ETV Bharat / international

ক্রাইস্টচার্চ মসজিদ হামলায় জড়িত অস্ট্রেলিয়ার "জঙ্গি" - police

নিউজ়িল্যান্ডের দুটি মসজিদে হামলা। গ্রেপ্তার অস্ট্রেলিয়ার জঙ্গি।

নিউজ়িল্যান্ড পুলিশ
author img

By

Published : Mar 15, 2019, 1:11 PM IST

ক্রাইস্টচার্চ, ১৫ মার্চ : নিউজ়িল্যান্ডের দুটি মসজিদে হামলা চালানোর ঘটনায় চারজনকে গ্রেপ্তার করল পুলিশ। এদের মধ্যে তিনজন পুরুষ এবং একজন মহিলা। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, "ধৃতদের মধ্যে একজন অস্ট্রেলিয়ার নাগরিক। এরা সকলেই জঙ্গি।"

এই ঘটনাকে একটি পরিকল্পিত জঙ্গিহানা বলেছেন নিউজ়িল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্দান। এদিকে, এই বিষয়ে এক টুইট বার্তায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, "আমি আতঙ্কিত। এখনও পুরো ঘটনা জানা যায়নি। নিউজ়িল্যান্ডের ভাই বোনদের জন্য আমার সমবেদনা রইল।

ওই এলাকায় আরও সন্দেহভাজন লুকিয়ে থাকতে পারে জানিয়েছেন ক্রাইস্টচার্চের পুলিশ কমিশনার মাইক বুশ।

ক্রাইস্টচার্চ, ১৫ মার্চ : নিউজ়িল্যান্ডের দুটি মসজিদে হামলা চালানোর ঘটনায় চারজনকে গ্রেপ্তার করল পুলিশ। এদের মধ্যে তিনজন পুরুষ এবং একজন মহিলা। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, "ধৃতদের মধ্যে একজন অস্ট্রেলিয়ার নাগরিক। এরা সকলেই জঙ্গি।"

এই ঘটনাকে একটি পরিকল্পিত জঙ্গিহানা বলেছেন নিউজ়িল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্দান। এদিকে, এই বিষয়ে এক টুইট বার্তায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, "আমি আতঙ্কিত। এখনও পুরো ঘটনা জানা যায়নি। নিউজ়িল্যান্ডের ভাই বোনদের জন্য আমার সমবেদনা রইল।

ওই এলাকায় আরও সন্দেহভাজন লুকিয়ে থাকতে পারে জানিয়েছেন ক্রাইস্টচার্চের পুলিশ কমিশনার মাইক বুশ।


New Delhi, Mar 13 (ANI): While speaking to ANI on being served showcause notice by Election Commission (EC) for posting his picture with a picture of the Indian Air Force's (IAF) Wing Commander Abhinandan Varthaman on social media on March 1, Bharatiya Janata Party (BJP) Member of Legislative Assembly (MLA) OP Sharma said, "Election Commission sent me a notice last night. The post was made before Lok Sabha poll dates were announced. Can't understand how EC is operating."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.