ETV Bharat / international

আরও কোণঠাসা পাকিস্তান, 370 ইশুতে এবার ভারতের পাশে বাংলাদেশও ! - article 370

গতকালই দ্বিপাক্ষিক বোঝাপড়া আরও পোক্ত করতে বাংলাদেশে যান ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর । আর আজ বাংলাদেশের বিদেশ মন্ত্রক এক বিবৃতি দিয়ে বলে, জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার ভারতের অভ্যন্তরীণ বিষয় ।

আরও কোণঠাসা পাকিস্তান, 370 ইশুতে এবার ভারতের পাশে বাংলাদেশও !
author img

By

Published : Aug 21, 2019, 12:37 PM IST

ঢাকা, 21 অগাস্ট : জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে জানিয়ে দিল বাংলাদেশের বিদেশ মন্ত্রক । পাশাপাশি বাংলাদেশের তরফে আরও জানানো হয়, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য সমস্ত নীতিগত বিষয়ে ভারতকে সমর্থন জানায় তারা । উন্নয়ন সব দেশের জন্য অগ্রাধিকার হওয়া উচিত ।

গতকালই দ্বিপাক্ষিক বোঝাপড়া আরও পোক্ত করতে বাংলাদেশে যান ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর । ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে আসেন সেই দেশের বিদেশমন্ত্রী আবদুল মোমেন । এই সফর প্রসঙ্গে বাংলাদেশে ভারতের হাইকমিশন টুইট করে, 'বাংলাদেশ ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ সহযোগী । বাংলাদেশ উপমহাদেশে প্রতিবেশীদের মধ্যে শান্তি বজায় রাখার ক্ষেত্রে এক স্তম্ভ ।" এর আগে 7 অগাস্ট দু'দিনের সফরে ভারত এসেছিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ়ামান খান ।

370 ধারা প্রত্যাহারের পর থেকেই পাকিস্তান ও চিন জোর চেষ্টা চালায় জম্মু ও কাশ্মীরকে আন্তর্জাতিক ইশু করার । জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার ও লাদাখের পৃথকীকরণ নিয়ে পাকিস্তান ও চিন ক্রমাগত বিবৃতিও জারি করতে থাকে । তবে এই বিষয়টিকে ভারতের অভ্যন্তরীণ বলে আখ্যা দিয়েছিল সৌদি আরব ও শ্রীলঙ্কা । এরপরও 370 ধারা প্রত্যাহার সহ কাশ্মীর ইশুতে আলোচনা চেয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে আবেদন জানায় চিন । সেই বৈঠক হলেও, তাতে কোনও সিদ্ধান্ত না হওয়ায় পাকিস্তান ও চিনের প্রচেষ্টা ব্যর্থ হয় । এমন কী নিরাপত্তা পরিষদের 14টি দেশ কাশ্মীর ইশু নিয়ে ভারতের পক্ষে ছিল সেই বৈঠকে । এরই মাঝে বাংলাদেশের এই বিবৃতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ । এই বিবৃতির ফলে কাশ্মীর ইশুতে পাকিস্তান আরও কোণঠাসা হয়ে গেল বলে মনে করছে বিশেষজ্ঞ মহল ।

ঢাকা, 21 অগাস্ট : জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে জানিয়ে দিল বাংলাদেশের বিদেশ মন্ত্রক । পাশাপাশি বাংলাদেশের তরফে আরও জানানো হয়, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য সমস্ত নীতিগত বিষয়ে ভারতকে সমর্থন জানায় তারা । উন্নয়ন সব দেশের জন্য অগ্রাধিকার হওয়া উচিত ।

গতকালই দ্বিপাক্ষিক বোঝাপড়া আরও পোক্ত করতে বাংলাদেশে যান ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর । ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে আসেন সেই দেশের বিদেশমন্ত্রী আবদুল মোমেন । এই সফর প্রসঙ্গে বাংলাদেশে ভারতের হাইকমিশন টুইট করে, 'বাংলাদেশ ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ সহযোগী । বাংলাদেশ উপমহাদেশে প্রতিবেশীদের মধ্যে শান্তি বজায় রাখার ক্ষেত্রে এক স্তম্ভ ।" এর আগে 7 অগাস্ট দু'দিনের সফরে ভারত এসেছিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ়ামান খান ।

370 ধারা প্রত্যাহারের পর থেকেই পাকিস্তান ও চিন জোর চেষ্টা চালায় জম্মু ও কাশ্মীরকে আন্তর্জাতিক ইশু করার । জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার ও লাদাখের পৃথকীকরণ নিয়ে পাকিস্তান ও চিন ক্রমাগত বিবৃতিও জারি করতে থাকে । তবে এই বিষয়টিকে ভারতের অভ্যন্তরীণ বলে আখ্যা দিয়েছিল সৌদি আরব ও শ্রীলঙ্কা । এরপরও 370 ধারা প্রত্যাহার সহ কাশ্মীর ইশুতে আলোচনা চেয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে আবেদন জানায় চিন । সেই বৈঠক হলেও, তাতে কোনও সিদ্ধান্ত না হওয়ায় পাকিস্তান ও চিনের প্রচেষ্টা ব্যর্থ হয় । এমন কী নিরাপত্তা পরিষদের 14টি দেশ কাশ্মীর ইশু নিয়ে ভারতের পক্ষে ছিল সেই বৈঠকে । এরই মাঝে বাংলাদেশের এই বিবৃতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ । এই বিবৃতির ফলে কাশ্মীর ইশুতে পাকিস্তান আরও কোণঠাসা হয়ে গেল বলে মনে করছে বিশেষজ্ঞ মহল ।

New Delhi, Aug 21 (ANI): President of Zambia, Edgar Chagwa Lungu accorded Guard of Honour on his arrival to India on August 21. President Ram Nath Kovind and Prime Minister Narendra Modi welcomed him at Rashtrapati Bhavan. Lungu is on a three-day visit to India. He also met many other political leaders after the honour. While speaking to mediapersons, Edgar said, "Zambia and India is very close from years. We are going to sign some agreements for the betterment of the both countries."

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.