ETV Bharat / international

বিশ্বে কোরোনায় আক্রান্তের সংখ্যা ছাড়াল 72 লাখ - corona epicenter america

বিশ্বে কোরোনায় আক্রান্ত হয়ে মারা গেছে প্রায় 4 লাখ 13 হাজার মানুষ ৷ আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 72 লাখ ৷ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৷

World Health Organization says global coronavirus tally topped 7.2 million
বিশ্বে মোট কোরোনা সংক্রমণ 7. 2 মিলিয়ন ; জানাল WHO
author img

By

Published : Jun 12, 2020, 9:34 AM IST

জেনেভা, 12 জুন : বিশ্বে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 72 লাখেরও বেশি, জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৷ WHO-র তরফে জানানো হয়, বিশ্বে এখনও পর্যন্ত 72 লাখ 73 হাজার 958 জন মানুষ কোরোনায় আক্রান্ত ৷ মৃত্যু হয়েছে 4 লাখ 13 হাজার জনের ৷

গতকাল রাতে একটি রিপোর্ট প্রকাশ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৷ রিপোর্টে জানানো হয়, গতকাল বিশ্বজুড়ে 1 লাখ 28 হাজার 419 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ মৃত্যু হয়েছে 5 হাজার 347 জনের ৷ বর্তমানে কোরোনা আক্রান্তের নিরিখে এক নম্বরে রয়েছে অ্যামেরিকা ৷ দুই ও তিন নম্বরে রয়েছে যথাক্রমে রাশিয়া ও ব্রাজ়িল ৷ চার নম্বরে উঠে এসেছে ভারতের নাম ৷

গত 9 জুন সুইৎজ়ারল্যান্ডের জেনেভাতে একটি ভার্চুয়াল সাংবাদিক বৈঠক করেন WHO প্রধান টেড্রস অ্যাডহানম গেব্রেয়েসাস ৷ সেখানে তিনি বলেন, কোরোনার জেরে বিশ্বব্যাপী পরিস্থিতি আরও খারাপ হচ্ছে ৷ গড়ে প্রতিদিন প্রায় 1 লাখেরও বেশি মানুষ কোরোনায় আক্রান্ত হচ্ছেন ৷ সংক্রমণের প্রায় 75 শতাংশ হয়েছে 10টি দেশ থেকে ৷ প্রধানত অ্যামেরিকা ও দক্ষিণ এশিয়ার দেশগুলি থেকে আক্রান্তের খবর বেশি পাওয়া যাচ্ছে ৷

জেনেভা, 12 জুন : বিশ্বে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 72 লাখেরও বেশি, জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৷ WHO-র তরফে জানানো হয়, বিশ্বে এখনও পর্যন্ত 72 লাখ 73 হাজার 958 জন মানুষ কোরোনায় আক্রান্ত ৷ মৃত্যু হয়েছে 4 লাখ 13 হাজার জনের ৷

গতকাল রাতে একটি রিপোর্ট প্রকাশ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৷ রিপোর্টে জানানো হয়, গতকাল বিশ্বজুড়ে 1 লাখ 28 হাজার 419 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ মৃত্যু হয়েছে 5 হাজার 347 জনের ৷ বর্তমানে কোরোনা আক্রান্তের নিরিখে এক নম্বরে রয়েছে অ্যামেরিকা ৷ দুই ও তিন নম্বরে রয়েছে যথাক্রমে রাশিয়া ও ব্রাজ়িল ৷ চার নম্বরে উঠে এসেছে ভারতের নাম ৷

গত 9 জুন সুইৎজ়ারল্যান্ডের জেনেভাতে একটি ভার্চুয়াল সাংবাদিক বৈঠক করেন WHO প্রধান টেড্রস অ্যাডহানম গেব্রেয়েসাস ৷ সেখানে তিনি বলেন, কোরোনার জেরে বিশ্বব্যাপী পরিস্থিতি আরও খারাপ হচ্ছে ৷ গড়ে প্রতিদিন প্রায় 1 লাখেরও বেশি মানুষ কোরোনায় আক্রান্ত হচ্ছেন ৷ সংক্রমণের প্রায় 75 শতাংশ হয়েছে 10টি দেশ থেকে ৷ প্রধানত অ্যামেরিকা ও দক্ষিণ এশিয়ার দেশগুলি থেকে আক্রান্তের খবর বেশি পাওয়া যাচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.