হাউস্টন, 9 জুলাই : বিশ্বজুড়ে কোরোনা সংক্রমণ ক্রমশ বেড়েই চলেছে ৷ কোরোনা মোকাবিলায় বিভিন্ন ওষুধ, ভ্যাকসিন এমনকী, বিভিন্ন গবেষণাও প্রতিনিয়ত করে চলেছেন বিজ্ঞানীরা ৷ এমনই এক গবেষণায় কোরোনা ভাইরাসকে তৎক্ষণাৎ নষ্ট করার পদ্ধতি বের করলেন ৷ তাঁরা এমন একটি এয়ার ফিল্টার তৈরি করেছেন, যা SARS-CoV-2 ভাইরাসকে বন্দী বানিয়ে ফেলবে এবং সেটিকে সঙ্গে সঙ্গে নষ্ট করে দেবে ৷
এই ফিল্টারটির নকশা তৈরি করেছেন হাউস্টন বিশ্ববিদ্যালয়ের টেক্সাস সেন্টারের ডিরেক্টর হিফেং রেন ৷ তাঁর সঙ্গে এই প্রজেক্টে কাজ করেছেন মেডিস্টারের (হাউস্টনের মেডিকেল রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট ফার্ম) CEO মনজ়ের হাউরানি ও অন্যান্য গবেষকরা ৷
গ্যালভেস্টন ন্যাশনাল ল্যাবরেটরিতে হওয়া পরীক্ষায় দেখা গিয়েছে, এই ফিল্টারের মধ্যে দিয়ে একবার গেলেই কোরোনা ভাইরাসের 99.8 শতাংশ নষ্ট হয়ে যায় ৷ গবেষকরা জানান, এই ফিল্টারটিতে বাণিজ্যিকভাবে উপলব্ধ নিকেল ফোমটি 392 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় উত্তপ্ত থাকে ৷ এই বিষয়ে কথা বলতে গিয়ে হিফেং রেন বলেন, এই ফিল্টারটি বিমানবন্দরে, বিমানে, অফিস বিল্ডিংয়ে, স্কুলগুলিতে ও বড় বড় জাহাজে ব্যবহার করা হতে পারে ৷ এর ফলে কোরোনা সংক্রমণকে বন্ধ করা সম্ভব হবে ৷
হিফেং বলেন, "ফিল্টারটির ভাইরাসের সংক্রমণকে নিয়ন্ত্রণে রাখার এই ক্ষমতা সমাজের খুব উপাকের আসবে ৷ মেডিস্টারের এগজ়িকিউটিভরা এই ফিল্টারের একটি ডেস্ক-টপ মডেল তৈরির প্রস্তাব দিয়েছেন ৷ সেটি অফিসের ভিতর কর্মীদের আশপাশের পরিবেশকে বিশুদ্ধ করার ক্ষমতা রাখবে ৷"
হাউস্টন বিশ্ববিদ্যালয়ের অতিতড়িত সঞ্চালন শক্তির টেক্সাস সেন্টারকে মেডিস্টারের তরফে 31 মার্চ প্রস্তাব দেওয়া হয়েছিল ৷ রেন বলেন, বিশ্বজুড়ে যেভাবে কোরোনা সংক্রমণ বাড়ছে সেটাকে নিয়ন্ত্রণে আনতেই ভাইরাসকে নষ্ট করার এই এয়ার ফিল্টারটির চিন্তাভাবনাকে বাস্তবায়িত করতে সাহায্যের জন্য মেডিস্টার বিশ্ববিদ্যালয়ের কাছে এসেছিল ৷
গবেষকরা জানতেন যে, এই ভাইরাস বাতাসে তিন ঘণ্টা থাকতে পারে ৷ এটিকে আরও দ্রুত সরিয়ে ফেলার পরিকল্পনা ছিল তাঁদের ৷ মেডিস্টার জানত এই ভাইরাসটি 70 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় বেঁচে থাকতে পারে না ৷ তাই গবেষকরা একটি উত্তপ্ত ফিল্টার ব্যবহার করার পরিকল্পনা করেন ৷ ফিল্টারটির তাপমাত্রা প্রায় 200 ডিগ্রি সেলসিয়াস করার ফলে ভাইরাসটিকে তৎক্ষণাৎ নষ্ট করতে সক্ষম হয়েছেন তাঁরা ৷
হিফেং রেন পরামর্শ দিয়েছিলেন নিকেল ফোম ব্যবহার করার ৷ এই ফিল্টারটিতে ঝাঁঝরি রয়েছে হাওয়া খেলার জন্য ৷ এছাড়া ফিল্টারটি তড়িৎপরিবাহী যা এটিকে উত্তপ্ত থাকতে সাহায্য করে ৷ একটি স্থানীয় ওয়ার্কশপে প্রাথমিকভাবে ফিল্টারটি তৈরি করা হয়েছিল ৷ তারপর সেটির প্রথম পরীক্ষা করা হয়ে হিফেং রেনের ল্যাবরেটরিতে ৷ সেখানে তাপমাত্রা ও ভোল্টেজের মধ্যে কী রকম কাজ করছে ফিল্টারটি তা দেখা হয় ৷ তারপর গ্যালভেস্টন ল্যাবরেটরিতে ভাইরাস নষ্টের পরীক্ষা করার জন্য ফিল্টারটিকে নিয়ে যাওয়া হয় ৷