ETV Bharat / international

Canada's parliamentary election : নির্বাচনে জয়ী 17 জন ইন্দো-কানাডিয়ান, সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ ট্রুডো

নির্বাচনে ট্রুডোর পার্টি নির্বাচনে সবচেয়ে বেশি 156টি আসন জিতেছে ৷ 2019 নির্বাচনের থেকে মাত্র একটি আসন কম পেয়েছে ৷ তবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে আরও 14টি আসন দরকার ছিল লিবারেল পার্টির ৷ কারণ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য দরকার 170টি আসনের ৷

Canada's parliamentary election
সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ ট্রুডো
author img

By

Published : Sep 21, 2021, 9:19 PM IST

টরেন্টো, 21 সেপ্টেম্বর : কানাডার সংসদীয় নির্বাচনে জয়ী হলেন নিউ ডেমোক্র্যাটিক পার্টি অর্থাৎ এনডিপি নেতা জগমীত সিংহ এবং প্রতিরক্ষামন্ত্রী হরজিত সজ্জন-সহ 17 জন ইন্দো-কানাডিয়ান ৷ লিবারেল পার্টির নেতা তথা প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো স্ন্যাপ নির্বাচন জিতে ক্ষমতায় ফিরলেও এদিন সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হন ৷

সোমবার সংসদ নির্বাচন জেতে ট্রুডোর লিবারেল পার্টি ৷ কিন্তু মঙ্গলবার তাঁর দল সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয় ৷ এর ফলেই প্রায় দুই বছর আগের ফলাফলই প্রতিফলিত হয় ৷ নির্বাচনে ট্রুডোর পার্টি এবারের নির্বাচনে সবচেয়ে বেশি 156টি আসন জেতে ৷ 2019 নির্বাচনের থেকে মাত্র একটি আসন কম ৷ তবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে আরও 14টি আসন দরকার ছিল লিবারেল পার্টির ৷ কারণ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য দরকার 170টি আসনের ৷

এ নিয়ে এটি ট্রুডোর তৃতীয় সংসদ নির্বাচনে জয় ৷ প্রধান বিরোধী কনজারভেটি পার্টি ৷ এদিন সকালে ভোট গণনা চলাকালীন ট্রুডো তাঁর সমর্থকদের উদেশ্যে বলেছিলেন, "এখনও ভোট গণনা বাকি রয়েছে ৷ তবে মনে হচ্ছে কানাডিয়ানরা আমাদেরই বেছে নিতে চলেছে ৷ তবে নির্বাচনে জিতে সরকার গঠন করলে দেশবাসী হয়ে আমাদের লড়াই করতে হবে ৷ তাদের প্রত্য়াশা পূরণ করতে হবে ৷"

আরও পড়ুন : সর্বকালের রেকর্ড গরম কানাডায়, তাপমাত্রা পৌঁছাল 49.5 ডিগ্রিতে

এনডিপি নেতা জগমীত সিং প্রধানমন্ত্রী ট্রুডোকে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন ৷ একই সঙ্গে তিনি বলেন, "আমি বলতে চাই, কানাডিয়ানদের মতামত আপনার পক্ষে গেলেও তারা জানিয়েছেন, লড়াই চালিয়ে যাওয়ার জন্য আপনি নিউ ডেমোক্র্যাটদের উপর নির্ভর করতে পারেন। যেমন আমরা মহামারীতে আপনার পক্ষে লড়াই করেছি, কঠিন সময়ে মানুষ যখন লড়াই করছিল এবং তাঁরা ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিল তখন আমরা আপনার পাশে ছিলাম ৷" এনডিপি নেতা ছাড়াও ট্রুডোর দলের তিন ইন্দো-কানাডিয়ান মন্ত্রীও নির্বাচনে জয়ী হয়েছেন ৷

টরেন্টো, 21 সেপ্টেম্বর : কানাডার সংসদীয় নির্বাচনে জয়ী হলেন নিউ ডেমোক্র্যাটিক পার্টি অর্থাৎ এনডিপি নেতা জগমীত সিংহ এবং প্রতিরক্ষামন্ত্রী হরজিত সজ্জন-সহ 17 জন ইন্দো-কানাডিয়ান ৷ লিবারেল পার্টির নেতা তথা প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো স্ন্যাপ নির্বাচন জিতে ক্ষমতায় ফিরলেও এদিন সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হন ৷

সোমবার সংসদ নির্বাচন জেতে ট্রুডোর লিবারেল পার্টি ৷ কিন্তু মঙ্গলবার তাঁর দল সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয় ৷ এর ফলেই প্রায় দুই বছর আগের ফলাফলই প্রতিফলিত হয় ৷ নির্বাচনে ট্রুডোর পার্টি এবারের নির্বাচনে সবচেয়ে বেশি 156টি আসন জেতে ৷ 2019 নির্বাচনের থেকে মাত্র একটি আসন কম ৷ তবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে আরও 14টি আসন দরকার ছিল লিবারেল পার্টির ৷ কারণ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য দরকার 170টি আসনের ৷

এ নিয়ে এটি ট্রুডোর তৃতীয় সংসদ নির্বাচনে জয় ৷ প্রধান বিরোধী কনজারভেটি পার্টি ৷ এদিন সকালে ভোট গণনা চলাকালীন ট্রুডো তাঁর সমর্থকদের উদেশ্যে বলেছিলেন, "এখনও ভোট গণনা বাকি রয়েছে ৷ তবে মনে হচ্ছে কানাডিয়ানরা আমাদেরই বেছে নিতে চলেছে ৷ তবে নির্বাচনে জিতে সরকার গঠন করলে দেশবাসী হয়ে আমাদের লড়াই করতে হবে ৷ তাদের প্রত্য়াশা পূরণ করতে হবে ৷"

আরও পড়ুন : সর্বকালের রেকর্ড গরম কানাডায়, তাপমাত্রা পৌঁছাল 49.5 ডিগ্রিতে

এনডিপি নেতা জগমীত সিং প্রধানমন্ত্রী ট্রুডোকে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন ৷ একই সঙ্গে তিনি বলেন, "আমি বলতে চাই, কানাডিয়ানদের মতামত আপনার পক্ষে গেলেও তারা জানিয়েছেন, লড়াই চালিয়ে যাওয়ার জন্য আপনি নিউ ডেমোক্র্যাটদের উপর নির্ভর করতে পারেন। যেমন আমরা মহামারীতে আপনার পক্ষে লড়াই করেছি, কঠিন সময়ে মানুষ যখন লড়াই করছিল এবং তাঁরা ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিল তখন আমরা আপনার পাশে ছিলাম ৷" এনডিপি নেতা ছাড়াও ট্রুডোর দলের তিন ইন্দো-কানাডিয়ান মন্ত্রীও নির্বাচনে জয়ী হয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.