ওয়াশিংটন, 17 অগস্ট : আফগানিস্তান তালিবানের দখলে যাওয়ার পর থেকেই নানা সমালোচনার মুখে পড়েছেন জো বাইডেন । আফগানিস্তানের এই পরিস্থিতির জন্য প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর উপরেই সমস্ত দোষ চাপিয়ে দিয়েছেন । এই পরিস্থিতিতে জো বাইডেন জাতির উদ্দেশে কী ভাষণ দেন, সেইদিকেই তাকিয়েছিল সকলে । গতকাল রাতে ভাষণ দেওয়ার সময় বাইডেন স্পষ্ট জানিয়ে দেন, আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ভুল নয় । তাঁর কথায়, আফগান বাহিনী যদি তাঁর দেশকে রক্ষা করতে সক্ষম না হয়, এটা ওদের ব্যর্থতা । এর জন্য আমেরিকার সেনারা কেন জীবনের বলিদান দেবে ? এদিকে, বাইডেন স্বীকার করেছেন, তালিবান যে এত দ্রুত আফগানিস্তান দখল করবে, তা তাঁর ধারণার বাইরে ছিল । এই সংকটজনক পরিস্থিতি এত তাড়াতাড়ি তৈরি হবে বলে আশা করেননি তিনি ।
এদিকে, আফগানিস্তান থেকে হাজার হাজার আমেরিকাবাসীকে ফিরিয়ে আনার কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) ৷ সোমবার তিনি বলেন, "আফগানিস্তানে কর্মরত এবং বসবাসকারী হাজার হাজার মার্কিন নাগরিককে দেশে নিয়ে আসার চেষ্টা করছি ৷ নিরাপত্তাকর্মীরা যাতে ওখান থেকে সুরক্ষিত ভাবে আসতে পারেন, তার জন্য সহযোগিতা করা হবে ৷ এমনকি আমাদের মিত্রশক্তির নিরাপত্তাকর্মীরা এখনও আফগানিস্তানে রয়ে গিয়েছেন, তাঁদেরও সাহায্য করা হবে ৷" সেইসঙ্গে তিনি তালিবানদের প্রচ্ছন্ন হুমকির মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আফগানিস্তান থেকে আমেরিকার নাগরিকদের ফিরিয়ে আনার সময় কোনও রকম সমস্যা তৈরি হলে আমেরিকা ছেড়ে কথা বলবে না ।
জো বাইডেন মার্কিন সেনা ফিরিয়ে আনার কথা জানানোর পর থেকে একে একে কাবুলের বিভিন্ন প্রদেশের দখল নিতে থাকে তালিবান ৷ শেষে 15 অগস্ট রাজধানী কাবুল তাদের কব্জায় চলে আসে ৷ আতঙ্কে আফগানিস্তানের মানুষ দেশ ছেড়ে পালাতে শুরু করেছে ৷ গতকাল হামিদ কারজাই বিমানবন্দরে যে কোনও উপায়ে দেশ ছাড়ার জন্য বহু আফগানবাসী জড়ো হয় ৷ এমনকি তাতে মারা গিয়েছেন অন্ততপক্ষে 5 জন ৷ বিমানের চাকা থেকে পড়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যুর ছবিও ভাইরাল হয়েছে ৷ তবে আগেভাগে আমেরিকার নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে বিমানবন্দরের দখল নেয় মার্কিন সেনাবাহিনী ৷
আরও পড়ুন : Afghanistan Unrest : উদ্বেগ রাষ্ট্রসংঘের, আফগানিস্তান নিয়ে জাতির উদ্দেশ ভাষণ দেবেন বাইডেন
বিমানবন্দরে আফগানবাসীর ভিড়ের দৃশ্যকে "যন্ত্রাণাদায়ক" বলে মেনে নিয়ে জো বাইডেন বলেন, "আফগানিস্তানের এই দৃশ্য অত্যন্ত হতাশাজনক ৷ বিশেষত আমাদের কূটনীতিক, সমাজকর্মী, দীর্ঘদিন ধরে আফগানিস্তানের মানুষের জন্য কাজ করছেন । এমন মানুষদের এই অবস্থা দুঃখজনক ৷ যাঁরা আফগানিস্তানে তাঁদের ভালোবাসার মানুষকে হারিয়েছেন এবং সেই সব আমেরিকাবাসী, যাঁরা দেশের জন্য লড়েছেন, কাজ করেছেন, তাঁদের জন্য এটা ভীষণরকম ব্যক্তিগত একটা অনুভূতি ৷ এমনকি আমার জন্যও ৷"
তাঁর এই সেনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের জন্য প্রবল সমালোচনার মুখোমুখি হলেও তিনি বলেছেন, "আমার সিদ্ধান্ত নিয়ে কোনও ধন্দ নেই ৷ 20 বছর বাদে আমি বুঝেছি মার্কিন সেনা ফিরিয়ে আনার এটাই সঠিক সময় ৷" এই সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি বুঝেছিলেন যে, এমন একটা সঙ্কটজনক পরিস্থিতি তৈরি হতে পারে । তবে তা যে এত তাড়াতাড়ি হবে, সেটা তাঁর ধারণার বাইরে ছিল । স্বীকার করেছেন বাইডেন ৷