ওয়াশিংটন, 28 ফেব্রুয়ারি: জরুরি ব্যবহারের জন্য জনসন অ্যান্ড জনসনের কোভিড টিকাকে অনুমোদন দিল আমেরিকা । ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এই টিকাকে সবুজ সঙ্কেত দেওয়ার আগে জানিয়েছে, কোভিড 19 প্রতিরোধে দারুণ কার্যকরী এই সিঙ্গল শট ভ্যাকসিন ।
এই ঘটনায় উচ্ছ্বসিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিবৃতি দিয়ে বলেছেন, ''সব আমেরিকানদের জন্য এটা দারুণ আনন্দের খবর। সংকট কাটাতে এটা খুবই আশাপ্রদ অগ্রগতি ।'' তবে ভাইরাসের নয়া ভ্যারিয়েন্টের কথা মনে করিয়ে দিয়ে টিকাকরণের পাশাপাশি সোশ্যাল ডিসট্যানসিং ও মাস্ক ব্যবহারের মতো নিয়মগুলিও মেনে চলার জন্য মানুষের কাছে আহ্বান জানিয়েছেন তিনি । করোনাভাইরাস এখনও পর্যন্ত আমেরিকায় কেড়ে নিয়েছে পাঁচ লক্ষেরও বেশি মানুষের প্রাণ ।
আমেরিকায় জনসন অ্যান্ড জনসনের টিকা তৃতীয় টিকা হিসেবে সংযোজিত হল, যা সে দেশের টিকাকারণকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে । বৃহত্তর ক্লিনিক্যাল ট্রায়ালে আমেরিকায় 85.9 শতাংশ, দক্ষিণ আফ্রিকায় 81.7 শতাংশ ও ব্রাজ়িলে 87.6 শতাংশ ক্ষেত্রে নিজের দক্ষতা প্রমাণ করেছে এই টিকা। ট্রায়ালে 39,321 জনের উপর প্রয়োগ করা হয়েছে এই টিকা । এর আগে, গত ডিসেম্বরে অনুমোদন পায় ফাইজার ও মডার্নার টিকা ।
আরও পড়ুন: বেসরকারি হাসপাতালে করোনার টিকা 250 টাকার মধ্যে, জানাল কেন্দ্র
তবে ফাইজার ও মডার্নার টিকা জনসন অ্যান্ড জনসনের টিকার থেকে বেশি কার্যকরী । কোভিড 19-এর সব ধরনের ভ্যারিয়েন্টের উপর প্রথম দুটি টিকার দুটি ডোজের সাফল্যের হার 95 শতাংশ । তবে এই তিনটি টিকাই হাসপাতালে ভর্তি হওয়া বা মৃত্যুর ঘটনার থেকে সম্পূর্ণ সুরক্ষিত বলে দাবি করা হয়েছে ।