ETV Bharat / international

Quetta Suicide Blast : পাকিস্তানের কোয়েট্টায় আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত তিন, জখম 20 - সন্ত্রাসবাদী হামলা

ফের সন্ত্রাসের কবলে পাকিস্তান ৷ রবিবার সকালে পড়শি দেশের কোয়েট্টায় আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে ৷ তাতে কমপক্ষে তিনজনের প্রাণ গিয়েছে ৷ আহত হয়েছেন অন্তত 20 জন ৷

3 people dead, 20 injured in Quetta suicide blast
Quetta Suicide Blast : পাকিস্তানের কোয়েট্টায় আত্মঘাতী বোমা বিস্ফোরণ, নিহত অন্তত তিন, জখম 20
author img

By

Published : Sep 5, 2021, 3:26 PM IST

ইসলামাবাদ, 5 সেপ্টেম্বর : পাকিস্তানে ফের জঙ্গি হামলা ৷ প্রাণ গেল অন্তত তিনজনের ৷ জখম কমপক্ষে 20 জন ৷ রবিবার ঘটনাটি ঘটে পাকিস্তানের কোয়েট্টা (Quetta) শহরে ৷ সূত্রের খবর, এদিন স্থানীয় সময় সকাল সাড়ে সাতটা নাগাদ আত্মঘাতী জঙ্গি হামলা ঘটানো হয় কোয়েট্টায় ৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই হামলার লক্ষ্য ছিলেন নিরাপত্তাবাহিনীর সদস্যরা ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরক ঠাসা মোটরবাইক নিয়ে এলাকায় ঢুকে পড়ে এক ব্যক্তি ৷ শহরতলির ওই এলাকা দিয়ে তখন ফ্রন্টিয়ার কর্পসের (FC) একটি কনভয় যাচ্ছিল ৷ তারই একটি গাড়িতে মোটরবাইক নিয়ে ধাক্কা মারে হামলাকারী ৷ সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয় ৷ সংবাদ মাধ্যমের কাছে ঘটনার কথা বিস্তারিতভাবে জানিয়েছেন ‘এধি ফাউন্ডেশন কোয়েট্টা’র উদ্ধার বিভাগের অপারেশন ম্যানেজার মহম্মদ জিশান ৷

আরও পড়ুন : Faiz Hameed : সব ঠিক হয়ে যাবে, কাবুল পৌঁছে বার্তা আইএসআই প্রধানের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এফসির এই কনভয়ের সদস্যরা এলাকার সংখ্যালঘু হাজারা (Hazara) সম্প্রদায়ের নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ছিলেন ৷ এদিন রুটিন টহলদারিতে বেরিয়ে ছিলেন তাঁরা ৷ সেই সময়েই প্রাণঘাতী হামলার মুখে পড়তে হয় তাঁদের ৷ নিরাপত্তাকর্মীরা ছাড়াও এই আত্মঘাতী জঙ্গি হামলায় পথচলতি বহু মানুষ আক্রান্ত হয়েছেন ৷ আহতদের সকলকেই নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ তাঁদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক ৷

আরও পড়ুন : Taliban and Panjshir : পঞ্জশিরে খতম 600 তালিবানি, দাবি প্রতিরোধ বাহিনীর

ঘটনার খবর পেয়েই কোয়াট্টায় পৌঁছে যান নিরাপত্তা আধিকারিক ও তদন্তকারীরা ৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই হামলা চালানোর জন্য 5 থেকে 6 কিলোগ্রাম বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত কোনও জঙ্গি সংগঠনই এই ঘটনার দায় স্বীকার করেনি ৷ ঘটনাস্থলটি ঘিরে রাখা হয়েছে ৷ কারা এমন প্রাণঘাতী হামলা চালাল, তা খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু হয়েছে ৷

ইসলামাবাদ, 5 সেপ্টেম্বর : পাকিস্তানে ফের জঙ্গি হামলা ৷ প্রাণ গেল অন্তত তিনজনের ৷ জখম কমপক্ষে 20 জন ৷ রবিবার ঘটনাটি ঘটে পাকিস্তানের কোয়েট্টা (Quetta) শহরে ৷ সূত্রের খবর, এদিন স্থানীয় সময় সকাল সাড়ে সাতটা নাগাদ আত্মঘাতী জঙ্গি হামলা ঘটানো হয় কোয়েট্টায় ৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই হামলার লক্ষ্য ছিলেন নিরাপত্তাবাহিনীর সদস্যরা ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরক ঠাসা মোটরবাইক নিয়ে এলাকায় ঢুকে পড়ে এক ব্যক্তি ৷ শহরতলির ওই এলাকা দিয়ে তখন ফ্রন্টিয়ার কর্পসের (FC) একটি কনভয় যাচ্ছিল ৷ তারই একটি গাড়িতে মোটরবাইক নিয়ে ধাক্কা মারে হামলাকারী ৷ সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয় ৷ সংবাদ মাধ্যমের কাছে ঘটনার কথা বিস্তারিতভাবে জানিয়েছেন ‘এধি ফাউন্ডেশন কোয়েট্টা’র উদ্ধার বিভাগের অপারেশন ম্যানেজার মহম্মদ জিশান ৷

আরও পড়ুন : Faiz Hameed : সব ঠিক হয়ে যাবে, কাবুল পৌঁছে বার্তা আইএসআই প্রধানের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এফসির এই কনভয়ের সদস্যরা এলাকার সংখ্যালঘু হাজারা (Hazara) সম্প্রদায়ের নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ছিলেন ৷ এদিন রুটিন টহলদারিতে বেরিয়ে ছিলেন তাঁরা ৷ সেই সময়েই প্রাণঘাতী হামলার মুখে পড়তে হয় তাঁদের ৷ নিরাপত্তাকর্মীরা ছাড়াও এই আত্মঘাতী জঙ্গি হামলায় পথচলতি বহু মানুষ আক্রান্ত হয়েছেন ৷ আহতদের সকলকেই নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ তাঁদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক ৷

আরও পড়ুন : Taliban and Panjshir : পঞ্জশিরে খতম 600 তালিবানি, দাবি প্রতিরোধ বাহিনীর

ঘটনার খবর পেয়েই কোয়াট্টায় পৌঁছে যান নিরাপত্তা আধিকারিক ও তদন্তকারীরা ৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই হামলা চালানোর জন্য 5 থেকে 6 কিলোগ্রাম বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত কোনও জঙ্গি সংগঠনই এই ঘটনার দায় স্বীকার করেনি ৷ ঘটনাস্থলটি ঘিরে রাখা হয়েছে ৷ কারা এমন প্রাণঘাতী হামলা চালাল, তা খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.