ETV Bharat / international

করোনা ছড়ানোর আগেই ইউহানের 3 ভাইরোলজিস্টকে রাখা হয়েছিল হাসপাতালে - চিনের বিদেশ মন্ত্রক

তখনও করোনা ছড়ায়নি ৷ তার আগেই চিনের ইউহান ইনস্টিটিউট অফ ভাইরোলজি-র তিনজন গবেষককে হাসপাতালে পাঠাতে হয়েছিল ৷ এই সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল ৷

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের চাঞ্চল্যকর রিপোর্ট
দ্য ওয়াল স্ট্রিট জার্নালের চাঞ্চল্যকর রিপোর্ট
author img

By

Published : May 24, 2021, 12:47 PM IST

ওয়াশিংটন, 24 মে : তখনও চিন করোনা ভাইরাস সংক্রমণের কোনও খবর জানায়নি ৷ তার আগে 2019-এর নভেম্বরে চিনের তিনজন গবেষককে হাসপাতালে পাঠাতে হয়েছিল ৷ তাঁরা সবাই ভাইরাসের প্রথম সংক্রমণস্থল ইউহান ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে গবেষণা করছিলেন ৷ এই চাঞ্চল্যকর ঘটনা রবিবার প্রকাশ্যে এনেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল ৷

কোভিড-19-এর উৎস নিয়ে দ্বিতীয় দফায় অনুসন্ধান চালানোর পরিকল্পনা করছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (হু) ৷ তার ঠিক আগে এই তথ্য জানাল ওয়াল স্ট্রিট ৷

জার্নালের রিপোর্ট

এখানে কতজন গবেষক অসুস্থ হয়েছিলেন, অসুস্থতার সময়, হাসপাতালে কতদিন চিকিৎসাধীন ছিলেন, এই সংক্রান্ত যাবতীয় তথ্য সামনে আনা হয়েছে ৷ কোভিড-19 ভাইরাস আদৌ চিনের কোনও ল্যাবরেটরি থেকে বেরিয়েছিল কি না, সেই বিষয়ে এই তথ্যগুলি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ৷

ইন্টেলিজেন্সের বর্তমান আর অতীতের আধিকারিক, যাঁরা এই ল্যাবরেটরির গবেষকদের বিষয়ে জানতেন, তাঁরা এই রিপোর্ট কতখানি শক্তিশালী, তার স্বপক্ষে অনেক প্রমাণ দিয়েছেন ৷ এঁদের মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেছেন, "আবারও অনুসন্ধান এবং আরও বেশি যুক্তিপূর্ণ" গবেষণা দরকার ৷

আরও পড়ুন : পরমাণু শক্তি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান শ্রীকুমার বন্দ্য়োপাধ্যায়ের জীবনাবসান

বাইডেন প্রশাসনের প্রতিক্রিয়া-

আমেরিকার নিরাপত্তা পরিষদের মুখপাত্র এক মহিলা এই সংবাদ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি ৷ তবে তিনি বলেছেন, "কোভিড-19 প্যানডেমিক শুরু হওয়ার দিনগুলো নিয়ে অনেক জরুরি প্রশ্ন রয়েছে বাইডেন প্রশাসনের ৷ এমনকি এর উৎস চিন কি না, তা নিয়েও ৷"

তিনি আরও জানান, এই ভাইরাসের উৎস সন্ধানে বিশেষজ্ঞদের মতামত জানতে আমেরিকার প্রশাসন হু-সহ আরও বেশ কিছু সংগঠনের সঙ্গে মিলিত ভাবে কাজ করছে ৷ আর এই কাজ "অন্য কোনো হস্তক্ষেপ বা রাজনৈতিক প্রভাব মুক্ত" ৷

"সার্স-কোভ-2-এর উৎস নিয়ে হু যে অনুসন্ধান চালাচ্ছে, সে বিষয়ে আমরা আগে থেকে নিশ্চিত কোনও ঘোষণা করব না ৷ কিন্তু আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বিস্তারিত এবং প্রযুক্তিগত ভাবে বিশ্বাসযোগ্য তত্ত্বগুলি খুব ভাল ভাবে পর্যালোচনা করার পর যা বলবেন, তার উপরই জোর দেওয়া হবে ৷"

কী বলছে চিন

রবিবার এই জার্নালের রিপোর্টের পরিপ্রেক্ষিতে ওয়াশিংটনে চিনের এমব্যাসি থেকে কোনও প্রতিক্রিয়া জানা যায়নি ৷ তবে চিনের বিদেশ মন্ত্রক জানিয়েছেন, হু পরিচালিত দলটি ফেব্রুয়ারি মাসে ভাইরোলজি ইনস্টিটউট ঘুরে দেখার পর ল্যাব থেকে ভাইরাস ছড়ানোর তত্ত্বকে খারিজ করে দিয়েছিল ৷

"ল্যাব থেকে ভাইরাস ছড়ানোর তত্ত্ব নিয়ে প্রতারণা চালিয়ে যাচ্ছে আমেরিকা", এই সংবাদ প্রকাশের খবরে মন্তব্য করেছে চিনের বিদেশ মন্ত্রক ৷

অতীতে ট্রাম্প প্রশাসন বলেছিল এই ভাইরাস হয়ত চিনেরই কোনও ল্যাবরেটরি থেকে বেরিয়েছে, বেজিং তা অস্বীকার করে ৷

ওয়াশিংটন, 24 মে : তখনও চিন করোনা ভাইরাস সংক্রমণের কোনও খবর জানায়নি ৷ তার আগে 2019-এর নভেম্বরে চিনের তিনজন গবেষককে হাসপাতালে পাঠাতে হয়েছিল ৷ তাঁরা সবাই ভাইরাসের প্রথম সংক্রমণস্থল ইউহান ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে গবেষণা করছিলেন ৷ এই চাঞ্চল্যকর ঘটনা রবিবার প্রকাশ্যে এনেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল ৷

কোভিড-19-এর উৎস নিয়ে দ্বিতীয় দফায় অনুসন্ধান চালানোর পরিকল্পনা করছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (হু) ৷ তার ঠিক আগে এই তথ্য জানাল ওয়াল স্ট্রিট ৷

জার্নালের রিপোর্ট

এখানে কতজন গবেষক অসুস্থ হয়েছিলেন, অসুস্থতার সময়, হাসপাতালে কতদিন চিকিৎসাধীন ছিলেন, এই সংক্রান্ত যাবতীয় তথ্য সামনে আনা হয়েছে ৷ কোভিড-19 ভাইরাস আদৌ চিনের কোনও ল্যাবরেটরি থেকে বেরিয়েছিল কি না, সেই বিষয়ে এই তথ্যগুলি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ৷

ইন্টেলিজেন্সের বর্তমান আর অতীতের আধিকারিক, যাঁরা এই ল্যাবরেটরির গবেষকদের বিষয়ে জানতেন, তাঁরা এই রিপোর্ট কতখানি শক্তিশালী, তার স্বপক্ষে অনেক প্রমাণ দিয়েছেন ৷ এঁদের মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেছেন, "আবারও অনুসন্ধান এবং আরও বেশি যুক্তিপূর্ণ" গবেষণা দরকার ৷

আরও পড়ুন : পরমাণু শক্তি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান শ্রীকুমার বন্দ্য়োপাধ্যায়ের জীবনাবসান

বাইডেন প্রশাসনের প্রতিক্রিয়া-

আমেরিকার নিরাপত্তা পরিষদের মুখপাত্র এক মহিলা এই সংবাদ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি ৷ তবে তিনি বলেছেন, "কোভিড-19 প্যানডেমিক শুরু হওয়ার দিনগুলো নিয়ে অনেক জরুরি প্রশ্ন রয়েছে বাইডেন প্রশাসনের ৷ এমনকি এর উৎস চিন কি না, তা নিয়েও ৷"

তিনি আরও জানান, এই ভাইরাসের উৎস সন্ধানে বিশেষজ্ঞদের মতামত জানতে আমেরিকার প্রশাসন হু-সহ আরও বেশ কিছু সংগঠনের সঙ্গে মিলিত ভাবে কাজ করছে ৷ আর এই কাজ "অন্য কোনো হস্তক্ষেপ বা রাজনৈতিক প্রভাব মুক্ত" ৷

"সার্স-কোভ-2-এর উৎস নিয়ে হু যে অনুসন্ধান চালাচ্ছে, সে বিষয়ে আমরা আগে থেকে নিশ্চিত কোনও ঘোষণা করব না ৷ কিন্তু আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বিস্তারিত এবং প্রযুক্তিগত ভাবে বিশ্বাসযোগ্য তত্ত্বগুলি খুব ভাল ভাবে পর্যালোচনা করার পর যা বলবেন, তার উপরই জোর দেওয়া হবে ৷"

কী বলছে চিন

রবিবার এই জার্নালের রিপোর্টের পরিপ্রেক্ষিতে ওয়াশিংটনে চিনের এমব্যাসি থেকে কোনও প্রতিক্রিয়া জানা যায়নি ৷ তবে চিনের বিদেশ মন্ত্রক জানিয়েছেন, হু পরিচালিত দলটি ফেব্রুয়ারি মাসে ভাইরোলজি ইনস্টিটউট ঘুরে দেখার পর ল্যাব থেকে ভাইরাস ছড়ানোর তত্ত্বকে খারিজ করে দিয়েছিল ৷

"ল্যাব থেকে ভাইরাস ছড়ানোর তত্ত্ব নিয়ে প্রতারণা চালিয়ে যাচ্ছে আমেরিকা", এই সংবাদ প্রকাশের খবরে মন্তব্য করেছে চিনের বিদেশ মন্ত্রক ৷

অতীতে ট্রাম্প প্রশাসন বলেছিল এই ভাইরাস হয়ত চিনেরই কোনও ল্যাবরেটরি থেকে বেরিয়েছে, বেজিং তা অস্বীকার করে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.