ETV Bharat / international

গালওয়ান সংঘর্ষের আগে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে মার্শাল যোদ্ধাদের পাঠিয়েছিল চিন

15জুন বারত এবং চিনের মধ্যে সংঘর্ষে 20জন ভারতীয় জওয়ান শহিদ হন । সেইদিন সংঘর্ষের আগে গালওয়ান উপত্যকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে মার্শাল যোদ্ধাদের পাঠিয়েছিল চিন । চিনের একটি সংবাদমাাধ্যমে এই তথ্য প্রকাশিত হয় ।

galwan
galwan
author img

By

Published : Jun 29, 2020, 4:31 AM IST

বেইজিং, 28জুন : গালওয়ান উপত্যকায় সংঘর্ষের আগে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে মার্শাল আর্ট যোদ্ধাদের পাঠিয়েছিল চিন । আজ চিনের একটি সংবাদমাধ্যমে এই খবর প্রকাশ করা হয় ।

পাঁচটি নতুন সেনাবিভাগের কর্মীদের পাঠানো হয়েছিল প্রকৃত নিয়্ন্ত্রণ রেখার কাছে । এভারেস্ট অলিম্পিকের টর্চ রিলে দল এবং একটি মিশ্র মার্শাল আর্ট ক্লাবের যোদ্ধারা 15জুন লাহসায় উপস্থিত ছিলেন । সেখানে পরিস্থিতি খতিয়ে দেখেন তাঁরা । সেনাবাহিনীর সংবাদপত্র চায়না ন্যাশনাল ডিফেন্স নিউজ়-এ এই বিষয়ে তথ্য প্রকাশ করা হয় । যদিও ভারত-চিনের সীমান্ত পরিস্থিতির কারণেই তাঁদের সেখানে মোতায়েন করা হয়েছিল কি না সেই নিয়ে কোনও স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি এই প্রতিবেদনে ।

15জুন মধ্যরাতে গালওয়ান উপত্যকায় চিন এবং ভারতের মধ্যে 45 বছরে সবথেকে হিংসাত্মক সংঘর্ষ হয় । একে অপরকে পাথর দিয়েও আঘাত করেন দুই দেশের সেনারা । ভারতের 20জন জওয়ান শহিদ হন । চিনের তরফেও সেনারা আহত এবং নিহত হন ।

বেইজিং, 28জুন : গালওয়ান উপত্যকায় সংঘর্ষের আগে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে মার্শাল আর্ট যোদ্ধাদের পাঠিয়েছিল চিন । আজ চিনের একটি সংবাদমাধ্যমে এই খবর প্রকাশ করা হয় ।

পাঁচটি নতুন সেনাবিভাগের কর্মীদের পাঠানো হয়েছিল প্রকৃত নিয়্ন্ত্রণ রেখার কাছে । এভারেস্ট অলিম্পিকের টর্চ রিলে দল এবং একটি মিশ্র মার্শাল আর্ট ক্লাবের যোদ্ধারা 15জুন লাহসায় উপস্থিত ছিলেন । সেখানে পরিস্থিতি খতিয়ে দেখেন তাঁরা । সেনাবাহিনীর সংবাদপত্র চায়না ন্যাশনাল ডিফেন্স নিউজ়-এ এই বিষয়ে তথ্য প্রকাশ করা হয় । যদিও ভারত-চিনের সীমান্ত পরিস্থিতির কারণেই তাঁদের সেখানে মোতায়েন করা হয়েছিল কি না সেই নিয়ে কোনও স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি এই প্রতিবেদনে ।

15জুন মধ্যরাতে গালওয়ান উপত্যকায় চিন এবং ভারতের মধ্যে 45 বছরে সবথেকে হিংসাত্মক সংঘর্ষ হয় । একে অপরকে পাথর দিয়েও আঘাত করেন দুই দেশের সেনারা । ভারতের 20জন জওয়ান শহিদ হন । চিনের তরফেও সেনারা আহত এবং নিহত হন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.