ETV Bharat / international

কোরোনা : অ্যামেরিকায় মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত সাংবাদিকের - US India journalist died due to Corona in Newyork

সংবাদ সংস্থা UNI - এর হয়ে কাজ করতেন । কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল ভারতীয় বংশোদ্ভূত সাংবাদিকের ।

corona
কোরোনা
author img

By

Published : Apr 8, 2020, 3:00 PM IST

ওয়াশিংটন, 8 এপ্রিল : কোরোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্কে মৃত্যু হল ভারতীয় বংশোদ্ভূত সাংবাদিক ব্রাহম কাঞ্চিবোটলা (66)- র । তিনি সংবাদ সংস্থা UNI - এর হয়ে কাজ করতেন ।

মার্চ মাসের 23 তারিখে কোরোনার উপসর্গ দেখা দেয় ব্রাহমের । তারপর থেকে ঘরেই কোয়ারানটাইনে ছিলেন । কিন্তু 28 মার্চ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসাপাতালে ভরতি করতে হয় । সোয়াব নমুনার রিপোর্টে কোরোনা পজ়িটিভ আসে । 31 ডিসেম্বর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয় । গতকাল রাতে তাঁর মৃত্যু হয় ।

1992 সাল থেকে অ্যামেরিকায় পাকাপাকিভাবে থাকা শুরু করেন ব্রাহম । UNI -এর সঙ্গে কাজ করার পাশাপাশি মার্জার মার্কেট নামে একটি পত্রিকার হয়েও লিখতেন তিনি । অ্যামেরিকায় যাওয়ার আগে ভারতের কয়েকটি সংবাদমাধ্যমে কাজ করেছেন । PTI সূত্রে খবর, শুধু তিনি নন, অ্যামেরিকায় ভারতীয় বংশোদ্ভূত আরও অনেকে রয়েছেন যাঁদের শরীরে কোরোনা পাওয়া গেছে । তবে, ঠিক কতজন কোরোনায় আক্রান্ত তার সঠিক কোনও তথ্য পাওয়া যায়নি । এবিষয়ে রাজেন্দ্র দিচপল্লি নামে একজন বলেন, "আমি অবাক যে অ্যামেরিকায় থাকা ভারতীয় কমিউনিটিতেও কোরোনা ছড়িয়ে পড়েছে এভাবে । আমি বিশ্বাসই করতে পারছি না পরিচিত মানুষগুলো একে একে চলে যাবে ।"

এদিকে, জন হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এখনও পর্যন্ত অ্যামেরিকায় প্রায় 4 লাখ মানুষ কোরোনায় আক্রান্ত । মৃত্যু হয়েছে 12 হাজারেরও বেশি মানুষের । তাদের গবেষণায় দাবি করা হয়েছে, মে মাসের মধ্যে অ্যামেরিকায় প্রায় 2 লাখ মানুষের মৃত্যু হতে পারে কোরোনায় ।

ওয়াশিংটন, 8 এপ্রিল : কোরোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্কে মৃত্যু হল ভারতীয় বংশোদ্ভূত সাংবাদিক ব্রাহম কাঞ্চিবোটলা (66)- র । তিনি সংবাদ সংস্থা UNI - এর হয়ে কাজ করতেন ।

মার্চ মাসের 23 তারিখে কোরোনার উপসর্গ দেখা দেয় ব্রাহমের । তারপর থেকে ঘরেই কোয়ারানটাইনে ছিলেন । কিন্তু 28 মার্চ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসাপাতালে ভরতি করতে হয় । সোয়াব নমুনার রিপোর্টে কোরোনা পজ়িটিভ আসে । 31 ডিসেম্বর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয় । গতকাল রাতে তাঁর মৃত্যু হয় ।

1992 সাল থেকে অ্যামেরিকায় পাকাপাকিভাবে থাকা শুরু করেন ব্রাহম । UNI -এর সঙ্গে কাজ করার পাশাপাশি মার্জার মার্কেট নামে একটি পত্রিকার হয়েও লিখতেন তিনি । অ্যামেরিকায় যাওয়ার আগে ভারতের কয়েকটি সংবাদমাধ্যমে কাজ করেছেন । PTI সূত্রে খবর, শুধু তিনি নন, অ্যামেরিকায় ভারতীয় বংশোদ্ভূত আরও অনেকে রয়েছেন যাঁদের শরীরে কোরোনা পাওয়া গেছে । তবে, ঠিক কতজন কোরোনায় আক্রান্ত তার সঠিক কোনও তথ্য পাওয়া যায়নি । এবিষয়ে রাজেন্দ্র দিচপল্লি নামে একজন বলেন, "আমি অবাক যে অ্যামেরিকায় থাকা ভারতীয় কমিউনিটিতেও কোরোনা ছড়িয়ে পড়েছে এভাবে । আমি বিশ্বাসই করতে পারছি না পরিচিত মানুষগুলো একে একে চলে যাবে ।"

এদিকে, জন হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এখনও পর্যন্ত অ্যামেরিকায় প্রায় 4 লাখ মানুষ কোরোনায় আক্রান্ত । মৃত্যু হয়েছে 12 হাজারেরও বেশি মানুষের । তাদের গবেষণায় দাবি করা হয়েছে, মে মাসের মধ্যে অ্যামেরিকায় প্রায় 2 লাখ মানুষের মৃত্যু হতে পারে কোরোনায় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.