ETV Bharat / international

ভারতে আরও ভ্যাকসিন, ওষুধ পাঠাতে বাইডেনকে আর্জি আমেরিকার আইনপ্রণেতাদের

author img

By

Published : Jun 7, 2021, 1:42 PM IST

করোনা সংক্রমণে ভারত বিপর্যস্ত ৷ তাই আরও বেশি কোভিড-19 ভ্যাকসিন-সহ ওষুধ পাঠানো হোক ভারতে ৷ এই দাবিতে সরব আমেরিকার আইনপ্রণেতা, কংগ্রেস সদস্য, গভর্নরেরা ৷

করোনা সংকটে ভারতের পাশে দাঁড়াতে জোর বাইডেনকে
করোনা সংকটে ভারতের পাশে দাঁড়াতে জোর বাইডেনকে

ওয়াশিংটন, 7 জুন : ভারতের করোনা পরিস্থিতি সংকটজনক, তাই আমেরিকার উচিত "বিপর্যস্ত" ভারতকে কোবিড ভ্যাকসিন, ওষুধ দিয়ে সাহায্য করা ৷ বাইডেন সরকারের কাছে এই আবেদন জানিয়েছে আমেরিকার বহু আইনপ্রণেতা, গভর্নর ৷ রবিবার ভারতে নতুন করোনা সংক্রমণের সংখ্যা ছিল 1,14,460 ৷ গত 60 দিন সবচেয়ে কম ৷ আর পজিটিভিটি রেট 5.26 শতাংশ ৷

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্য়াবট প্রেসিডেন্ট বাইডেনের কাছে আর্জি জানিয়ে বলেন, "ভারতের সংকটে বিপর্যস্ত, বাইডেনের তরফে আরও বেশি পদক্ষেপ করা দরকার ৷ প্রতিবেশী দেশগুলির করোনাভাইরাসের লড়াইয়ে আমাদের ভূমিকা গুরুত্বপূর্ণ ৷ তাই কোভিড-19 ভ্যাকসিন-সহ ওষুধ পাঠানো প্রয়োজন ৷" একটি টুইটে ভারতের জন্য আমেরিকাবাসীদেরও তাঁর সঙ্গে যোগদান করতে বলেন ৷

আরও পড়ুন : Covaxin Trials : ছোটদের উপর আজ কোভ্যাক্সিনের ট্রায়াল শুরু দিল্লি এইমস-এ

রিপাবলিকান সেনেটর টেড ক্রজ বলেন, "ভারত আমেরিকার বিশেষ বন্ধু ৷ বাইডেনের ভ্যাকসিন বিতরণের কর্মসূচি ত্রুটিপূর্ণ ৷ ভারতের মতো দেশকে আমাদের অগ্রাধিকার দেওয়া উচিত ৷ তাদের প্রয়োজনীয় কোভিড-19 ভ্যাকসিন পাঠানো খুব দরকার ৷" এখনও পর্যন্ত প্রায় 30 কোটি কোভিড-19 ভ্যাকসিন বিতরণ করেছে বাইডেন প্রশাসন, জানিয়েছেন তিনি ৷

এই প্রসঙ্গে ইন্ডিয়ান-আমেরিকান কংগ্রেস সদস্য রো খান্না জানিয়েছেন যে আমেরিকা যে ভ্যাকসিনগুলি কোনওদিন ব্যবহার করবে না, সেগুলি ভারতে পাঠিয়ে দেওয়া হোক, যেমন ভাবে ভারত আমেরিকার দুঃসময়ে পাশে দাঁড়িয়েছিল ৷ আরেক কংগ্রেস সদস্য অ্যাডাম স্মিথের বলেন, "কোভিড-19-কে হারাতে হলে আমাদের ঘরে আর বাইরে পুরো বিশ্বে একসঙ্গে কাজ করতে হবে ৷"

ওয়াশিংটন, 7 জুন : ভারতের করোনা পরিস্থিতি সংকটজনক, তাই আমেরিকার উচিত "বিপর্যস্ত" ভারতকে কোবিড ভ্যাকসিন, ওষুধ দিয়ে সাহায্য করা ৷ বাইডেন সরকারের কাছে এই আবেদন জানিয়েছে আমেরিকার বহু আইনপ্রণেতা, গভর্নর ৷ রবিবার ভারতে নতুন করোনা সংক্রমণের সংখ্যা ছিল 1,14,460 ৷ গত 60 দিন সবচেয়ে কম ৷ আর পজিটিভিটি রেট 5.26 শতাংশ ৷

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্য়াবট প্রেসিডেন্ট বাইডেনের কাছে আর্জি জানিয়ে বলেন, "ভারতের সংকটে বিপর্যস্ত, বাইডেনের তরফে আরও বেশি পদক্ষেপ করা দরকার ৷ প্রতিবেশী দেশগুলির করোনাভাইরাসের লড়াইয়ে আমাদের ভূমিকা গুরুত্বপূর্ণ ৷ তাই কোভিড-19 ভ্যাকসিন-সহ ওষুধ পাঠানো প্রয়োজন ৷" একটি টুইটে ভারতের জন্য আমেরিকাবাসীদেরও তাঁর সঙ্গে যোগদান করতে বলেন ৷

আরও পড়ুন : Covaxin Trials : ছোটদের উপর আজ কোভ্যাক্সিনের ট্রায়াল শুরু দিল্লি এইমস-এ

রিপাবলিকান সেনেটর টেড ক্রজ বলেন, "ভারত আমেরিকার বিশেষ বন্ধু ৷ বাইডেনের ভ্যাকসিন বিতরণের কর্মসূচি ত্রুটিপূর্ণ ৷ ভারতের মতো দেশকে আমাদের অগ্রাধিকার দেওয়া উচিত ৷ তাদের প্রয়োজনীয় কোভিড-19 ভ্যাকসিন পাঠানো খুব দরকার ৷" এখনও পর্যন্ত প্রায় 30 কোটি কোভিড-19 ভ্যাকসিন বিতরণ করেছে বাইডেন প্রশাসন, জানিয়েছেন তিনি ৷

এই প্রসঙ্গে ইন্ডিয়ান-আমেরিকান কংগ্রেস সদস্য রো খান্না জানিয়েছেন যে আমেরিকা যে ভ্যাকসিনগুলি কোনওদিন ব্যবহার করবে না, সেগুলি ভারতে পাঠিয়ে দেওয়া হোক, যেমন ভাবে ভারত আমেরিকার দুঃসময়ে পাশে দাঁড়িয়েছিল ৷ আরেক কংগ্রেস সদস্য অ্যাডাম স্মিথের বলেন, "কোভিড-19-কে হারাতে হলে আমাদের ঘরে আর বাইরে পুরো বিশ্বে একসঙ্গে কাজ করতে হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.