ETV Bharat / state

বিচারের দাবিতে 87 দিন, শহরজুড়ে জ্বলছে 'দ্রোহের আলো' - PROTEST FOR RG KAR INCIDENT

87দিন পরেও অধরা রয়েছে আরজি করে নির্যাতিতা তরুণীর বিচার। সেই বিচারের দাবিতেই আবারও পথে নামল মহানগর।

PROTEST FOR RG KAR INCIDENT
অভয়া মঞ্চের তরফে পালিত হল 'জ্বালাও আলো, দ্রোহের আলো' কর্মসূচি (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 4, 2024, 10:52 PM IST

Updated : Nov 4, 2024, 10:58 PM IST

কলকাতা, 4 নভেম্বর: রাত পোহালে সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি। তার আগে অভয়া মঞ্চের তরফে পালিত হল 'জ্বালাও আলো, দ্রোহের আলো' কর্মসূচি। প্রায় 80টি সংগঠন মিলে তৈরি হয়েছে এই অভয়া মঞ্চ। সোমবার সন্ধ্যায় তাদের ডাকে প্রায় 120টি সংগঠন মিলে এই কর্মসূচি পালন করে শহরের বিভিন্ন প্রান্তে। কারও হাতে ছিল মোমবাতি, কেউ আবার মশাল নিয়ে রাস্তায় নামেন আজ।

এদিন, মৌলালি, রাসবিহারী, কলেজ স্কোয়ার, রানুছায়া মঞ্চ, যাদবপুর-সহ একাধিক জায়গায় পালিত হয় এই কর্মসূচি। রাজনৈতিক পতাকা ছাড়া এই কর্মসূচিতে অংশ নিতে দেখা যায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরও। তাঁদের সঙ্গে রাস্তায় আছেন সিনিয়র চিকিৎসকরাও। সকলের উপস্থিতিতে বিচারের দাবিতে উঠল স্লোগান ৷

শহরজুড়ে জ্বলছে দ্রোহের আলো (ইটিভি ভারত)

বিচারের দাবিতে গান, পথনাটিকাও হয় এদিন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী থেকে শুরু করে রিসার্চ স্কলাররা এই কর্মসূচিতে সামিল হন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরাও রাস্তায় নামেন আজ।

PROTEST FOR RG KAR INCIDENT
আরজি করে নির্যাতিতা তরুণীর বিচারের দাবি (নিজস্ব ছবি)

অধ্যাপক সান্তায়ন চৌধুরী বলেন, "প্রশাসনের যে এই আন্দোলনের প্রতি সহমর্মিতা নেই, সেটা বিভিন্নভাবে বোঝা গিয়েছে। তবে আমাদের আশা ছাড়লে হবে না। বিচার ব্যবস্থার প্রতি আমাদের ভরসা রাখতে হবে। ঘটনাক্রম আমাদের আশঙ্কা তৈরি করছে। সেজন্যই আমরা আরও বেশি করে রাস্তায় নামছি।"

PROTEST FOR RG KAR INCIDENT
শহরজুড়ে জ্বলছে 'দ্রোহের আলো' (নিজস্ব ছবি)

এবিষয়ে চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেন, "আগামিকাল সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে। তার আগে দ্রোহের আলো জ্বলছে পুরো রাজ্যেজুড়ে। ন্যায় বিচার না-আসা পর্যন্ত রাস্তায় আমরা থাকব। তবে সোমবার সঞ্জয় রায় যে কথা বলেছেন তা ভয়ানক। আমি জানি না, উনি সত্যি বলছেন কি না। কারণ উনিও একজন অভিযুক্ত। তবে আমরা এর আগেও দেখেছি কলকাতা পুলিশের প্রিজন ভ্যান চাপড়ে অনেকেই অনেকের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। যদিও তাঁদেরকে জেরা করতে আর দেখা যায়নি। তবে এবার সিবিআইয়ের প্রিজন ভ্যান থেকে অভিযোগ এল। আশা করব সিবিআই এই বিষয়টা খতিয়ে দেখবে। যথাযথ লোককে তারা জেরা করবে ।"

কলকাতা, 4 নভেম্বর: রাত পোহালে সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি। তার আগে অভয়া মঞ্চের তরফে পালিত হল 'জ্বালাও আলো, দ্রোহের আলো' কর্মসূচি। প্রায় 80টি সংগঠন মিলে তৈরি হয়েছে এই অভয়া মঞ্চ। সোমবার সন্ধ্যায় তাদের ডাকে প্রায় 120টি সংগঠন মিলে এই কর্মসূচি পালন করে শহরের বিভিন্ন প্রান্তে। কারও হাতে ছিল মোমবাতি, কেউ আবার মশাল নিয়ে রাস্তায় নামেন আজ।

এদিন, মৌলালি, রাসবিহারী, কলেজ স্কোয়ার, রানুছায়া মঞ্চ, যাদবপুর-সহ একাধিক জায়গায় পালিত হয় এই কর্মসূচি। রাজনৈতিক পতাকা ছাড়া এই কর্মসূচিতে অংশ নিতে দেখা যায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরও। তাঁদের সঙ্গে রাস্তায় আছেন সিনিয়র চিকিৎসকরাও। সকলের উপস্থিতিতে বিচারের দাবিতে উঠল স্লোগান ৷

শহরজুড়ে জ্বলছে দ্রোহের আলো (ইটিভি ভারত)

বিচারের দাবিতে গান, পথনাটিকাও হয় এদিন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী থেকে শুরু করে রিসার্চ স্কলাররা এই কর্মসূচিতে সামিল হন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরাও রাস্তায় নামেন আজ।

PROTEST FOR RG KAR INCIDENT
আরজি করে নির্যাতিতা তরুণীর বিচারের দাবি (নিজস্ব ছবি)

অধ্যাপক সান্তায়ন চৌধুরী বলেন, "প্রশাসনের যে এই আন্দোলনের প্রতি সহমর্মিতা নেই, সেটা বিভিন্নভাবে বোঝা গিয়েছে। তবে আমাদের আশা ছাড়লে হবে না। বিচার ব্যবস্থার প্রতি আমাদের ভরসা রাখতে হবে। ঘটনাক্রম আমাদের আশঙ্কা তৈরি করছে। সেজন্যই আমরা আরও বেশি করে রাস্তায় নামছি।"

PROTEST FOR RG KAR INCIDENT
শহরজুড়ে জ্বলছে 'দ্রোহের আলো' (নিজস্ব ছবি)

এবিষয়ে চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেন, "আগামিকাল সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে। তার আগে দ্রোহের আলো জ্বলছে পুরো রাজ্যেজুড়ে। ন্যায় বিচার না-আসা পর্যন্ত রাস্তায় আমরা থাকব। তবে সোমবার সঞ্জয় রায় যে কথা বলেছেন তা ভয়ানক। আমি জানি না, উনি সত্যি বলছেন কি না। কারণ উনিও একজন অভিযুক্ত। তবে আমরা এর আগেও দেখেছি কলকাতা পুলিশের প্রিজন ভ্যান চাপড়ে অনেকেই অনেকের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। যদিও তাঁদেরকে জেরা করতে আর দেখা যায়নি। তবে এবার সিবিআইয়ের প্রিজন ভ্যান থেকে অভিযোগ এল। আশা করব সিবিআই এই বিষয়টা খতিয়ে দেখবে। যথাযথ লোককে তারা জেরা করবে ।"

Last Updated : Nov 4, 2024, 10:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.