ক্রাইস্টচার্চ, ১৫ মার্চ : নিউজ়িল্যান্ডের দুটি মসজিদে হামলা চালানোর ঘটনায় চারজনকে গ্রেপ্তার করল পুলিশ। এদের মধ্যে তিনজন পুরুষ এবং একজন মহিলা। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, "ধৃতদের মধ্যে একজন অস্ট্রেলিয়ার নাগরিক। এরা সকলেই জঙ্গি।"
এই ঘটনাকে একটি পরিকল্পিত জঙ্গিহানা বলেছেন নিউজ়িল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্দান। এদিকে, এই বিষয়ে এক টুইট বার্তায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, "আমি আতঙ্কিত। এখনও পুরো ঘটনা জানা যায়নি। নিউজ়িল্যান্ডের ভাই বোনদের জন্য আমার সমবেদনা রইল।
ওই এলাকায় আরও সন্দেহভাজন লুকিয়ে থাকতে পারে জানিয়েছেন ক্রাইস্টচার্চের পুলিশ কমিশনার মাইক বুশ।