ETV Bharat / international

ঠান্ডা লাগছে? মাথায় ব্যথা বা মুখে স্বাদ নেই ? সাবধান !

CDC আরও নতুন কয়েকটি নতুন উপসর্গের উল্লেখ করল । ঠান্ডা লাগা, কাঁপুনি, পেশিতে ব্যথা, মাথায় ব্যথা এবং স্বাদ ও গন্ধের অনুভূতির হ্রাসও কোরোনা সংক্রমণের উপসর্গ হতে পারে বলে দাবি করছে CDC ।

corona symptoms
corona symptoms
author img

By

Published : Apr 28, 2020, 12:32 PM IST

ওয়াশিংটন, 28 এপ্রিল : কোরোনা উপসর্গের তালিকায় নতুন সংযোজন করল অ্যামেরিকা । দ্য সেন্টারস ফর ডিজ়িজ় কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (CDC) তাদের ওয়েবসাইটে কোরোনার সংক্রমণের আরও কয়েকটি উপসর্গের কথা নতুন করে উল্লেখ করেছে । জ্বরের পাশাপাশি ঠান্ডা লাগা বা কাঁপুনিও হতে পারে উপসর্গ, জানাচ্ছে CDC । সাধারণত বিশ্বের বিভিন্ন অসুখের উপর নজর রাখা এবং তা নিয়ে গবেষণা করা এই সংস্থাটির কাজ । CDC-র কর্মীরা উন্নতমানের গবেষণায় জড়িত । কোরোনা সংক্রমণ এবং তার উপসর্গর বিষয়ে CDC-র ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, “Covid-19 আক্রান্তদের উপসর্গ 2-14 দিনের মধ্যে প্রকট হয় । কোনও ব্যক্তির ক্ষেত্রে খুব সামান্য উপসর্গ লক্ষ্য করা যায় । কারোর ক্ষেত্রে তা প্রকট হয় ।”

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে কোরোনা সংক্রমণের একাধিক উপসর্গের কথা আগেই উল্লেখ করা হয়েছিল । গলায় ব্যথা, হাঁচি, শুকনো কাশি, জ্বর , ক্লান্তিভাব, শরীরে ব্যথার অনুভূতি, বন্ধ নাক সহ শ্বাসকষ্টও এই তালিকার অন্তর্ভুক্ত । কিন্তু CDC আরও কয়েকটি নতুন উপসর্গের উল্লেখ করল । ঠান্ডা লাগা, কাঁপুনি, পেশিতে ব্যথা, মাথায় ব্যথা এবং স্বাদ ও গন্ধের অনুভূতির হ্রাসও কোরোনা সংক্রমণের উপসর্গ হতে পারে বলে দাবি করছে CDC ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং দ্য সেন্টারস ফর ডিজ়িজ় কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের ওয়েবসাইটও জ্বর, কাশি এবং শ্বাসকষ্টকে কোরোনার উপসর্গ বলে আগেই উল্লেখ করেছে । অসুস্থ ব্যক্তির অন্য কোনও উপসর্গ থাকলেও চিকিৎসকের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিচ্ছে CDC । কারণ কোরোনা সংক্রমিতের উল্লেখিত উপসর্গ অনেকসময় দেখা দিচ্ছে না । সেক্ষেত্রেই বিষয়টি চিন্তার হয়ে উঠছে ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে আগেই জানানো হয়েছিল, অনেক কোরোনা আক্রান্তের ক্ষেত্রে তাঁদের উপসর্গগুলি প্রকট হয়নি । এই বিষয়ে তারা আরও জানিয়েছে, আক্রান্তের প্রায় 80 শতাংশ হাসপাতালের চিকিৎসা ছাড়াই সুস্থ হন । পাঁচজন COVID-19 আক্রান্তর মধ্যে একজন খুব বেশি অসুস্থ হয়ে পড়েন । তাঁর শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয় ।

ওয়াশিংটন, 28 এপ্রিল : কোরোনা উপসর্গের তালিকায় নতুন সংযোজন করল অ্যামেরিকা । দ্য সেন্টারস ফর ডিজ়িজ় কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (CDC) তাদের ওয়েবসাইটে কোরোনার সংক্রমণের আরও কয়েকটি উপসর্গের কথা নতুন করে উল্লেখ করেছে । জ্বরের পাশাপাশি ঠান্ডা লাগা বা কাঁপুনিও হতে পারে উপসর্গ, জানাচ্ছে CDC । সাধারণত বিশ্বের বিভিন্ন অসুখের উপর নজর রাখা এবং তা নিয়ে গবেষণা করা এই সংস্থাটির কাজ । CDC-র কর্মীরা উন্নতমানের গবেষণায় জড়িত । কোরোনা সংক্রমণ এবং তার উপসর্গর বিষয়ে CDC-র ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, “Covid-19 আক্রান্তদের উপসর্গ 2-14 দিনের মধ্যে প্রকট হয় । কোনও ব্যক্তির ক্ষেত্রে খুব সামান্য উপসর্গ লক্ষ্য করা যায় । কারোর ক্ষেত্রে তা প্রকট হয় ।”

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে কোরোনা সংক্রমণের একাধিক উপসর্গের কথা আগেই উল্লেখ করা হয়েছিল । গলায় ব্যথা, হাঁচি, শুকনো কাশি, জ্বর , ক্লান্তিভাব, শরীরে ব্যথার অনুভূতি, বন্ধ নাক সহ শ্বাসকষ্টও এই তালিকার অন্তর্ভুক্ত । কিন্তু CDC আরও কয়েকটি নতুন উপসর্গের উল্লেখ করল । ঠান্ডা লাগা, কাঁপুনি, পেশিতে ব্যথা, মাথায় ব্যথা এবং স্বাদ ও গন্ধের অনুভূতির হ্রাসও কোরোনা সংক্রমণের উপসর্গ হতে পারে বলে দাবি করছে CDC ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং দ্য সেন্টারস ফর ডিজ়িজ় কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের ওয়েবসাইটও জ্বর, কাশি এবং শ্বাসকষ্টকে কোরোনার উপসর্গ বলে আগেই উল্লেখ করেছে । অসুস্থ ব্যক্তির অন্য কোনও উপসর্গ থাকলেও চিকিৎসকের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিচ্ছে CDC । কারণ কোরোনা সংক্রমিতের উল্লেখিত উপসর্গ অনেকসময় দেখা দিচ্ছে না । সেক্ষেত্রেই বিষয়টি চিন্তার হয়ে উঠছে ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে আগেই জানানো হয়েছিল, অনেক কোরোনা আক্রান্তের ক্ষেত্রে তাঁদের উপসর্গগুলি প্রকট হয়নি । এই বিষয়ে তারা আরও জানিয়েছে, আক্রান্তের প্রায় 80 শতাংশ হাসপাতালের চিকিৎসা ছাড়াই সুস্থ হন । পাঁচজন COVID-19 আক্রান্তর মধ্যে একজন খুব বেশি অসুস্থ হয়ে পড়েন । তাঁর শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.