ETV Bharat / international

আইপ্যাড থেকে কোয়ান্টাম কম্পিউটার : একনজরে তথ্যপ্রযুক্তির একদশক - LOOK BACK AT 2010-2019

এক দশকের প্রযুক্তির উল্লেখযোগ্য কিছু ঘটনা ।

tech
tech
author img

By

Published : Dec 31, 2019, 7:32 PM IST

Updated : Jan 1, 2020, 10:15 PM IST

মোবাইল, কম্পিউটার ও ইন্টারনেট প্রযুক্তির জগতে গত দশকটি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ । এই দশকেই বিক্রির নিরিখে স্মার্টফোন ছাপিয়ে যায় পার্সোনাল কম্পিউটারকে । ক্রেতারা হাতে পান আইপ্যাড নামে এক নতুন ডিভাইস । কোয়ান্টাম কম্পিউটারের বাণিজ্যিক ব্যবহারও শুরু হয় এই দশকে । দেখে নেওয়া যাক তথ্যপ্রযুক্তির জগতে গত এক দশকের কিছু উল্লেখযোগ্য মুহূর্ত ।

জানুয়ারি, 2010

  • 1 টেরাবাইটের (1 টেরাবাইট = 1000 গিগাবাইট) প্রথম SD কার্ড তৈরি হল । লঞ্চ করল লেক্সার কম্পানি ।
    sd card
    sd কার্ড

ফেব্রুয়ারি, 2010

  • অ্যাপলের আইফোনের অনুকরণে তৈরি হল প্রথম ফুল টাচ ইন্টারফেসের অ্যান্ড্রয়েড ফোন ।

এপ্রিল, 2010

  • অ্যাপল লঞ্চ করল বিশ্বের প্রথম ট্যাবলেট কম্পিউটার iPad । এটি ল্যাপটপ ও স্মার্টফোনের বৈশিষ্ট্য নিয়ে তৈরি হাইব্রিড ডিভাইস । কথা বলার পাশাপাশি ফোন ও ল্যাপটপের সাহায্যে আপনি যে সমস্ত কাজ করেন, তা সবই iPad-এর মাধ্যমে করা সম্ভব ।
    ipad
    অ্যাপেল লঞ্চ করল আইপ্যাড

অক্টোবর, 2010

  • মাইক্রোসফট কর্পোরেশন তৈরি করল উইনডোজ় স্মার্টফোন । পরবর্তীতে নোকিয়া কম্পানি মাইক্রোসফটের সঙ্গে চুক্তি করে উইনডোজ় ফোন বাণিজ্যিকভাবে তৈরি শুরু করে । প্রযুক্তিগত গুণমানে উন্নত হলেও কম্পানির অদূরদর্শিতার জন্য জনপ্রিয় হয়নি ফোনটি ।

জানুয়ারি, 2010

  • বিশ্বে এই প্রথম বিক্রির নিরিখে স্মার্টফোন ছাপিয়ে গেল পার্সোনাল কম্পিউটারকে । বছরের প্রথম তিন মাসে 9.3 কোটি কম্পিউটার ও 10 কোটি স্মার্টফোন বিক্রি হয়েছিল বিশ্বে ।
    smartphone
    বাড়ল স্মার্টফোনের বিক্রি

এপ্রিল, 2010

  • বছরের প্রথম তিন মাসে অ্যাপল 1.86 লাখ স্মার্টফোন বিক্রি করে ইতিহাস গড়ল । ব্যবসায় মুনাফার নিরিখে মাইক্রোসফটকে সরিয়ে টেক কম্পানির তালিকায় দখল করে নিল এক নম্বর স্থানটি ।

মে, 2011

  • ডি-ওয়েভ সিস্টেম কম্পানি বিশ্বে প্রথম বাণিজ্যিকভাবে লঞ্চ করল কোয়ান্টাম কম্পিউটার, যার নাম ডি-ওয়েভ ওয়ান ।
    computer
    কোয়ান্টাম কম্পিউটার

অক্টোবর, 2011

  • 2011সালের 5 অক্টোবরে মাত্র 56 বছর বয়সে প্রয়াত হন অ্যাপল কম্পানির অন্যতম প্রতিষ্ঠাতা ও CEO স্টিভ জোবস । কলেজ-ছুট জোবসের হাত ধরেই 1976 সালে পার্সোনাল কম্পিউটারের সঙ্গে বিশ্বের পরিচয় । তা ছাড়া iPod, iPad ও স্মার্টফোন তাঁরই মস্তিষ্ক প্রসূত । জোবস বিশ্বাস করতেন প্রতিষ্ঠান নয়, ব্যক্তি বড় । সেটা প্রমাণও করেছিলেন । নিজের তৈরি কম্পানি অ্যাপল তাঁকে তাড়িয়ে দেয় । তারপরই দেউলিয়া হতে বসে অ্যাপল । ফের জোবসকে ডেকে নেয় তারা । আর তাঁর হাত ধরেই ডুবন্ত অ্যাপল ফের বিশ্বের বৃহত্তম টেক কম্পানিতে পরিণত হয় ।
    steve jobs
    স্টিভ জোবস

ফ্রেব্রুয়ারি, 2012

  • উন্নয়নশীল ও দরিদ্র দেশের স্কুলের ছাত্র-ছাত্রীদের সফটওয়্যার প্রোগ্রামিং শেখানোর জন্য ATM কার্ডের মাপের সস্তার কম্পিউটার নিয়ে এল ইংল্যান্ডের কম্পানি ব়্যাস্পবেরি পাই ফাউন্ডেশন । তাদের তৈরি এই কম্পিউটারের নাম Raspberry Pi , যা অচিরেই পড়ুয়াদের পাশাপাশি সমস্ত মহলেই অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে ।

মে, 2013

  • অ্যামেরিকার NSA (ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি) হ্যাকিংয়ের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফোনে আড়ি পাতে ও কম্পিউটার থেকে তথ্য চুরি করে । সেই সংস্থার কর্মী এডওয়ার্ড যোসেফ স্নোডেন গোটা বিষয়টি সংবাদমাধ্যমে ফাঁস করে দেওয়ায় হইচই পড়ে যায় অ্যামেরিকা সহ অন্যান্য দেশে । স্নোডেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে অ্যামেরিকা । বর্তমানে তিনি রাশিয়ায় আশ্রয় নিয়েছেন ।
    tech
    এডওয়ার্ড যোসেফ স্নোডেন

ফেব্রুয়ারি, 2014

  • 1600 বিলিয়ন ডলারে হোয়াটসঅ্যাপ কম্পানিকে কিনে নিল ফেসবুক । অর্থের অংকে এখনও পর্যন্ত টেকনোলজির দুনিয়ায় এটাই সবচেয়ে বড় অধিগ্রহণ ।

সেপ্টেম্বর, 2014

  • ২০০৪ সালের 24 জানুয়ারি গুগল লঞ্চ করেছিল সোশাল নেটওয়ার্কিং সাইট অরকুট । কিন্তু ভারত ও ব্রাজ়িল-সহ বিশ্বের বিভিন্ন দেশে একদা তুমুল জনপ্রিয় অর্কুট পরবর্তীতে ফেসবুকের দাপটে কোণঠাসা হয়ে পড়ে । শেষ পর্যন্ত 2014 সালের 30 সেপ্টেম্বর গুগল সাইটটি বন্ধ করে দেয় ।
    অরকুট
    অরকুট

জুলাই 2015

  • মাইক্রোসফট লঞ্চ করল পার্সোনাল কম্পিউটার অপারেটিং সিস্টেম উইনডোজ় টেন । কম্পানি জানাল, উউনডোজ টেনের পরবর্তী কোনও ভার্সন আর তারা লঞ্চ করবে না । অর্থাৎ পার্সোনাল কম্পিউটারের জগতে এটাই তাদের সর্বশেষ অপারেটিং সিস্টেম ।

সেপ্টেম্বর, 2016

  • 5 সেপ্টেম্বর জিও লঞ্চ করল ৪G পরিষেবা । অত্যন্ত সস্তার এই হাইস্পিড নেটওয়ার্ক দেশের টেলি যোগাযোগ ব্যবস্থায় কার্যত বিপ্লব আনে । প্রতিযোগিতার বাজারে অন্য নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার কম্পানিগুলিও গ্রাহক-মূল্য কমাতে বাধ্য হয় ।
    jio
    জিও ডিজ়িটাল

মে, 2017

  • ওয়ান্নাক্রাই ব়্যানসামওয়্যার হামলার শিকার হল বিশ্বের 150টি দেশের প্রায় 2 লাখ উইনডোজ় কম্পিউটার । ক্ষতি হয়েছিল কয়েক হাজার কোটি টাকার । অভিযোগ, উত্তর কোরিয়া থেকে এই হামলা চালানো হয়েছিল ।

মার্চ, 2018

  • প্রায় 8 কোটি 7 লাখ গ্রাহকদের ব্যক্তিগত তথ্য কেমব্রিজ অ্যানালিটিকা নামে একটি সংস্থার হাতে তুলে দিয়েছিল ফেসবুক । ওই তথ্য অ্যামেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে ভোটারদের প্রভাবিত করার কাজে ব্যবহার করা হয়েছিল ।
    facebook
    ফেসবুক

সেপ্টেম্বর, 2018

  • 27 সেপ্টেম্বর উত্তরাখণ্ড হাইকোর্ট 827টি পর্ন ওয়েবসাইট ব্লক করার নির্দেশ জারি করে । আদালতের নির্দেশ মেনে ভারত সরকারের ইলেক্ট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক সাইটগুলি বন্ধ করে দেয় । বিতর্কিত এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয় দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের একটি বড় অংশ ।

মোবাইল, কম্পিউটার ও ইন্টারনেট প্রযুক্তির জগতে গত দশকটি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ । এই দশকেই বিক্রির নিরিখে স্মার্টফোন ছাপিয়ে যায় পার্সোনাল কম্পিউটারকে । ক্রেতারা হাতে পান আইপ্যাড নামে এক নতুন ডিভাইস । কোয়ান্টাম কম্পিউটারের বাণিজ্যিক ব্যবহারও শুরু হয় এই দশকে । দেখে নেওয়া যাক তথ্যপ্রযুক্তির জগতে গত এক দশকের কিছু উল্লেখযোগ্য মুহূর্ত ।

জানুয়ারি, 2010

  • 1 টেরাবাইটের (1 টেরাবাইট = 1000 গিগাবাইট) প্রথম SD কার্ড তৈরি হল । লঞ্চ করল লেক্সার কম্পানি ।
    sd card
    sd কার্ড

ফেব্রুয়ারি, 2010

  • অ্যাপলের আইফোনের অনুকরণে তৈরি হল প্রথম ফুল টাচ ইন্টারফেসের অ্যান্ড্রয়েড ফোন ।

এপ্রিল, 2010

  • অ্যাপল লঞ্চ করল বিশ্বের প্রথম ট্যাবলেট কম্পিউটার iPad । এটি ল্যাপটপ ও স্মার্টফোনের বৈশিষ্ট্য নিয়ে তৈরি হাইব্রিড ডিভাইস । কথা বলার পাশাপাশি ফোন ও ল্যাপটপের সাহায্যে আপনি যে সমস্ত কাজ করেন, তা সবই iPad-এর মাধ্যমে করা সম্ভব ।
    ipad
    অ্যাপেল লঞ্চ করল আইপ্যাড

অক্টোবর, 2010

  • মাইক্রোসফট কর্পোরেশন তৈরি করল উইনডোজ় স্মার্টফোন । পরবর্তীতে নোকিয়া কম্পানি মাইক্রোসফটের সঙ্গে চুক্তি করে উইনডোজ় ফোন বাণিজ্যিকভাবে তৈরি শুরু করে । প্রযুক্তিগত গুণমানে উন্নত হলেও কম্পানির অদূরদর্শিতার জন্য জনপ্রিয় হয়নি ফোনটি ।

জানুয়ারি, 2010

  • বিশ্বে এই প্রথম বিক্রির নিরিখে স্মার্টফোন ছাপিয়ে গেল পার্সোনাল কম্পিউটারকে । বছরের প্রথম তিন মাসে 9.3 কোটি কম্পিউটার ও 10 কোটি স্মার্টফোন বিক্রি হয়েছিল বিশ্বে ।
    smartphone
    বাড়ল স্মার্টফোনের বিক্রি

এপ্রিল, 2010

  • বছরের প্রথম তিন মাসে অ্যাপল 1.86 লাখ স্মার্টফোন বিক্রি করে ইতিহাস গড়ল । ব্যবসায় মুনাফার নিরিখে মাইক্রোসফটকে সরিয়ে টেক কম্পানির তালিকায় দখল করে নিল এক নম্বর স্থানটি ।

মে, 2011

  • ডি-ওয়েভ সিস্টেম কম্পানি বিশ্বে প্রথম বাণিজ্যিকভাবে লঞ্চ করল কোয়ান্টাম কম্পিউটার, যার নাম ডি-ওয়েভ ওয়ান ।
    computer
    কোয়ান্টাম কম্পিউটার

অক্টোবর, 2011

  • 2011সালের 5 অক্টোবরে মাত্র 56 বছর বয়সে প্রয়াত হন অ্যাপল কম্পানির অন্যতম প্রতিষ্ঠাতা ও CEO স্টিভ জোবস । কলেজ-ছুট জোবসের হাত ধরেই 1976 সালে পার্সোনাল কম্পিউটারের সঙ্গে বিশ্বের পরিচয় । তা ছাড়া iPod, iPad ও স্মার্টফোন তাঁরই মস্তিষ্ক প্রসূত । জোবস বিশ্বাস করতেন প্রতিষ্ঠান নয়, ব্যক্তি বড় । সেটা প্রমাণও করেছিলেন । নিজের তৈরি কম্পানি অ্যাপল তাঁকে তাড়িয়ে দেয় । তারপরই দেউলিয়া হতে বসে অ্যাপল । ফের জোবসকে ডেকে নেয় তারা । আর তাঁর হাত ধরেই ডুবন্ত অ্যাপল ফের বিশ্বের বৃহত্তম টেক কম্পানিতে পরিণত হয় ।
    steve jobs
    স্টিভ জোবস

ফ্রেব্রুয়ারি, 2012

  • উন্নয়নশীল ও দরিদ্র দেশের স্কুলের ছাত্র-ছাত্রীদের সফটওয়্যার প্রোগ্রামিং শেখানোর জন্য ATM কার্ডের মাপের সস্তার কম্পিউটার নিয়ে এল ইংল্যান্ডের কম্পানি ব়্যাস্পবেরি পাই ফাউন্ডেশন । তাদের তৈরি এই কম্পিউটারের নাম Raspberry Pi , যা অচিরেই পড়ুয়াদের পাশাপাশি সমস্ত মহলেই অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে ।

মে, 2013

  • অ্যামেরিকার NSA (ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি) হ্যাকিংয়ের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফোনে আড়ি পাতে ও কম্পিউটার থেকে তথ্য চুরি করে । সেই সংস্থার কর্মী এডওয়ার্ড যোসেফ স্নোডেন গোটা বিষয়টি সংবাদমাধ্যমে ফাঁস করে দেওয়ায় হইচই পড়ে যায় অ্যামেরিকা সহ অন্যান্য দেশে । স্নোডেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে অ্যামেরিকা । বর্তমানে তিনি রাশিয়ায় আশ্রয় নিয়েছেন ।
    tech
    এডওয়ার্ড যোসেফ স্নোডেন

ফেব্রুয়ারি, 2014

  • 1600 বিলিয়ন ডলারে হোয়াটসঅ্যাপ কম্পানিকে কিনে নিল ফেসবুক । অর্থের অংকে এখনও পর্যন্ত টেকনোলজির দুনিয়ায় এটাই সবচেয়ে বড় অধিগ্রহণ ।

সেপ্টেম্বর, 2014

  • ২০০৪ সালের 24 জানুয়ারি গুগল লঞ্চ করেছিল সোশাল নেটওয়ার্কিং সাইট অরকুট । কিন্তু ভারত ও ব্রাজ়িল-সহ বিশ্বের বিভিন্ন দেশে একদা তুমুল জনপ্রিয় অর্কুট পরবর্তীতে ফেসবুকের দাপটে কোণঠাসা হয়ে পড়ে । শেষ পর্যন্ত 2014 সালের 30 সেপ্টেম্বর গুগল সাইটটি বন্ধ করে দেয় ।
    অরকুট
    অরকুট

জুলাই 2015

  • মাইক্রোসফট লঞ্চ করল পার্সোনাল কম্পিউটার অপারেটিং সিস্টেম উইনডোজ় টেন । কম্পানি জানাল, উউনডোজ টেনের পরবর্তী কোনও ভার্সন আর তারা লঞ্চ করবে না । অর্থাৎ পার্সোনাল কম্পিউটারের জগতে এটাই তাদের সর্বশেষ অপারেটিং সিস্টেম ।

সেপ্টেম্বর, 2016

  • 5 সেপ্টেম্বর জিও লঞ্চ করল ৪G পরিষেবা । অত্যন্ত সস্তার এই হাইস্পিড নেটওয়ার্ক দেশের টেলি যোগাযোগ ব্যবস্থায় কার্যত বিপ্লব আনে । প্রতিযোগিতার বাজারে অন্য নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার কম্পানিগুলিও গ্রাহক-মূল্য কমাতে বাধ্য হয় ।
    jio
    জিও ডিজ়িটাল

মে, 2017

  • ওয়ান্নাক্রাই ব়্যানসামওয়্যার হামলার শিকার হল বিশ্বের 150টি দেশের প্রায় 2 লাখ উইনডোজ় কম্পিউটার । ক্ষতি হয়েছিল কয়েক হাজার কোটি টাকার । অভিযোগ, উত্তর কোরিয়া থেকে এই হামলা চালানো হয়েছিল ।

মার্চ, 2018

  • প্রায় 8 কোটি 7 লাখ গ্রাহকদের ব্যক্তিগত তথ্য কেমব্রিজ অ্যানালিটিকা নামে একটি সংস্থার হাতে তুলে দিয়েছিল ফেসবুক । ওই তথ্য অ্যামেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে ভোটারদের প্রভাবিত করার কাজে ব্যবহার করা হয়েছিল ।
    facebook
    ফেসবুক

সেপ্টেম্বর, 2018

  • 27 সেপ্টেম্বর উত্তরাখণ্ড হাইকোর্ট 827টি পর্ন ওয়েবসাইট ব্লক করার নির্দেশ জারি করে । আদালতের নির্দেশ মেনে ভারত সরকারের ইলেক্ট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক সাইটগুলি বন্ধ করে দেয় । বিতর্কিত এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয় দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের একটি বড় অংশ ।
New Delhi, Dec 31 (ANI): General Manoj Mukund Naravane today took charge as 28th Chief of Indian Army. General Naravane succeeded General Bipin Rawat. General Rawat demitted office after he was appointed as India's first Chief of Defence Staff.
Last Updated : Jan 1, 2020, 10:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.