ETV Bharat / international

চিন-ভারত দ্বন্দ্ব নিয়ে মোদি অখুশি জানিয়ে ফের মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্পের - ভারত-চিন সীমান্ত বিতর্ক

চিনের সঙ্গে ভারতের উত্তেজনা ক্রমশ বেড়ে চলেছে । তাই এই বিষয়ে দুই দেশের মধ্যে মধ্যস্থতা করার জন্য প্রস্তাব দিয়েছিলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । গতকাল ফের মধ্যস্থতার প্রস্তাব দেন তিনি । ট্রাম্প জানান, ভারত ও চিনের মধ্যে সীমান্ত নিয়ে যে দ্বন্দ্ব চলছে তা নিয়ে ভালো মুডে নেই নরেন্দ্র মোদি ।

Donald Trump
ডোনাল্ড ট্রাম্প
author img

By

Published : May 29, 2020, 11:02 AM IST

ওয়াশিংটন, 29 মে : পূর্ব লাদাখের নিয়ন্ত্রণ রেখায় চিনের সঙ্গে ভারতের উত্তেজনা ক্রমশ বেড়ে চলেছে । তাই এই বিষয়ে দুই দেশের মধ্যে মধ্যস্থতা করার জন্য প্রস্তাব দিয়েছিলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । গতকাল ফের মধ্যস্থতার প্রস্তাব দেন তিনি । ট্রাম্প জানান, ভারত ও চিনের মধ্যে সীমান্ত নিয়ে যে দ্বন্দ্ব চলছে তা নিয়ে ভালো মুডে নেই নরেন্দ্র মোদি । তাই তিনি এই বিষয়ে অ্যামেরিকাকে মধ্যস্থতা করতে দেওয়া হোক ।

গতকাল সংবাদমাধ্যমকে ট্রাম্প বলেন, "ভারত ও চিনের মধ্যে বিরাট দ্বন্দ্ব চলছে । দুই দেশেই 1.4 বিলিয়ন করে মানুষ বসবাস করেন । দুই দেশেরই সেনা শক্তিশালী । এই দ্বন্দ্ব নিয়ে ভারত এখন খুশি নয় । আর চিনও সম্ভবত অখুশি ।" এরপরেই তিনি বলেন, "আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছি । চিনের সঙ্গে তাদের যে দ্বন্দ্ব চলছে তা নিয়ে তিনি খুশি নন ।"

বুধবার (27 মে) চিনের তরফে বলা হয় ভারতে সীমান্তের সঙ্গে পরিস্থিতি স্থিতিশীল ও নিয়ন্ত্রণযোগ্য । এরপরেই ভারত-চিন দ্বন্দ্ব নিয়ে মধ্যস্থতার প্রস্তাব দেন ডোনাল্ড ট্রাম্প । তাঁর সেই প্রস্তাব এখনও বজায় রয়েছে কি না সাংবাদিকরা জিজ্ঞাসা করেন । তাতে সম্মতি জানিয়ে ট্রাম্প বলেন, "আমি মধ্যস্থতা করতে পারি । যদি তারা মনে করেন মধ্যস্থতার প্রয়োজন । তাহলে আমি তা করতে পারি ।" পাশাপাশি তিনি মোদির প্রশংসা করে বলেন, "ভারতে আমাকে সবাই পছন্দ করে । আমার মনে হয় অ্যামেরিকায় সংবাদমাধ্যম যত না আমায় পছন্দ করে তার থেকে বেশি আমায় ভারতে মানুষ পছন্দ করে । আর আমি মোদিকে পছন্দ করি । আমি তাঁকে খুবই পছন্দ করি । তিনি দুর্দান্ত ব্যক্তি ।"

ভারতের তরফেও বুধবার বলা হয় যে, চিনের সঙ্গে সীমান্ত সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধানের কাজে ব্যস্ত রয়েছে দেশ । ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, "সমস্যা সমাধানে সামরিক ও কূটনৈতিক স্তরে দু'পক্ষই ব্যবস্থা গ্রহণ করেছে । যার ফলে কথাবার্তার মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব । " চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র জ়াও লিজ়িয়াংও একই কথা বলেন ।

5 মে পূর্ব লাদাখে প্রায় 250 জন চিন ও ভারত সেনা মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয় । এরপরেই দু'দেশের সম্পর্কে অবনতি হয় । এই সংঘর্ষে 100-র বেশি ভারতীয় ও চিন সেনার জওয়ান জখম হন । 9 মে উত্তর সিকিমেও একই ঘটনা ঘটে ।

3 হাজার 488 কিলোমিটার দীর্ঘ নিয়ন্তণরেখায় ভারত-চিন সীমান্ত বিতর্ক রয়েছে । চিনের দাবি, অরুণাচলপ্রদেশ দক্ষিণ তিব্বতের অংশ । অন্যদিকে ভারত এর বিরোধী ।

ওয়াশিংটন, 29 মে : পূর্ব লাদাখের নিয়ন্ত্রণ রেখায় চিনের সঙ্গে ভারতের উত্তেজনা ক্রমশ বেড়ে চলেছে । তাই এই বিষয়ে দুই দেশের মধ্যে মধ্যস্থতা করার জন্য প্রস্তাব দিয়েছিলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । গতকাল ফের মধ্যস্থতার প্রস্তাব দেন তিনি । ট্রাম্প জানান, ভারত ও চিনের মধ্যে সীমান্ত নিয়ে যে দ্বন্দ্ব চলছে তা নিয়ে ভালো মুডে নেই নরেন্দ্র মোদি । তাই তিনি এই বিষয়ে অ্যামেরিকাকে মধ্যস্থতা করতে দেওয়া হোক ।

গতকাল সংবাদমাধ্যমকে ট্রাম্প বলেন, "ভারত ও চিনের মধ্যে বিরাট দ্বন্দ্ব চলছে । দুই দেশেই 1.4 বিলিয়ন করে মানুষ বসবাস করেন । দুই দেশেরই সেনা শক্তিশালী । এই দ্বন্দ্ব নিয়ে ভারত এখন খুশি নয় । আর চিনও সম্ভবত অখুশি ।" এরপরেই তিনি বলেন, "আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছি । চিনের সঙ্গে তাদের যে দ্বন্দ্ব চলছে তা নিয়ে তিনি খুশি নন ।"

বুধবার (27 মে) চিনের তরফে বলা হয় ভারতে সীমান্তের সঙ্গে পরিস্থিতি স্থিতিশীল ও নিয়ন্ত্রণযোগ্য । এরপরেই ভারত-চিন দ্বন্দ্ব নিয়ে মধ্যস্থতার প্রস্তাব দেন ডোনাল্ড ট্রাম্প । তাঁর সেই প্রস্তাব এখনও বজায় রয়েছে কি না সাংবাদিকরা জিজ্ঞাসা করেন । তাতে সম্মতি জানিয়ে ট্রাম্প বলেন, "আমি মধ্যস্থতা করতে পারি । যদি তারা মনে করেন মধ্যস্থতার প্রয়োজন । তাহলে আমি তা করতে পারি ।" পাশাপাশি তিনি মোদির প্রশংসা করে বলেন, "ভারতে আমাকে সবাই পছন্দ করে । আমার মনে হয় অ্যামেরিকায় সংবাদমাধ্যম যত না আমায় পছন্দ করে তার থেকে বেশি আমায় ভারতে মানুষ পছন্দ করে । আর আমি মোদিকে পছন্দ করি । আমি তাঁকে খুবই পছন্দ করি । তিনি দুর্দান্ত ব্যক্তি ।"

ভারতের তরফেও বুধবার বলা হয় যে, চিনের সঙ্গে সীমান্ত সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধানের কাজে ব্যস্ত রয়েছে দেশ । ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, "সমস্যা সমাধানে সামরিক ও কূটনৈতিক স্তরে দু'পক্ষই ব্যবস্থা গ্রহণ করেছে । যার ফলে কথাবার্তার মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব । " চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র জ়াও লিজ়িয়াংও একই কথা বলেন ।

5 মে পূর্ব লাদাখে প্রায় 250 জন চিন ও ভারত সেনা মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয় । এরপরেই দু'দেশের সম্পর্কে অবনতি হয় । এই সংঘর্ষে 100-র বেশি ভারতীয় ও চিন সেনার জওয়ান জখম হন । 9 মে উত্তর সিকিমেও একই ঘটনা ঘটে ।

3 হাজার 488 কিলোমিটার দীর্ঘ নিয়ন্তণরেখায় ভারত-চিন সীমান্ত বিতর্ক রয়েছে । চিনের দাবি, অরুণাচলপ্রদেশ দক্ষিণ তিব্বতের অংশ । অন্যদিকে ভারত এর বিরোধী ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.