ওয়াশিংটন, 25 অগাস্ট : অ্যামেরিকার প্রেসিডেন্ট পদের জন্য দ্বিতীয়বার প্রার্থী হিসেবে মনোনীত হলেন ডোনাল্ড ট্রাম্প ।রিপাবলিকান পার্টির তরফে ট্রাম্পকে দ্বিতীয়বার মনোনীত করা হয় । সোমবার হোয়াইট হাউজ়ের তরফে একথা জানানো হয়েছে । রিপাবলিকান ন্যাশনাল কমিটির চেয়ার ওম্যান রন্না ম্যাকড্যানিয়েল টুইটে জানান, "ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট পদে, মাইক পেন্সকে ভাইস প্রেসিডেন্ট পদের জন্য পুনরায় মনোনীত করা হল ।"
সূত্রের খবর, প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার শার্লটের কনভেনশন হলে সারপ্রাইজ় ভিজ়িট করেন । সেখানে কোরোনা ভাইরাস নিয়ে প্রশাসনিক আধিকারিকদের জবাব দেন তিনি । বলেন, "প্যানডেমিকের আগে অ্যামেরিকার অর্থনৈতিক অবস্থা যেরকম ছিল, সেই জায়গায় দেশকে নিয়ে যাব ।" ট্রাম্প আরও বলেন, "আমরা যা করতে চলেছি তা কেউ কখনও দেখেনি । কিন্তু একতার মাধ্যমেই সাফল্য আসতে পারে ।" ট্রাম্পের আগে সোমবার অ্যামেরিকার প্রেসিডেন্ট মাইক পেন্স কনভেনশন হলে বক্তব্য রাখেন । তিনি বলেন, "আমরা আরও একবার অ্যামেরিকাকে উচ্চস্তরে নিয়ে যাব । এবার সময় এসেছে প্রেসিডেন্টকে আবার চার বছরের জন্য নির্বাচিত করার ।" গত সপ্তাহের বৃহস্পতিবার ডেমোক্র্যাটিক পার্টির তরফs প্রেসিডেন্ট পদের জন্য মনোনীত হন জো বিডেন । তবে এবারের নির্বাচন ট্রাম্পের জন্য সহজ হবে না । সমীক্ষা বলছে, অ্যামেরিকার মাত্র 23 শতাংশ মানুষ বিশ্বাস করেন দেশ সঠিক নির্দেশিকায় পরিচালিত হচ্ছে । অন্যদিকে 75 শতাংশ মানুষ ভাবছেন অ্যামেরিকা সঠিক পথে এগোচ্ছে না । যার জন্য রিপাবলিকান পার্টির তরফে ম্যাকড্যানিয়েলকে বলতে শোনা যায়, "একমাত্র একজন মানুষ অ্যামেরিকাবাসীর কথা চিন্তা করছেন এবং তাঁদের জন্য বাস্তবে লড়াই চালিয়ে যাচ্ছেন । তিনি হলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । "
কোরোনা ভাইরাসের পরিস্থিতিতে প্রেসিডেন্ট নির্বাচনে অনেক কিছু পরিবর্তন করা হয়েছে । 50টি স্টেট থেকে 336 জন ডেলিগেট নির্বাচনে অংশ নেবেন । তাঁরা আড়াই হাজার নিয়মিত ডেলিগেটের হয়ে ভোট দেবেন বলে জানা গেছে । পাশাপাশি স্বাস্থ্য সংক্রান্ত পদক্ষেপের জন্য 42 পাতার একটি পরিকল্পনা দেওয়া হয়েছে । নির্বাচনের আগে প্রত্যেককে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে । নির্বাচনের সময় সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক । এমনকী নির্বাচনের জন্য পৌঁছানোর পর ডেলিগেটদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে । পাশাপাশি মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে । হোয়াইট হাউসজ় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প রোজ় গার্ডেন থেকে বক্তব্য রাখবেন । বাল্টিমোরের ফোর্ট ম্যাকহেনরি থেকে বুধবার বক্তব্য রাখবেন পেন্স । বৃহস্পতিবার সমর্থকদের উদ্দেশে সাউথ লন থেকে বক্তব্য রাখবেন ডোনাল্ড ট্রাম্প ।