ETV Bharat / international

ভারত ও চিনের মানুষদের ভালোবাসি, শান্তি ফেরাতে সব কিছু করতে চাই : ট্রাম্প - কোভিড-19

ভারত-চিন উত্তপ্ত সম্পর্ক ঠিক করতে ফের মধ্যস্থতা করার ইচ্ছে প্রকাশ করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ তিনি বলেন, আমি ভারত ও চিনের মানুষদের ভালোবাসি ৷ দুই দেশের বাসিন্দাদের মধ্যে শান্তি বজায় রাখতে যথাসাধ্য প্রচেষ্টা করতে প্রস্তুত ৷

US President Donald Trump
ডোনাল্ড ট্রাম্প
author img

By

Published : Jul 17, 2020, 11:48 AM IST

ওয়াশিংটন, 17 জুলাই : ভারত-চিনের মধ্যে ফের মধ্যস্থতা করার ইচ্ছে প্রকাশ করলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ তিনি বলেন ভারত ও চিনের বাসিন্দাদের মধ্যে শান্তি বজায় রাখতে তিনি সব কিছু করতে প্রস্তুত ৷

বৃহস্পতিবার ওয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেলিগ ম্যাকএনানি বলেন, ‘‘তিনি(ট্রাম্প) বলেছেন, আমি ভারত ও চিনের মানুষদের ভালোবাসি এবং মানুষের মধ্যে শান্তি বজায় রাখার জন্য আমি সাধ্যমতো সব কিছু করতে প্রস্তুত ৷’’

ওয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কুডলো ভারতকে বিশেষ বন্ধু বলে আখ্যা দেন, তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির খুব ভালো বন্ধু ৷ বুধবার স্টেট সেক্রেটারি মাইক পম্পেও বলেন, ‘‘অ্যামেরিকার অত্যন্ত ভালো একজন অংশীদার ভারত ৷ তারা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার সদস্য ৷ আমার সঙ্গে ভারতের বিদেশমন্ত্রীরও খুব ভালো সম্পর্ক ৷ আমরা প্রায়দিনই বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি ৷ চিনের সঙ্গে সীমান্ত নিয়ে সংঘর্ষের বিষয়েও কথা হয়েছে আমাদের মধ্যে ৷ ’’

অ্যামেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন ইউরোপ যাওয়ার আগে সাংবাদিকদের জানান, ভারতের প্রতি চিনের ব্যবহার অত্যন্ত আক্রমণাত্বক ৷ তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে দারুণ সম্পর্ক ৷ এমনকি, কোভিড-19 সংকটের আগে প্রেসিডেন্টের সঙ্গে শেষ বিদেশসফর ভারতেই ছিল ৷ আমাদের বিশাল আড়ম্বরের সঙ্গে স্বাগত জানিয়েছিল ৷ আমাদের মধ্যে অনেক মিল রয়েছে, আমরা ইংরেজিতে কথা বলি, দুটি দেশই গণতান্ত্রিক ৷ ভারতের সঙ্গে ক্রমশ আমাদের শক্তিশালী সম্পর্ক গড়ে উঠছে ৷’’

ওয়াইট হাউসের এই বক্তব্যকে স্বাগত জানিয়ে ট্রাম্প ভিক্টরি ইন্ডিয়ান অ্যামেরিকান ফিন্যান্স কমিটির কো-চেয়ারপার্সন আল মাসন বলেন,‘‘ অধিকাংশ ভারতীয়-অ্যামেরিকানই দেখেছেন চিনকে আঘাত করে ফেলার ভয়ে কোনও প্রেসিডেন্ট,তা সে ডেমোক্র্যাটই হোক বা রিপাবলিকান, বিল ক্লিন্টন থেকে শুরু করে বুশ বা বারাক ওবামা, কেউই সরাসরি ভারতের পক্ষ নিতে ভয় পেতেন ৷ একমাত্র প্রেসিডেন্ট ট্রাম্পই সাহস দেখিয়ে বলেছেন যে তিনি ভারতকে ভালোবাসেন এবং অ্যামেরিকা ভারতকে সম্মান করে ৷ তিনি সর্বদাই ভারত ও ভারতীয়-অ্যামেরিকানদের প্রতি ভালোবাসা জাহির করেছেন ৷ ’’

ওয়াশিংটন, 17 জুলাই : ভারত-চিনের মধ্যে ফের মধ্যস্থতা করার ইচ্ছে প্রকাশ করলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ তিনি বলেন ভারত ও চিনের বাসিন্দাদের মধ্যে শান্তি বজায় রাখতে তিনি সব কিছু করতে প্রস্তুত ৷

বৃহস্পতিবার ওয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেলিগ ম্যাকএনানি বলেন, ‘‘তিনি(ট্রাম্প) বলেছেন, আমি ভারত ও চিনের মানুষদের ভালোবাসি এবং মানুষের মধ্যে শান্তি বজায় রাখার জন্য আমি সাধ্যমতো সব কিছু করতে প্রস্তুত ৷’’

ওয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কুডলো ভারতকে বিশেষ বন্ধু বলে আখ্যা দেন, তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির খুব ভালো বন্ধু ৷ বুধবার স্টেট সেক্রেটারি মাইক পম্পেও বলেন, ‘‘অ্যামেরিকার অত্যন্ত ভালো একজন অংশীদার ভারত ৷ তারা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার সদস্য ৷ আমার সঙ্গে ভারতের বিদেশমন্ত্রীরও খুব ভালো সম্পর্ক ৷ আমরা প্রায়দিনই বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি ৷ চিনের সঙ্গে সীমান্ত নিয়ে সংঘর্ষের বিষয়েও কথা হয়েছে আমাদের মধ্যে ৷ ’’

অ্যামেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন ইউরোপ যাওয়ার আগে সাংবাদিকদের জানান, ভারতের প্রতি চিনের ব্যবহার অত্যন্ত আক্রমণাত্বক ৷ তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে দারুণ সম্পর্ক ৷ এমনকি, কোভিড-19 সংকটের আগে প্রেসিডেন্টের সঙ্গে শেষ বিদেশসফর ভারতেই ছিল ৷ আমাদের বিশাল আড়ম্বরের সঙ্গে স্বাগত জানিয়েছিল ৷ আমাদের মধ্যে অনেক মিল রয়েছে, আমরা ইংরেজিতে কথা বলি, দুটি দেশই গণতান্ত্রিক ৷ ভারতের সঙ্গে ক্রমশ আমাদের শক্তিশালী সম্পর্ক গড়ে উঠছে ৷’’

ওয়াইট হাউসের এই বক্তব্যকে স্বাগত জানিয়ে ট্রাম্প ভিক্টরি ইন্ডিয়ান অ্যামেরিকান ফিন্যান্স কমিটির কো-চেয়ারপার্সন আল মাসন বলেন,‘‘ অধিকাংশ ভারতীয়-অ্যামেরিকানই দেখেছেন চিনকে আঘাত করে ফেলার ভয়ে কোনও প্রেসিডেন্ট,তা সে ডেমোক্র্যাটই হোক বা রিপাবলিকান, বিল ক্লিন্টন থেকে শুরু করে বুশ বা বারাক ওবামা, কেউই সরাসরি ভারতের পক্ষ নিতে ভয় পেতেন ৷ একমাত্র প্রেসিডেন্ট ট্রাম্পই সাহস দেখিয়ে বলেছেন যে তিনি ভারতকে ভালোবাসেন এবং অ্যামেরিকা ভারতকে সম্মান করে ৷ তিনি সর্বদাই ভারত ও ভারতীয়-অ্যামেরিকানদের প্রতি ভালোবাসা জাহির করেছেন ৷ ’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.