ETV Bharat / international

হাসপাতাল থেকে ছাড়া পেয়ে প্রথম জনসমক্ষে ট্রাম্প - Trump held his first public event

2 অক্টোবর অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ চারদিন হাসপাতালে ছিলেন । সেখান থেকে ছাড়া পাওয়ার পর জনসমক্ষে 18 মিনিটের ভাষণ দিলেন তিনি ৷

ছবি
ছবি
author img

By

Published : Oct 11, 2020, 11:11 AM IST

Updated : Oct 11, 2020, 3:15 PM IST

ওয়াশিংটন, 11 অক্টোবর : সামনেই নির্বাচন ৷ আর সে কারণে প্রচারে কোনও খামতি রাখতে চাইছেন না অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ কোরোনায় আক্রান্ত হওয়ার পরে গতকাল প্রথম জনসমক্ষে উপস্থিত হলেন তিনি ৷ হোয়াইট হাউজ় থেকে হাত নাড়লেন সাধারণ জনগণের উদ্দেশে ৷ মাস্ক সরিয়ে অভিবাদন জানালেন শহরবাসীকে ৷

পাঁচদিন আগে ওয়াল্টার রিড মেডিকেল সেন্টার থেকে ছাড়া পেয়েছেন ট্রাম্প ৷ যদিও, ওয়াইট হাউজ়ের তরফে পরিষ্কার করে কিছুই বলা হচ্ছে না আদৌ তিনি কোরোনামুক্ত হয়েছেন কি না ৷ সমস্ত বিষয়টি নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা ৷ এখনও তাঁর হাতে ব্যন্ডেজ বাধা রয়েছে ৷ সম্ভবত সেটি কোনও ইনজেকশনের জন্য ৷

ট্রাম্পের বক্তব্য

গতকাল জনসমক্ষে 18 মিনিট ভাষণ দিয়েছেন ট্রাম্প ৷ যা কি না অন্যদিনের তুলনায় অনেক কম ৷ খুবই সংক্ষেপে নিজের বক্তৃতা শেষ করেছেন ৷ যদিও, সরকারি প্রচার মাধ্যম হিসেবেই এদিনের সভায় বিল দেওয়া হয় ৷ তবে, সেখানে ট্রাম্প কোনও নীতির কথা বলেননি ৷ সভা থেকে ডেমোক্র্যাট প্রার্থী জো-বিডেনকে আক্রমণ করেন তিনি ৷

বক্তৃতার শুরুতেই তিনি বলেন , " দারুণ লাগছে এখন।" এরপর তিনি ধন্যবাদ জানান তাঁর অনুরাগীদের যাঁরা তাঁর সেরে ওঠার জন্য প্রার্থনা করেছেন ৷ পাশাপাশি তিনি বলেছেন, এই মহামারিতে দুই লাখের মতো অ্যামেরিকান প্রাণ হারিয়েছেন ৷

তবে, কোরোনা নিয়ে এর আগে একাধিক বিতর্কে জড়িয়েছেন প্রেসিডেন্ট ৷ রিপোর্ট আসার আগে হাসপাতালের বাইরে তাঁকে গাড়ি করে ঘুরতেও দেখা যায় ৷ পাশাপাশি কোরোনাকে সাধারণ জ্বরের সঙ্গে তুলনা করায় বিতর্ক ছড়ায় ৷ ফেসবুক ও টুইটার থেকে উঠিয়ে নেওয়া হয় তাঁর পোস্ট ৷

ওয়াশিংটন, 11 অক্টোবর : সামনেই নির্বাচন ৷ আর সে কারণে প্রচারে কোনও খামতি রাখতে চাইছেন না অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ কোরোনায় আক্রান্ত হওয়ার পরে গতকাল প্রথম জনসমক্ষে উপস্থিত হলেন তিনি ৷ হোয়াইট হাউজ় থেকে হাত নাড়লেন সাধারণ জনগণের উদ্দেশে ৷ মাস্ক সরিয়ে অভিবাদন জানালেন শহরবাসীকে ৷

পাঁচদিন আগে ওয়াল্টার রিড মেডিকেল সেন্টার থেকে ছাড়া পেয়েছেন ট্রাম্প ৷ যদিও, ওয়াইট হাউজ়ের তরফে পরিষ্কার করে কিছুই বলা হচ্ছে না আদৌ তিনি কোরোনামুক্ত হয়েছেন কি না ৷ সমস্ত বিষয়টি নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা ৷ এখনও তাঁর হাতে ব্যন্ডেজ বাধা রয়েছে ৷ সম্ভবত সেটি কোনও ইনজেকশনের জন্য ৷

ট্রাম্পের বক্তব্য

গতকাল জনসমক্ষে 18 মিনিট ভাষণ দিয়েছেন ট্রাম্প ৷ যা কি না অন্যদিনের তুলনায় অনেক কম ৷ খুবই সংক্ষেপে নিজের বক্তৃতা শেষ করেছেন ৷ যদিও, সরকারি প্রচার মাধ্যম হিসেবেই এদিনের সভায় বিল দেওয়া হয় ৷ তবে, সেখানে ট্রাম্প কোনও নীতির কথা বলেননি ৷ সভা থেকে ডেমোক্র্যাট প্রার্থী জো-বিডেনকে আক্রমণ করেন তিনি ৷

বক্তৃতার শুরুতেই তিনি বলেন , " দারুণ লাগছে এখন।" এরপর তিনি ধন্যবাদ জানান তাঁর অনুরাগীদের যাঁরা তাঁর সেরে ওঠার জন্য প্রার্থনা করেছেন ৷ পাশাপাশি তিনি বলেছেন, এই মহামারিতে দুই লাখের মতো অ্যামেরিকান প্রাণ হারিয়েছেন ৷

তবে, কোরোনা নিয়ে এর আগে একাধিক বিতর্কে জড়িয়েছেন প্রেসিডেন্ট ৷ রিপোর্ট আসার আগে হাসপাতালের বাইরে তাঁকে গাড়ি করে ঘুরতেও দেখা যায় ৷ পাশাপাশি কোরোনাকে সাধারণ জ্বরের সঙ্গে তুলনা করায় বিতর্ক ছড়ায় ৷ ফেসবুক ও টুইটার থেকে উঠিয়ে নেওয়া হয় তাঁর পোস্ট ৷

Last Updated : Oct 11, 2020, 3:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.