নয়াদিল্লি, 9 এপ্রিল : বিনা অনুমতিতে ভারতের জলসীমায় মহড়া চালাল মার্কিন রণতরী ৷ পুরো বিষয়টি জানাজানি হওয়ার পর ভারত সরকারের তরফে অত্য়ন্ত গুরুত্ব দিয়ে বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে ৷
কী হয়েছিল
কয়েকদিন আগে মার্কিন নৌবাহিনীর সেভেন্থ ফ্লিটের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, লাক্ষ্মাদ্বীপের 130 নটিক্য়াল মাইল দূরে ভারতের পূর্ব সম্মতি ছাড়াই মহড়া চালানো হয়েছে ৷ ওই জোনটি ভারতের এক্সক্লুসিভ ইকোনোমিক জোন ৷ যদিও ওই বিবৃতিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক জলসীমা আইনের সঙ্গে সামঞ্জস্য় রেখেই ওই মহড়া করা হয়েছে ৷
আরও পড়ুন- কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মন্তব্য, ফের মমতাকে নোটিস কমিশনের
সেভেন্থ ফ্লিটের পাবলিক অ্য়াফেয়ার্সের তরফে বলা হয়েছে," ভারতের এক্সক্লুসিভ ইকোনোমিক জোনে মহড়া চালাতে গেলে আগে থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন হয় ৷ কিন্তু, কোনও সম্মতি ছাড়াই 7 এপ্রিল 2021 তারিখে লাক্ষ্মাদ্বীপের 130 নটিক্য়াল মাইল দূরে মহড়া চালিয়েছে আমেরিকার নৌবাহিনী৷"
আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, কোনও দেশের তার সমুদ্রের তীর থেকে 200 নটিক্য়াল মাইলের মধ্য়ে তেল, প্রাকৃতিক গ্য়াস সহ একাধিক জলজ সম্পদের অধিকার রয়েছে সেই দেশের ৷ তাই সেখানে কোনও মহড়া করতে গেলে সংশ্লিষ্ট দেশের অনুমতি নেওয়া আবশ্য়ক ৷
যদিও ভারতের নৌবাহিনী ও বিদেশ মন্ত্রকের তরফে এবিষয়ে এখনও মুখ খোলা হয়নি ৷ এপ্রসঙ্গে কোনও জবাব পাওয়া যায়নি ৷