visualization of future performance and external sources of confidence, like one's religious faith or an encouraging mentor. The findings were published in the journal of 'American Osteopathic Association'. According to the survey, respondents indicated that sustaining the weekly 150 minutes of exercise would require the support of family and friends, as well as an emotional shift, in which students would use exercise as an outlet for stressors. Respondents also said social changes, like making friends who also exercise regularly would improve their ability to persist.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.