বেজিং, 15 মে : দু’টো শক্তিশালী টর্নেডো আছড়ে পড়ল চিনের উহান ও সুজোহু শহরে ৷ এর জেরে অন্তত সাতজন মারা গিয়েছেন ৷ আহত হয়েছেন 239 জন ৷ শনিবার চিনের সরকারি সংবাদমাধ্যমের তরফে এই তথ্য দেওয়া হয়েছে ৷
উহানের কাইডিয়ান জেলায় শুক্রবার স্থানীয় সময় রাত 8টা 39 মিনিটে একটি টর্নেডো আছড়ে পড়ে ৷ বাতাসের গতিবেগ ছিল প্রতি সেকেন্ডে 23.9 মিটার ৷ ওই ঘটনায় সাতজনের মৃত্যু হয় ৷ আহত হন 218 জন ৷
প্রাথমিক ভাবে খতিয়ে দেখার পর প্রশাসন জানতে পেরেছে যে এই ঝড়ে 27 টি বাড়ি ভেঙে পড়েছে ৷ দু’টো টাওয়ার ক্রেন ও 8 হাজার স্কোয়ার মিটারের একটি নির্মাণস্থলের ছাউনি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷
আরও পড়ুন : শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় টাউকতে, 5 রাজ্যে প্রস্তুত 53 এনডিআরএফ টিম
অন্য একটি টর্নেডো আঘাত হানে চিনের জিয়ানসু প্রদেশের সুজোহু শহরের শেনগাজেতে ৷ ওই ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধে 7টা নাগাদ ৷ ওই ঘটনায় একজন মারা যায় ৷ 21 জন আহত হয়েছেন ৷ এর জেরে ওই শহরে বিদ্যুৎ পরিষেবায় সমস্যা তৈরি হয় ৷ বেশ কিছু বাড়িও ভেঙে যায় ৷