ETV Bharat / international

অপ্রয়োজনীয় হলেও NRC ভারতের অভ্য়ন্তরীণ বিষয় : হাসিনা - শেখ হাসিনা NRC

এক সাক্ষাৎকারে ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনকে অপ্রয়োজনীয় বলে মন্তব্য করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ তিনি বলেন, " আমরা জানি না ভারত সরকার এটা কেন করল"

sk hasina bangladesh
"NRC অপ্রয়োজনীয়", বললেন শেখ হাসিনা
author img

By

Published : Jan 19, 2020, 10:06 PM IST

Updated : Jan 19, 2020, 10:40 PM IST

দিল্লি/ঢাকা, 19 জানুয়ারি: একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে, ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন প্রসঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, "আমরা জানি না এটা (ভারত সরকার) কেন করল? এটার কোনও প্রয়োজন ছিল না৷" তিনদিনের আবু ধাবি সফরে গিয়ে CAA ও NRC প্রসঙ্গে এই মন্তব্য করেন তিনি৷

তিনি বলেন, বাংলাদেশ সরকার প্রথম থেকেই বলে এসেছে যে নাগরিকত্ব আইন ও NRC একেবারেই ভারতের অভ্যন্তরীণ ব্যাপার ৷ তিনি আরও বলেন, "ভারত সরকারও সবসময়েই এটাই দাবি করেছে যে CAA ও NRC শুধুমাত্রই ভারতের অভ্যন্তরীণ নীতি ৷ 2019 অকটোবরে, আমার দিল্লি সফরের সময়েও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্যক্তিগত ভাবে আমাকে এই বিষয়ে আস্থা দিয়েছেন৷"

CAA-এর মাধ্যমে ভারত সরকার, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে 2014-এর ডিসেম্বর মাসের আগে ভারতে আসা হিন্দু, শিখ, পারসি, বৌদ্ধ ও খ্রিস্টান শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার আস্থা দেয়৷ তবে, বাংলাদেশ, যেখানে 10.7% মানুষ হিন্দু এবং 0.6% মানুষ বৌদ্ধ, ধর্মের ভিত্তিতে কোনও মানুষকে মাইগ্রেশন শংসাপত্র দেবে না বলে সরকারি সূত্রে জানিয়ে দিয়েছে৷ এদিকে ভারত সরকার নাগরিকত্ব সংশোধনী আইন লাগু করার পাশাপাশি দেশজুড়ে NRC লাগু করার কথা জানিয়ে দিয়েছে৷ এর ফলে বাংলাদেশের রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের আশঙ্কা যে ভারতে নাগরিকত্ব প্রমাণ করতে না পারা মুসলমান সম্প্রদায়ের বহু মানুষ বাংলাদেশের শরণাপন্ন হবেন৷ তাঁদের মত, এর ফলে ভারতের তার প্রতিবেশী দেশগুলির সঙ্গে রাজনৈতিক সম্পর্কে প্রভাব পড়তে পারে৷

হাসিনা বলেন, "ভারতের কাউকেই বাংলাদেশে মাইগ্রেশন দেওয়া হবে না, তবে ভারতে সাধারণ মানুষ খুবই সমস্যায় আছেন৷"

দিল্লি/ঢাকা, 19 জানুয়ারি: একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে, ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন প্রসঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, "আমরা জানি না এটা (ভারত সরকার) কেন করল? এটার কোনও প্রয়োজন ছিল না৷" তিনদিনের আবু ধাবি সফরে গিয়ে CAA ও NRC প্রসঙ্গে এই মন্তব্য করেন তিনি৷

তিনি বলেন, বাংলাদেশ সরকার প্রথম থেকেই বলে এসেছে যে নাগরিকত্ব আইন ও NRC একেবারেই ভারতের অভ্যন্তরীণ ব্যাপার ৷ তিনি আরও বলেন, "ভারত সরকারও সবসময়েই এটাই দাবি করেছে যে CAA ও NRC শুধুমাত্রই ভারতের অভ্যন্তরীণ নীতি ৷ 2019 অকটোবরে, আমার দিল্লি সফরের সময়েও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্যক্তিগত ভাবে আমাকে এই বিষয়ে আস্থা দিয়েছেন৷"

CAA-এর মাধ্যমে ভারত সরকার, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে 2014-এর ডিসেম্বর মাসের আগে ভারতে আসা হিন্দু, শিখ, পারসি, বৌদ্ধ ও খ্রিস্টান শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার আস্থা দেয়৷ তবে, বাংলাদেশ, যেখানে 10.7% মানুষ হিন্দু এবং 0.6% মানুষ বৌদ্ধ, ধর্মের ভিত্তিতে কোনও মানুষকে মাইগ্রেশন শংসাপত্র দেবে না বলে সরকারি সূত্রে জানিয়ে দিয়েছে৷ এদিকে ভারত সরকার নাগরিকত্ব সংশোধনী আইন লাগু করার পাশাপাশি দেশজুড়ে NRC লাগু করার কথা জানিয়ে দিয়েছে৷ এর ফলে বাংলাদেশের রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের আশঙ্কা যে ভারতে নাগরিকত্ব প্রমাণ করতে না পারা মুসলমান সম্প্রদায়ের বহু মানুষ বাংলাদেশের শরণাপন্ন হবেন৷ তাঁদের মত, এর ফলে ভারতের তার প্রতিবেশী দেশগুলির সঙ্গে রাজনৈতিক সম্পর্কে প্রভাব পড়তে পারে৷

হাসিনা বলেন, "ভারতের কাউকেই বাংলাদেশে মাইগ্রেশন দেওয়া হবে না, তবে ভারতে সাধারণ মানুষ খুবই সমস্যায় আছেন৷"

Mumbai, Jan 18 (ANI): Actor Shabana Azmi who got injured in a car accident on Mumbai-Pune Expressway, was shifted to Kokilaben Dhirubhai Ambani Hospital in Mumbai from MGM Hospital in Navi Mumbai. Shabana Azmi and her driver got injured in the accident. The accident took place near Kahalpur on Mumbai-Pune Expressway. Javed Akhtar was also present in the car, but he is safe. Bollywood actor Tabu and Anil Kapoor arrived to see Azmi. Prime Minister Narendra Modi also tweeted about the distressing news. "The news of Shabana Azmi Ji's injury in an accident is distressing. I pray for her quick recovery," PM Modi tweeted. Actors Tabu and Anil Kapoor reached the hospital to take note of the situation.
Last Updated : Jan 19, 2020, 10:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.