ETV Bharat / international

Kabul Blast : কাবুল বিমানবন্দরে হামলার 24 ঘণ্টারও পর প্রতিক্রিয়া চিনের - তালিবানি সন্ত্রাস

কাবুল বিমানবন্দরে আত্মঘাতী বোমা বিস্ফোরণের 24 ঘণ্টারও বেশি সময় পরে প্রতিক্রিয়া দিল চিন ৷ বেজিংয়ের তরফে বিদেশমন্ত্রকের মুখপাত্র জাও লিজিয়ান জানিয়েছেন, আন্তর্জাতিক কমিউনিটির সঙ্গে যৌথভাবে আফগানিস্তানে তৈরি হওয়া সন্ত্রাসের বিরুদ্ধে চিন লড়াই করবে ৷

china-condemns-kabul airport-attacks by Taliban-keeps-embassy-open
কাবুল বিমানবন্দরে হামলায় 24 ঘণ্টারও পরে প্রতিক্রিয়া চিনের
author img

By

Published : Aug 27, 2021, 5:50 PM IST

বেজিং, 27 অগস্ট : কাবুল বিমানবন্দরে হামলার নিন্দা করল চিন (China) ৷ প্রথমবার আফগানিস্তানে (Afghanistan) তালিবানি সন্ত্রাসের বিরুদ্ধে সমালোচনা করতে দেখা গেল বেজিংকে ৷ যেখানে বলা হয়েছে, ‘‘আন্তর্জাতিক কমিউনিটির সঙ্গে মিলিতভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করতে এবং আফগানিস্তানকে আবারও সন্ত্রাসবাদের উৎস হিসেবে গড়ে ওঠা থেকে আটকাতে চিন তৈরি ৷’’ কাবুল বিমানবন্দরে আত্মঘাতী বোমা বিস্ফোরণ নিয়ে আজ প্রথমবার বিকেলে চিনের তরফে তাদের বিদেশমন্ত্রকের মুখপাত্র জাও লিজিয়ান এই মন্তব্য করেছেন ৷

আরও পড়ুন : Kabul Airport Blast : তোমাদের খুঁজে বের করব, এর মূল্য দিতে হবে; আইসিসকে হুঁশিয়ারি বাইডেনের

তিনি এ নিয়ে একটি বিবৃতি পেশ করে জানিয়েছেন, বৃহস্পতিবার হওয়া কাবুলের ওই বিস্ফোরণে কোনও চিনা নাগরিকের মৃত্যু হয়নি ৷ সেই সঙ্গে সে দেশে বসবাসকারী চিনা নাগরিকদের বলা হয়েছে, তাঁরা যেন নিজেদের নিরাপত্তার বিষয়ে সচেতন হন ৷ ওই বিবৃতিতে জাও জানিয়েছেন, মোটের উপর তাঁরা আফগানিস্তানের সমোমনোভাবাপন্ন রাজনৈতিক দলগুলির কাছে আবেদন করেছে, যাতে আফগানিস্তানে অবস্থিত চিনা নাগরিকদের নিরাপত্তার বিষয়টি দেখা হয় ৷

আরও পড়ুন : Kabul Airport Blast : তালিবানদের সঙ্গে আইএস আর হাক্কানিদের যোগ রয়েছে, টুইট আমরুল্লার

প্রসঙ্গত, চিন একমাত্র দেশ যারা, তালিবান কাবুলের দখল নেওয়ার পরেও সেখান থেকে তাদের নাগরিকদের এয়ারলিফ্ট করায়নি ৷ এমনকি গতকালের আত্মঘাতী বোমা বিস্ফোরণের পরও সেখান থেকে চিন তাদের দূতাবাস সরায়নি ৷ এমনকি চিনা বিদেশমন্ত্রকের তরফে এও বলা হয়েছে, চিন কাবুলে তাদের দূতাবাস খোলা রাখবে ৷ সম্প্রতি তালিবানের সঙ্গে আলোচনাতেও বসেছিল চিন ৷ যেখানে চিনের প্রতিনিধি কাবুল বিমানবন্দরে তৈরি হওয়া অস্থির পরিস্থিতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছিল ৷

বেজিং, 27 অগস্ট : কাবুল বিমানবন্দরে হামলার নিন্দা করল চিন (China) ৷ প্রথমবার আফগানিস্তানে (Afghanistan) তালিবানি সন্ত্রাসের বিরুদ্ধে সমালোচনা করতে দেখা গেল বেজিংকে ৷ যেখানে বলা হয়েছে, ‘‘আন্তর্জাতিক কমিউনিটির সঙ্গে মিলিতভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করতে এবং আফগানিস্তানকে আবারও সন্ত্রাসবাদের উৎস হিসেবে গড়ে ওঠা থেকে আটকাতে চিন তৈরি ৷’’ কাবুল বিমানবন্দরে আত্মঘাতী বোমা বিস্ফোরণ নিয়ে আজ প্রথমবার বিকেলে চিনের তরফে তাদের বিদেশমন্ত্রকের মুখপাত্র জাও লিজিয়ান এই মন্তব্য করেছেন ৷

আরও পড়ুন : Kabul Airport Blast : তোমাদের খুঁজে বের করব, এর মূল্য দিতে হবে; আইসিসকে হুঁশিয়ারি বাইডেনের

তিনি এ নিয়ে একটি বিবৃতি পেশ করে জানিয়েছেন, বৃহস্পতিবার হওয়া কাবুলের ওই বিস্ফোরণে কোনও চিনা নাগরিকের মৃত্যু হয়নি ৷ সেই সঙ্গে সে দেশে বসবাসকারী চিনা নাগরিকদের বলা হয়েছে, তাঁরা যেন নিজেদের নিরাপত্তার বিষয়ে সচেতন হন ৷ ওই বিবৃতিতে জাও জানিয়েছেন, মোটের উপর তাঁরা আফগানিস্তানের সমোমনোভাবাপন্ন রাজনৈতিক দলগুলির কাছে আবেদন করেছে, যাতে আফগানিস্তানে অবস্থিত চিনা নাগরিকদের নিরাপত্তার বিষয়টি দেখা হয় ৷

আরও পড়ুন : Kabul Airport Blast : তালিবানদের সঙ্গে আইএস আর হাক্কানিদের যোগ রয়েছে, টুইট আমরুল্লার

প্রসঙ্গত, চিন একমাত্র দেশ যারা, তালিবান কাবুলের দখল নেওয়ার পরেও সেখান থেকে তাদের নাগরিকদের এয়ারলিফ্ট করায়নি ৷ এমনকি গতকালের আত্মঘাতী বোমা বিস্ফোরণের পরও সেখান থেকে চিন তাদের দূতাবাস সরায়নি ৷ এমনকি চিনা বিদেশমন্ত্রকের তরফে এও বলা হয়েছে, চিন কাবুলে তাদের দূতাবাস খোলা রাখবে ৷ সম্প্রতি তালিবানের সঙ্গে আলোচনাতেও বসেছিল চিন ৷ যেখানে চিনের প্রতিনিধি কাবুল বিমানবন্দরে তৈরি হওয়া অস্থির পরিস্থিতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.