ETV Bharat / international

পাকিস্তানে চলন্ত বাস থামিয়ে 14 জনকে গুলি করে হত্যা - gunmen

বালোচিস্তান প্রদেশের মাকরান কোস্টাল হাইওয়েতে চলন্ত বাস থামিয়ে 14 জন যাত্রীকে গুলি করে হত্যা করল আততায়ীরা।

আততায়ী
author img

By

Published : Apr 18, 2019, 12:24 PM IST

করাচি, 18 এপ্রিল : পাকিস্তানে চলন্ত বাস থামিয়ে যাত্রীদের নামিয়ে গুলি করে হত্যা করল প্যারামিলিটারির পোশাক পরে থাকা আততায়ী। আজ সকালে ঘটনাটি ঘটেছে পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের মাকরান কোস্টাল হাইওয়েতে। ঘটনাস্থানেই মৃত্যু হয় 14 জন যাত্রীর। দু'জন যাত্রী কোনওরকমে সেখান থেকে পালিয়ে যান। বাসটি ওমারা থেকে করাচি যাচ্ছিল।

জানা গেছে, মাকরান কোস্টাল হাইওয়ে দিয়ে যাওয়ার সময় বাসটির পথ আটকায় সশস্ত্র 15 থেকে 20 জন জঙ্গি। আততায়ীরা কোন জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত তা এখনও জানা যায়নি। মৃতদেহগুলি স্থানীয় ওমারা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে৷ হামলার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

2015 সালে বালোচিস্তানের মাস্তুঙে এরকমই একটি ঘটনা ঘটেছিল। সশস্ত্র জঙ্গিরা 24 জন যাত্রীকে অপহরণ করে। তাদের 19 জনকেই হত্যা করেছিল তারা।

করাচি, 18 এপ্রিল : পাকিস্তানে চলন্ত বাস থামিয়ে যাত্রীদের নামিয়ে গুলি করে হত্যা করল প্যারামিলিটারির পোশাক পরে থাকা আততায়ী। আজ সকালে ঘটনাটি ঘটেছে পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের মাকরান কোস্টাল হাইওয়েতে। ঘটনাস্থানেই মৃত্যু হয় 14 জন যাত্রীর। দু'জন যাত্রী কোনওরকমে সেখান থেকে পালিয়ে যান। বাসটি ওমারা থেকে করাচি যাচ্ছিল।

জানা গেছে, মাকরান কোস্টাল হাইওয়ে দিয়ে যাওয়ার সময় বাসটির পথ আটকায় সশস্ত্র 15 থেকে 20 জন জঙ্গি। আততায়ীরা কোন জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত তা এখনও জানা যায়নি। মৃতদেহগুলি স্থানীয় ওমারা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে৷ হামলার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

2015 সালে বালোচিস্তানের মাস্তুঙে এরকমই একটি ঘটনা ঘটেছিল। সশস্ত্র জঙ্গিরা 24 জন যাত্রীকে অপহরণ করে। তাদের 19 জনকেই হত্যা করেছিল তারা।

Panaji (Goa), Apr 12 (ANI): Several senior armed forces veteran on Friday denied writing a letter to President Ram Nath Kovind over alleged politicisation of the services with former Army chief General Sunith Francis Rodrigues calling it 'a classic manifestation of fake news'. While speaking exclusively to ANI, General Rodrigues said, "We in the services have always done what the Government in power ordered us, we are an instrument of the state. We are apolitical. Anyone can say anything and then sell it as fake news, I don't know who this gentleman is who wrote this."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.