ETV Bharat / international

Furnas Lake Accident : ব্রাজিলের হ্রদে পাথরের দেওয়াল ধসে মৃত অন্তত সাত পর্যটক

author img

By

Published : Jan 9, 2022, 3:05 PM IST

দক্ষিণ-পূর্ব ব্রাজিলের মিন্যাস জিরেইস প্রদেশের ক্যাপিটোলিয়ো এলাকার ফারনেস হ্রদে ধসে পড়ল পাথরের দেওয়াল (Furnas Lake Accident) ৷ তাতে অন্তত সাতজন পর্যটকের মৃত্যু (Seven Tourists Death) হয়েছে ৷ জখম অন্তত 32 ৷

several tourists dead in brazil as rock wall collapses on furnas lake
Furnas Lake Accident : ব্রাজিলের হ্রদে পাথরের দেওয়াল ধসে মৃত অন্তত সাত পর্যটক

ব্রাসিলিয়া (ব্রাজিল), 9 জানুয়ারি : করোনা আবহেই ব্রাজিলে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা ৷ বেড়াতে বেরিয়ে বেঘোরে প্রাণ হারালেন অন্তত সাতজন পর্যটক (Seven Tourists Death) ৷ আহত হয়েছেন আরও অন্তত 32 জন ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব ব্রাজিলের মিন্যাস জিরেইস প্রদেশের ক্যাপিটোলিয়ো এলাকার ফারনেস হ্রদে (Furnas Lake Accident) ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে ৷ শনিবার ওই হ্রদের জলে নৌকাবিহার করছিলেন পর্যটকরা ৷ সেই সময় আচমকাই হ্রদ লাগোয়া খাড়া পাহাড়ের গা থেকে লম্বালম্বি পাথরের একটি দেওয়াল খসে যায় (Rock Wall Collapse) ৷ পর্যটকদের বেশ কয়েকটি ছোট নৌকা তার নীচে চাপা পড়ে যায় ৷

আরও পড়ুন : Bandits Attack In Nigeria : নাইজেরিয়ায় জঙ্গি হানায় 200’র বেশি মানুষের মৃত্যু

দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছে যায় উদ্ধারকারী দল ৷ দক্ষ ডুবুরিদের উদ্ধারকাজে নামানো হয় ৷ ঘটনাস্থলে পৌঁছন নৌবাহিনীর প্রতিনিধিরাও ৷ তাঁরাও উদ্ধারকাজে হাত লাগান ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, শনিবারের ওই দুর্ঘটনায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে ৷ নিখোঁজ রয়েছেন আরও অন্তত তিনজন ৷ জখমের সংখ্যা অন্তত 32 ৷ তাঁদের মধ্যে ন’জনের অবস্থা আশঙ্কাজনক ৷ তাঁদের সকলকেই হাসপাতালে ভর্তি করতে হয়েছে ৷ তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয় প্রশাসনের ৷ উদ্বেগের সুর শোনা গিয়েছে দমকলের মুখপাত্র পেদ্রো আইহারার গলাতেও ৷ তিনি জানিয়েছেন, আহতদের অনেকেরই শরীরের নানা অংশের হাড় ভেঙেছে ৷ কয়েকজনের মাথায় ও মুখেও গুরুতর আঘাত লেগেছে ৷

প্রসঙ্গত, ফারনেস হ্রদটি কোনও প্রাকৃতিক জলাভূমি নয় ৷ 1958 সালে জলবিদ্যুৎ উৎপন্ন করার জন্য এই হ্রদটি তৈরি করা হয় ৷ এটি ব্রাজিলের একটি উল্লেখযোগ্য পর্যটনকেন্দ্র ৷ সাও পাওলো থেকে উত্তর দিকে এই হ্রদের দূরত্ব খুব বেশি হলে 420 কিলোমিটার ৷ যে ক্যাপিটোলিয়ো এলাকায় এই হ্রদটি রয়েছে, সেখানকার বাসিন্দাদের সংখ্যা প্রায় 8 হাজার 400 ৷ প্রত্যেক সপ্তাহান্তে প্রায় 5 হাজার পর্যটক এই হ্রদে বেড়াতে আসেন ৷ ছুটির দিনগুলিতে সংখ্যাটা বেড়ে হয় প্রায় 30 হাজার ৷

আরও পড়ুন : New Covid Variant IHU : ইহু-র জন্ম ক্যামেরুনে, দাবি ফরাসি গবেষকদের

প্রাথমিকভাবে বিশেষজ্ঞদের অনুমান, সাম্প্রতিক অতিবৃষ্টির ফলেই পাথরের ওই দেওয়ালটি ভেঙে পড়ে ৷ উল্লেখ্য, এই অতিবৃষ্টির জেরেই কিছুদিন আগে অন্তত 17 হাজার মানুষকে ভিটেমাটি ছেড়ে নিরাপদ আশ্রয়ে পালাতে হয় ৷

ব্রাসিলিয়া (ব্রাজিল), 9 জানুয়ারি : করোনা আবহেই ব্রাজিলে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা ৷ বেড়াতে বেরিয়ে বেঘোরে প্রাণ হারালেন অন্তত সাতজন পর্যটক (Seven Tourists Death) ৷ আহত হয়েছেন আরও অন্তত 32 জন ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব ব্রাজিলের মিন্যাস জিরেইস প্রদেশের ক্যাপিটোলিয়ো এলাকার ফারনেস হ্রদে (Furnas Lake Accident) ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে ৷ শনিবার ওই হ্রদের জলে নৌকাবিহার করছিলেন পর্যটকরা ৷ সেই সময় আচমকাই হ্রদ লাগোয়া খাড়া পাহাড়ের গা থেকে লম্বালম্বি পাথরের একটি দেওয়াল খসে যায় (Rock Wall Collapse) ৷ পর্যটকদের বেশ কয়েকটি ছোট নৌকা তার নীচে চাপা পড়ে যায় ৷

আরও পড়ুন : Bandits Attack In Nigeria : নাইজেরিয়ায় জঙ্গি হানায় 200’র বেশি মানুষের মৃত্যু

দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছে যায় উদ্ধারকারী দল ৷ দক্ষ ডুবুরিদের উদ্ধারকাজে নামানো হয় ৷ ঘটনাস্থলে পৌঁছন নৌবাহিনীর প্রতিনিধিরাও ৷ তাঁরাও উদ্ধারকাজে হাত লাগান ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, শনিবারের ওই দুর্ঘটনায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে ৷ নিখোঁজ রয়েছেন আরও অন্তত তিনজন ৷ জখমের সংখ্যা অন্তত 32 ৷ তাঁদের মধ্যে ন’জনের অবস্থা আশঙ্কাজনক ৷ তাঁদের সকলকেই হাসপাতালে ভর্তি করতে হয়েছে ৷ তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয় প্রশাসনের ৷ উদ্বেগের সুর শোনা গিয়েছে দমকলের মুখপাত্র পেদ্রো আইহারার গলাতেও ৷ তিনি জানিয়েছেন, আহতদের অনেকেরই শরীরের নানা অংশের হাড় ভেঙেছে ৷ কয়েকজনের মাথায় ও মুখেও গুরুতর আঘাত লেগেছে ৷

প্রসঙ্গত, ফারনেস হ্রদটি কোনও প্রাকৃতিক জলাভূমি নয় ৷ 1958 সালে জলবিদ্যুৎ উৎপন্ন করার জন্য এই হ্রদটি তৈরি করা হয় ৷ এটি ব্রাজিলের একটি উল্লেখযোগ্য পর্যটনকেন্দ্র ৷ সাও পাওলো থেকে উত্তর দিকে এই হ্রদের দূরত্ব খুব বেশি হলে 420 কিলোমিটার ৷ যে ক্যাপিটোলিয়ো এলাকায় এই হ্রদটি রয়েছে, সেখানকার বাসিন্দাদের সংখ্যা প্রায় 8 হাজার 400 ৷ প্রত্যেক সপ্তাহান্তে প্রায় 5 হাজার পর্যটক এই হ্রদে বেড়াতে আসেন ৷ ছুটির দিনগুলিতে সংখ্যাটা বেড়ে হয় প্রায় 30 হাজার ৷

আরও পড়ুন : New Covid Variant IHU : ইহু-র জন্ম ক্যামেরুনে, দাবি ফরাসি গবেষকদের

প্রাথমিকভাবে বিশেষজ্ঞদের অনুমান, সাম্প্রতিক অতিবৃষ্টির ফলেই পাথরের ওই দেওয়ালটি ভেঙে পড়ে ৷ উল্লেখ্য, এই অতিবৃষ্টির জেরেই কিছুদিন আগে অন্তত 17 হাজার মানুষকে ভিটেমাটি ছেড়ে নিরাপদ আশ্রয়ে পালাতে হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.