ETV Bharat / international

সুস্থ থাকলে মাস্ক দরকার নেই, কোরোনা প্রসঙ্গে মন্তব্য হাসিনার - Bangabandhu Sheikh Mujibur Rahman's birth centenary

কোরোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার দরকার নেই ৷ মাস্ক না পরলেও চলবে ৷ এমনটাই মত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৷

Bangladesh Prime Minister Sheikh Hasina
হাসিনা
author img

By

Published : Mar 10, 2020, 8:19 AM IST

ঢাকা, 10 মার্চ: সারা বিশ্ব কোরোনা ভাইরাস নিয়ে চিন্তিত ৷ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীদের উদ্দেশে বললেন, ‘‘আপনি যদি সুস্থ থাকেন, তাহলে মাস্ক ব্যবহারের কোনও প্রয়োজন নেই ৷ মাস্ক পরা ও স্যানিটাইজার ব্যবহার পাগলামি ছাড়া কিছুই নয় ৷’’

ডিসেম্বরে চিনে প্রথম দেখা যায় কোরোনা ভাইরাস, ইতিমধ্যেই বিশ্বজুড়ে মোট 4000 জন মারা গিয়েছেন এই ভাইরাসে, আক্রান্তের সংখ্যা এক লাখের উপর ৷ চিন পেরিয়ে এই সংক্রমণ ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বেই, ভারতেও এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন 43 জন ৷ বাংলাদেশ সম্প্রতি তিনজন ব্যক্তিকে কোরোনা আক্রান্ত হিসাবে ঘোষণা করেছে, তাঁদের চিকিৎসা চলছে ৷

গণভবনে বৈঠকে হাসিনা বলেন, ‘‘ভয়ের কিছুই নেই, তবে সতর্ক হওয়া ভালো ৷ এটা কোনও মারণ রোগ নয়, চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে ওঠা সম্ভব ৷’’ জনগণদের মধ্যে আচমকা যে মাস্ক ও স্যানিটাইজার কেনার হিড়িক পড়েছে, সে সম্পর্কে তিনি বলেন, ''এটা পাগলামো ছাড়া আর কিছুই নয় ৷ মানুষ প্রচুর মাস্ক ও স্যানিটাইজার জমা করছে ৷ এক সপ্তাহের মধ্যে হয় তা ফেলে দিতে হবে বা বিক্রি করে দিতে হবে ৷'' কিছু সংবাদপত্র মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে সাহায্য করছে ৷ এর পিছনে গোপন কোনও উদ্দেশ্য আছে কি না বলেও উল্লেখ করেন তিনি ৷

প্রবীণ ব্যক্তিরা কোরোনায় আক্রান্ত হচ্ছেন, এমন গুজব ছড়ানোর পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘‘বয়স্ক মানুষ কোরোনায় আক্রান্ত হচ্ছেন, কারণ তারা ডায়াবেটিস বা কিডনির সমস্যায় ভোগেন ৷ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও কম ৷ অল্পবয়সিদের এ নিয়ে চিন্তার কোনও কারণ নেই ৷’’

কোরোনা সংক্রমণ আটকাতে কীভাবে হাঁচতে বা কাশতে হয়, তাও দেখিয়ে দেন তিনি গণভবনের বৈঠকে ৷ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকীতে যে অনুষ্ঠান হওয়ার কথা ছিল, সেই উদযাপনে খানিকটা হলেও রাশ টানা হয়েছে কোরোনা আতঙ্কে ৷ এই বিষয়ে তিনি বলেন, ''বহু দেশই বিভিন্ন অনুষ্ঠানকে বাতিল করতে বাধ্য হয়েছেন সতর্কতা অনুসরণ করে ৷ বিদেশের অনেক অতিথি এই পরিস্থিতিতে দেশ ছেড়ে আসতে পারবেন না, তাই অনুষ্ঠান সূচিতে বদল আনা হয়েছে ৷''

ঢাকা, 10 মার্চ: সারা বিশ্ব কোরোনা ভাইরাস নিয়ে চিন্তিত ৷ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীদের উদ্দেশে বললেন, ‘‘আপনি যদি সুস্থ থাকেন, তাহলে মাস্ক ব্যবহারের কোনও প্রয়োজন নেই ৷ মাস্ক পরা ও স্যানিটাইজার ব্যবহার পাগলামি ছাড়া কিছুই নয় ৷’’

ডিসেম্বরে চিনে প্রথম দেখা যায় কোরোনা ভাইরাস, ইতিমধ্যেই বিশ্বজুড়ে মোট 4000 জন মারা গিয়েছেন এই ভাইরাসে, আক্রান্তের সংখ্যা এক লাখের উপর ৷ চিন পেরিয়ে এই সংক্রমণ ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বেই, ভারতেও এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন 43 জন ৷ বাংলাদেশ সম্প্রতি তিনজন ব্যক্তিকে কোরোনা আক্রান্ত হিসাবে ঘোষণা করেছে, তাঁদের চিকিৎসা চলছে ৷

গণভবনে বৈঠকে হাসিনা বলেন, ‘‘ভয়ের কিছুই নেই, তবে সতর্ক হওয়া ভালো ৷ এটা কোনও মারণ রোগ নয়, চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে ওঠা সম্ভব ৷’’ জনগণদের মধ্যে আচমকা যে মাস্ক ও স্যানিটাইজার কেনার হিড়িক পড়েছে, সে সম্পর্কে তিনি বলেন, ''এটা পাগলামো ছাড়া আর কিছুই নয় ৷ মানুষ প্রচুর মাস্ক ও স্যানিটাইজার জমা করছে ৷ এক সপ্তাহের মধ্যে হয় তা ফেলে দিতে হবে বা বিক্রি করে দিতে হবে ৷'' কিছু সংবাদপত্র মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে সাহায্য করছে ৷ এর পিছনে গোপন কোনও উদ্দেশ্য আছে কি না বলেও উল্লেখ করেন তিনি ৷

প্রবীণ ব্যক্তিরা কোরোনায় আক্রান্ত হচ্ছেন, এমন গুজব ছড়ানোর পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘‘বয়স্ক মানুষ কোরোনায় আক্রান্ত হচ্ছেন, কারণ তারা ডায়াবেটিস বা কিডনির সমস্যায় ভোগেন ৷ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও কম ৷ অল্পবয়সিদের এ নিয়ে চিন্তার কোনও কারণ নেই ৷’’

কোরোনা সংক্রমণ আটকাতে কীভাবে হাঁচতে বা কাশতে হয়, তাও দেখিয়ে দেন তিনি গণভবনের বৈঠকে ৷ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকীতে যে অনুষ্ঠান হওয়ার কথা ছিল, সেই উদযাপনে খানিকটা হলেও রাশ টানা হয়েছে কোরোনা আতঙ্কে ৷ এই বিষয়ে তিনি বলেন, ''বহু দেশই বিভিন্ন অনুষ্ঠানকে বাতিল করতে বাধ্য হয়েছেন সতর্কতা অনুসরণ করে ৷ বিদেশের অনেক অতিথি এই পরিস্থিতিতে দেশ ছেড়ে আসতে পারবেন না, তাই অনুষ্ঠান সূচিতে বদল আনা হয়েছে ৷''

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.