ETV Bharat / international

এবার কোরোনার প্রকোপ বাড়বে অ্যামেরিকায়, আশঙ্কা WHO-র - কোরোনাভাইরাস খবর

অ্যামেরিকায় কোরোনা আক্রান্তের ক্রমবর্ধমান সংখ্যা দেখে শঙ্কিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৷ কোরোনার নতুন উপকেন্দ্রে পরিণত হতে পারে অ্যামেরিকা ৷ মনে করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র মার্গারেট হ্যারিস ৷

Coronavirus Update
কোরোনাভাইরাস আপডেট
author img

By

Published : Mar 25, 2020, 2:17 PM IST

ওয়াশিংটন, 25 মার্চ: কোরোনা ভাইরাসের প্রকোপ বাড়তে চলেছে অ্যামেরিকায় ৷ ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়তে পারে বিশ্বের সর্বশক্তিমান দেশ, আশঙ্কা প্রকাশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৷

গত 24 ঘন্টায় বিশ্বজুড়ে কোরোনায় নতুন করে সংক্রমণের 85 শতাংশ ঘটনাই ইউরোপ ও অ্যামেরিকায় ঘটেছে ৷ এর মধ্যে 40 শতাংশ আক্রান্তই অ্যামেরিকার বাসিন্দা ৷ জেনেভাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র মার্গারেট হ্যারিস বলেন, ‘‘অ্যামেরিকায় সংক্রমণের সংখ্যা ক্রমাগত বাড়ছে ৷তাই কোরোনার প্রকোপ বাড়ার আশঙ্কাও বাড়ছে ৷’’

194টি দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বর্তমানে সাড়ে তিন লাখ ছাড়িয়েছে ৷ মৃত্যু হয়েছে 18 হাজারেরও বেশি মানুষের ৷ ইট্যালিতে আক্রান্ত ও মৃত সংখ্যাই বাড়ছে তরতরিয়ে ৷ এখনও অবধি ইট্যালিতে আক্রান্তের সংখ্যা 69,176, মৃত 6820 জন ৷ অ্যামেরিকাতে আক্রান্তের সংখ্যা প্রায় 55 হাজার, মারা গিয়েছেন 786জন ৷ এরপরই তালিকায় রয়েছে স্পেনের নাম, আক্রান্তের সংখ্যা পৌছেছে 42 হাজারে, মৃত 2,991 জন ৷

ইরানে এখনও পর্যন্ত কোরোনা আক্রান্তের সংখ্যা 24,811 ৷ মারা গিয়েছেন 1934 জন ৷ ফ্রান্সে আক্রান্তের সংখ্যা 22,304 জন, মৃত 1100 জন ৷

অলিম্পিকের 124 বছরের ইতিহাসে এই প্রথম সময়ের রদবদল হল ৷ কোরোনার প্রভাবে এক বছরের জন্য পিছিয়ে গেল টোকিয়ো অলিম্পিক ৷ চলতি বছরের 24 জুলাইয়ের বদলে 2021 সালে অনুষ্ঠিত হবে অলিম্পিক ৷

এখনও পর্যন্ত ভারতে আক্রান্তের সংখ্যা 562, মারা গিয়েছেন 10 জন ৷ সংক্রমণ রুখতে আগামী 21 দিনের জন্য গোটা দেশজুড়ে লকডাউনের নোটিশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ভারত জনসংখ্যার পরিসংখ্যানে চিনের পরই ৷ সেকথা মাথায় রেখে, গবেষকদের মতে ভারতে কোরোনা প্রতিরোধে কঠোর পদক্ষেপ না নিলে আক্রান্তের সংখ্যা এক লাফে বাড়তে পারে অনেকটা ৷ সংক্রমণ রোধে লকডাউনের পাশাপাশি পরিবহন ব্যবস্থাও স্থগিত রাখা হয়েছে ৷

ওয়াশিংটন, 25 মার্চ: কোরোনা ভাইরাসের প্রকোপ বাড়তে চলেছে অ্যামেরিকায় ৷ ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়তে পারে বিশ্বের সর্বশক্তিমান দেশ, আশঙ্কা প্রকাশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৷

গত 24 ঘন্টায় বিশ্বজুড়ে কোরোনায় নতুন করে সংক্রমণের 85 শতাংশ ঘটনাই ইউরোপ ও অ্যামেরিকায় ঘটেছে ৷ এর মধ্যে 40 শতাংশ আক্রান্তই অ্যামেরিকার বাসিন্দা ৷ জেনেভাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র মার্গারেট হ্যারিস বলেন, ‘‘অ্যামেরিকায় সংক্রমণের সংখ্যা ক্রমাগত বাড়ছে ৷তাই কোরোনার প্রকোপ বাড়ার আশঙ্কাও বাড়ছে ৷’’

194টি দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বর্তমানে সাড়ে তিন লাখ ছাড়িয়েছে ৷ মৃত্যু হয়েছে 18 হাজারেরও বেশি মানুষের ৷ ইট্যালিতে আক্রান্ত ও মৃত সংখ্যাই বাড়ছে তরতরিয়ে ৷ এখনও অবধি ইট্যালিতে আক্রান্তের সংখ্যা 69,176, মৃত 6820 জন ৷ অ্যামেরিকাতে আক্রান্তের সংখ্যা প্রায় 55 হাজার, মারা গিয়েছেন 786জন ৷ এরপরই তালিকায় রয়েছে স্পেনের নাম, আক্রান্তের সংখ্যা পৌছেছে 42 হাজারে, মৃত 2,991 জন ৷

ইরানে এখনও পর্যন্ত কোরোনা আক্রান্তের সংখ্যা 24,811 ৷ মারা গিয়েছেন 1934 জন ৷ ফ্রান্সে আক্রান্তের সংখ্যা 22,304 জন, মৃত 1100 জন ৷

অলিম্পিকের 124 বছরের ইতিহাসে এই প্রথম সময়ের রদবদল হল ৷ কোরোনার প্রভাবে এক বছরের জন্য পিছিয়ে গেল টোকিয়ো অলিম্পিক ৷ চলতি বছরের 24 জুলাইয়ের বদলে 2021 সালে অনুষ্ঠিত হবে অলিম্পিক ৷

এখনও পর্যন্ত ভারতে আক্রান্তের সংখ্যা 562, মারা গিয়েছেন 10 জন ৷ সংক্রমণ রুখতে আগামী 21 দিনের জন্য গোটা দেশজুড়ে লকডাউনের নোটিশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ভারত জনসংখ্যার পরিসংখ্যানে চিনের পরই ৷ সেকথা মাথায় রেখে, গবেষকদের মতে ভারতে কোরোনা প্রতিরোধে কঠোর পদক্ষেপ না নিলে আক্রান্তের সংখ্যা এক লাফে বাড়তে পারে অনেকটা ৷ সংক্রমণ রোধে লকডাউনের পাশাপাশি পরিবহন ব্যবস্থাও স্থগিত রাখা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.