ওয়াশিংটন, 19 নভেম্বর : জরুরি প্রয়োজনে কোভিড ভ্যাকসিনের বুস্টার ডোজের ব্যবহারের পরিধি আরও বাড়ল মার্কিন যুক্তরাষ্ট্রে ৷ শুক্রবার এই সংক্রান্ত প্রয়োজনীয় অনুমতি দিয়েছে আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ৷ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবার থেকে 18 বছরের বেশি বয়সের কারও যদি ফাইজার বা মডার্নার দুটি ডোজ নেওয়া থাকে, তাঁকে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া যাবে ৷
তবে এক্ষেত্রে মূল শর্ত দুটি ৷ জরুরি প্রয়োজনেই দেওয়া ফাইজার বা মডার্নার এই বুস্টার ডোজ এবং ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার কমপক্ষে 6 মাস পর এই বুস্টার ডোজ দেওয়া যাবে ৷
আরও পড়ুন : Sonia Gandhi on farm laws repeal : কৃষকের জয়, অহঙ্কারের হার ; সোনিয়ার নিশানায় মোদি সরকার
এফডিএ'র কমিশনার জ্যানেট উডকক জানিয়েছেন, বিষয়টি নিয়ে তারা দীর্ঘদিন ধরেই আলোচনা করছিলেন ৷ জরুরি পরিস্থিতিতে কারও কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে এবং জীবন রক্ষার ক্ষেত্রে এই বুস্টার ডোজ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, তাই এই অনুমতি দেওয়া হল ৷ মনে করা হচ্ছে এদিনের সিদ্ধান্তের ফলে বুস্টার কোভিড ভ্যাক্সিনের বুস্টার ডোজের ব্যবহার নিয়ে দ্বিধা অনেকটাই কমবে মার্কিনীদের মধ্যে ৷ তবে জরুরি প্রয়োজন ছাড়াও এই বুস্টার ডোজ নেওয়া যাবে কিনা তা নিয়ে এখনও আলোচনা চলছে ৷
উল্লেখ্য, এর আগে জরুরি প্রয়োজনে 65 বছরের বেশি বয়সিদের বুস্টার ডোজ দেওয়া হচ্ছিল আমেরিকায় ৷ এবার থেকে তা ব্যবহার করা যাবে 18 বছরের বেশি বয়সিদের ক্ষেত্রেও ৷