ETV Bharat / international

India-China face off : ফের মুখোমুখি ভারত-চিন, তাওয়াং সেক্টরে দুশো চিনা সেনাকে রুখল জওয়ানরা - পিএলএ

ফের চিনের 200 জন পিএলএ সেনা এলএসি পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল ৷ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় ভারতীয় সেনা বাহিনী ৷ পরে দু'দেশের কম্যান্ডারের মধ্যে সমঝোতায় পিছু হঠে চিনের সেনারা ৷

ভারত-চিন দ্বন্দ্ব
ভারত-চিন দ্বন্দ্ব
author img

By

Published : Oct 8, 2021, 11:20 AM IST

Updated : Oct 8, 2021, 12:35 PM IST

নয়াদিল্লি, 8 অক্টোবর : ফের উত্তপ্ত ইন্দো-চিন সীমান্ত ৷ গত সপ্তাহে চিনের পিপল'স লিবারেশন আর্মি-র (People's Liberation Army) 200 জন সেনাকে অরুণাচল প্রদেশ সীমান্তে 'লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল' (Line of Actual Control, LAC) দিয়ে ভারতে প্রবেশ করে ৷ এতে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে ফের সংঘর্ষ বাধে চিনের পিএলএ বাহিনীর ৷ এলএসি-র তাওয়াং সেক্টরে (Tawang Sector) ইয়াংসে-র কাছে প্রতিদিনের টহল দেওয়ার সময় এই ঘটনা ঘটে ৷

তিব্বতের মধ্যে দিয়ে ভারতে ঢুকে বাঙ্কারগুলি নষ্ট করার চেষ্টা করছিল পিএলএ-র সেনারা ৷ সেই সময় ভারতীয় সেনাবাহিনী 200 জন পিএলএ সেনাকে বাধা দেয় ৷ শেষমেশ দু'দেশের স্থানীয় কম্যান্ডারদের মধ্যে সমঝোতায় এর সমাধান হয় ৷ তারা পিছু হঠতে রাজি হয় ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, দু'পক্ষের মধ্যে কয়েক ঘণ্টা ধরে সংঘর্ষ চলতে থাকে ৷ তবে ভারতীয় সেনাবাহিনীর কোনও ক্ষতি হয়নি ৷

আরও পড়ুন : India-China : উসকানিমূলক পদক্ষেপের জন্যই শান্তি বিঘ্নিত, চিনকে জবাব বিদেশমন্ত্রকের

সূত্রের খবর, ভারত-চিন সীমান্তরেখা ঠিকঠাক চিহ্নিত করা হয়নি ৷ আর সেজন্য এলএসি নিয়ে দু'দেশের মধ্যে ধারনা দু'রকম ৷ সূত্র জানিয়েছে, "এই অঞ্চলে বিভিন্ন রকমের ধারণা রয়েছে ৷ তাও দু'দেশের মধ্যে বর্তমান চুক্তি ও প্রোটোকল মেনে শান্তি এবং স্থিতাবস্থা বজায় রাখা সম্ভব হয়েছে ৷" দু'পক্ষই এলএসি-র দু'রকম মত অনুযায়ী নিয়মিত টহল দিতে থাকে ৷ যখনই দু'দেশের টহলরত রক্ষী একে অপরের মুখোমুখি হয়, তখন পরিস্থিতি অনুযায়ী প্রোটকল, চুক্তি মেনে ব্যবস্থা নেওয়া হয় ৷

পূর্ব লাদাখের (Eastern Ladakh) লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে (Line of Actual Control) বিগত 16 মাস ধরে একটানা ভারত আর চিন সীমান্ত সমস্যা চলছে ৷ বিতর্কিত অঞ্চল থেকে সেনা সরিয়ে নেওয়া নিয়ে 12 বার দু'দেশের সামরিক আধিরকারিকদের মধ্যে বৈঠক হয়েছে ৷ অক্টোবরের মাঝামাঝি সময়ে 13তম বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে ৷

নয়াদিল্লি, 8 অক্টোবর : ফের উত্তপ্ত ইন্দো-চিন সীমান্ত ৷ গত সপ্তাহে চিনের পিপল'স লিবারেশন আর্মি-র (People's Liberation Army) 200 জন সেনাকে অরুণাচল প্রদেশ সীমান্তে 'লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল' (Line of Actual Control, LAC) দিয়ে ভারতে প্রবেশ করে ৷ এতে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে ফের সংঘর্ষ বাধে চিনের পিএলএ বাহিনীর ৷ এলএসি-র তাওয়াং সেক্টরে (Tawang Sector) ইয়াংসে-র কাছে প্রতিদিনের টহল দেওয়ার সময় এই ঘটনা ঘটে ৷

তিব্বতের মধ্যে দিয়ে ভারতে ঢুকে বাঙ্কারগুলি নষ্ট করার চেষ্টা করছিল পিএলএ-র সেনারা ৷ সেই সময় ভারতীয় সেনাবাহিনী 200 জন পিএলএ সেনাকে বাধা দেয় ৷ শেষমেশ দু'দেশের স্থানীয় কম্যান্ডারদের মধ্যে সমঝোতায় এর সমাধান হয় ৷ তারা পিছু হঠতে রাজি হয় ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, দু'পক্ষের মধ্যে কয়েক ঘণ্টা ধরে সংঘর্ষ চলতে থাকে ৷ তবে ভারতীয় সেনাবাহিনীর কোনও ক্ষতি হয়নি ৷

আরও পড়ুন : India-China : উসকানিমূলক পদক্ষেপের জন্যই শান্তি বিঘ্নিত, চিনকে জবাব বিদেশমন্ত্রকের

সূত্রের খবর, ভারত-চিন সীমান্তরেখা ঠিকঠাক চিহ্নিত করা হয়নি ৷ আর সেজন্য এলএসি নিয়ে দু'দেশের মধ্যে ধারনা দু'রকম ৷ সূত্র জানিয়েছে, "এই অঞ্চলে বিভিন্ন রকমের ধারণা রয়েছে ৷ তাও দু'দেশের মধ্যে বর্তমান চুক্তি ও প্রোটোকল মেনে শান্তি এবং স্থিতাবস্থা বজায় রাখা সম্ভব হয়েছে ৷" দু'পক্ষই এলএসি-র দু'রকম মত অনুযায়ী নিয়মিত টহল দিতে থাকে ৷ যখনই দু'দেশের টহলরত রক্ষী একে অপরের মুখোমুখি হয়, তখন পরিস্থিতি অনুযায়ী প্রোটকল, চুক্তি মেনে ব্যবস্থা নেওয়া হয় ৷

পূর্ব লাদাখের (Eastern Ladakh) লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে (Line of Actual Control) বিগত 16 মাস ধরে একটানা ভারত আর চিন সীমান্ত সমস্যা চলছে ৷ বিতর্কিত অঞ্চল থেকে সেনা সরিয়ে নেওয়া নিয়ে 12 বার দু'দেশের সামরিক আধিরকারিকদের মধ্যে বৈঠক হয়েছে ৷ অক্টোবরের মাঝামাঝি সময়ে 13তম বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে ৷

Last Updated : Oct 8, 2021, 12:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.