ETV Bharat / international

Afghanistan-Taliban : তালিবানের আফগানিস্তান দখলে মদত ছিল পাক গোয়েন্দাদের, দাবি মার্কিন কংগ্রেস সদস্যর - Republican Congressman

রবিবার হিন্দু পলিটিকল্যাল অ্যাকশন কমিটির এক ভার্চুয়াল সমাবেশে ভাষণ দেন রিপাবলিকান কংগ্রেস সদস্য স্টিভ চ্যাবট ৷ সেখানেই তিনি এই মন্তব্য করেন ৷

us claimed pakistan intelligence agency played key role in taliban takeover of afghanistan
তালিবানের আফগানিস্তান দখলে মদত ছিল পাক গোয়েন্দাদের, দাবি মার্কিন যুক্তরাষ্ট্রের
author img

By

Published : Aug 23, 2021, 1:13 PM IST

ওয়াশিংটন, 23 অগস্ট : আফগানিস্তান (Afghanistan) দখলে তালিবানকে (Taliban) মদত দিয়েছে পাকিস্তান (Pakistan) এবং তাদের গোয়েন্দা সংস্থা (Pakistan Intelligence) ৷ এমনই অভিযোগ করেছেন এক শীর্ষ রিপাবলিকান কংগ্রেসম্যান (Republican Congressman) ৷ মার্কিন কংগ্রেসের এই সদস্য জানিয়েছেন, ইসলামাবাদে (Islamabad) যেভাবে তালিবানের আফগানিস্তান দখলের উৎসব পালন করা হয়েছে, তা দেখেই তিনি এই মন্তব্য করছেন ৷

রবিবার হিন্দু পলিটিকল্যাল অ্যাকশন কমিটির (Hindu Political Action Committee) একটি ভার্চুয়াল সমাবেশ অনুষ্ঠিত হয় ৷ সেখানেই ভাষণ দেওয়ার সময় এই কথা বলেন স্টিভ চ্যাবট নামে ওই কংগ্রেস সদস্য ৷ তিনি ইন্ডিয়া ককাসেরও যুগ্ম চেয়ারম্যান ৷ তিনি ওই সমাবেশ থেকে ভারত সরকারকে (Indian Government) ধন্যবাদ দেন আফগানিস্তানের ধর্মীয় সংখ্যালঘুদের (Religious Minority) স্থান দেওয়ার জন্য ৷ কারণ, আফিগানিস্তানের ধর্মীয় সংখ্যালঘুদের উপর তালিবানরা অত্যাচার করতই ৷

আরও পড়ুন : Panjshir Valley : পঞ্জশিরের দিকে এগোচ্ছে কয়েকশো তালিবান, তৈরি মাসুদরাও

ধর্মীয় সংখ্যালঘুদের সঙ্গে পাকিস্তানেও সঠিক ব্যবহার করা হয় না বলে তিনি অভিযোগ করেছেন ৷ তাঁর দাবি, ধর্মীয় সংখ্যালঘুদের সেখানে অপহরণ করে জোর করে ধর্মান্তরিত করা হয় ৷ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নাবালিকাদের বয়স্ক মুসলিমদের সঙ্গে জোর করে বিয়ে দিয়ে দেওয়া হয় ৷ একই সঙ্গে তাঁর অভিযোগ, এই বিষয়টি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে (USA) সেভাবে গুরুত্ব দেওয়া হয় না ৷ তাঁদের দেশে এই অত্যাচার নিয়ে সচেতনতা গড়ে তোলা উচিত বলে তিনি মনে করেন ৷

কেন তিনি এই কথা বলছেন, তার ব্যাখ্যাও দিয়েছেন স্টিভ চ্যাবট ৷ তিনি জানিয়েছেন, অনেক সংবাদমাধ্যমে এই নিয়ে সংবাদ প্রকাশিত হয় ৷ বিভিন্ন মানবাধিকার সংগঠন এই নিয়ে তথ্যও প্রকাশ করে ৷ সেখানেই পাকিস্তানে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচারের নানা হৃদয় বিদারক খবর সামনে আসে ৷ তার পরও গোটা বিষয়টিকে বারবার উপেক্ষা করা হয় ৷

আরও পড়ুন : Masood Azhar : তালিবানের কব্জায় আফগানিস্তান, আনন্দের সীমা নেই জইশ প্রধানের

তবে তিনি জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ছয় মিলিয়ন বা 60 লক্ষ হিন্দু বসবাস করেন ৷ যাঁরা ওই দেশের অবিচ্ছেদ্য অঙ্গ ৷ তিনি বলেন, ‘‘কাজ নিয়ে নীতিবোধ এবং উচ্চশিক্ষার জেরে হিন্দু আমেরিকানদের স্বপ্ন পূরণ করছে ৷ এর ফলে সারা দেশে হিন্দুদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক ভূমিকায় দেখা যাচ্ছে ৷ বিভিন্ন ভাবে তাঁরা সমাজে অবদানও রাখছেন ৷’’

ওয়াশিংটন, 23 অগস্ট : আফগানিস্তান (Afghanistan) দখলে তালিবানকে (Taliban) মদত দিয়েছে পাকিস্তান (Pakistan) এবং তাদের গোয়েন্দা সংস্থা (Pakistan Intelligence) ৷ এমনই অভিযোগ করেছেন এক শীর্ষ রিপাবলিকান কংগ্রেসম্যান (Republican Congressman) ৷ মার্কিন কংগ্রেসের এই সদস্য জানিয়েছেন, ইসলামাবাদে (Islamabad) যেভাবে তালিবানের আফগানিস্তান দখলের উৎসব পালন করা হয়েছে, তা দেখেই তিনি এই মন্তব্য করছেন ৷

রবিবার হিন্দু পলিটিকল্যাল অ্যাকশন কমিটির (Hindu Political Action Committee) একটি ভার্চুয়াল সমাবেশ অনুষ্ঠিত হয় ৷ সেখানেই ভাষণ দেওয়ার সময় এই কথা বলেন স্টিভ চ্যাবট নামে ওই কংগ্রেস সদস্য ৷ তিনি ইন্ডিয়া ককাসেরও যুগ্ম চেয়ারম্যান ৷ তিনি ওই সমাবেশ থেকে ভারত সরকারকে (Indian Government) ধন্যবাদ দেন আফগানিস্তানের ধর্মীয় সংখ্যালঘুদের (Religious Minority) স্থান দেওয়ার জন্য ৷ কারণ, আফিগানিস্তানের ধর্মীয় সংখ্যালঘুদের উপর তালিবানরা অত্যাচার করতই ৷

আরও পড়ুন : Panjshir Valley : পঞ্জশিরের দিকে এগোচ্ছে কয়েকশো তালিবান, তৈরি মাসুদরাও

ধর্মীয় সংখ্যালঘুদের সঙ্গে পাকিস্তানেও সঠিক ব্যবহার করা হয় না বলে তিনি অভিযোগ করেছেন ৷ তাঁর দাবি, ধর্মীয় সংখ্যালঘুদের সেখানে অপহরণ করে জোর করে ধর্মান্তরিত করা হয় ৷ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নাবালিকাদের বয়স্ক মুসলিমদের সঙ্গে জোর করে বিয়ে দিয়ে দেওয়া হয় ৷ একই সঙ্গে তাঁর অভিযোগ, এই বিষয়টি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে (USA) সেভাবে গুরুত্ব দেওয়া হয় না ৷ তাঁদের দেশে এই অত্যাচার নিয়ে সচেতনতা গড়ে তোলা উচিত বলে তিনি মনে করেন ৷

কেন তিনি এই কথা বলছেন, তার ব্যাখ্যাও দিয়েছেন স্টিভ চ্যাবট ৷ তিনি জানিয়েছেন, অনেক সংবাদমাধ্যমে এই নিয়ে সংবাদ প্রকাশিত হয় ৷ বিভিন্ন মানবাধিকার সংগঠন এই নিয়ে তথ্যও প্রকাশ করে ৷ সেখানেই পাকিস্তানে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচারের নানা হৃদয় বিদারক খবর সামনে আসে ৷ তার পরও গোটা বিষয়টিকে বারবার উপেক্ষা করা হয় ৷

আরও পড়ুন : Masood Azhar : তালিবানের কব্জায় আফগানিস্তান, আনন্দের সীমা নেই জইশ প্রধানের

তবে তিনি জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ছয় মিলিয়ন বা 60 লক্ষ হিন্দু বসবাস করেন ৷ যাঁরা ওই দেশের অবিচ্ছেদ্য অঙ্গ ৷ তিনি বলেন, ‘‘কাজ নিয়ে নীতিবোধ এবং উচ্চশিক্ষার জেরে হিন্দু আমেরিকানদের স্বপ্ন পূরণ করছে ৷ এর ফলে সারা দেশে হিন্দুদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক ভূমিকায় দেখা যাচ্ছে ৷ বিভিন্ন ভাবে তাঁরা সমাজে অবদানও রাখছেন ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.