ETV Bharat / international

ক্যাপিটল ভবনে গাড়ি নিয়ে হামলা আততায়ীর, মৃত পুলিশকর্মী

পুলিশকর্মী উইলিয়াম ইভানের মৃত্যুতে সমবেদনা জানান প্রেসিডেন্ট জো বাইডেন ৷ ক্যাপিটলে হামলার ঘটনার নিন্দা করেন অ্যামেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ৷

policeman-killed-in-car-crash-at-us-capitol-assassin-killed-in-police-firing
policeman-killed-in-car-crash-at-us-capitol-assassin-killed-in-police-firing
author img

By

Published : Apr 3, 2021, 10:18 AM IST

ওয়াশিংটন, 3 এপ্রিল : গাড়ির ধাক্কায় মৃত্যু হল আমেরিকান কংগ্রেস ভবন ইউএস ক্যাপিটলের সুরক্ষার দায়িত্বে থাকা এক পুলিশকর্মীর ৷ মৃত পুলিশকর্মীর নাম উইলিয়াম ইভান ৷ আহত হয়েছেন আরও একজন পুলিশকর্মী ৷ এরপরই আগামী 3 মাসের জন্য ইউএস ক্যাপিটল বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ন্যাশনাল গার্ডস ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি নীল রঙের গাড়ি প্রথমে পুলিশ কর্মীদের ধাক্কা মারে ৷ এরপর ধাক্কা মারে গার্ডসদের ব্যারিকেডে ৷ ঘাতক গাড়ির চালককে ছুরি হাতে বের হতে দেখা যায় ৷ বাধ্য হয়ে গুলি চালায় পুলিশ ৷ পুলিশের গুলিতে আহত হয় সে ৷ পরে হাসপাতালে মৃত্যু হয় আততায়ীর ৷ অন্যদিকে গাড়ির ধাক্কায় আহত পুলিশ কর্মীর মৃত্যু হয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ৷

গত 6 জানুয়ারি প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা হামলা চালিয়েছিল ক্যাপিটলে ৷ এরপর অতি গুরুত্বপূর্ণ ভবনটির সুরক্ষা বাড়ানো হয় ৷ কারণ ফের হামলা হতে পারে বলে জানিয়েছিলেন গোয়েন্দারা ৷ সেই সতর্কবার্তাই সত্যি হল ৷ তবে ইস্টারের ছুটির ফলে ঘটনার সময় খুব বেশি লোক ছিল না ৷ এফবিআইয়ের সাহায্য নিয়ে তদন্ত শুরু করেছে ক্যাপিটল পুলিশ ৷

আরও পড়ুন: ক্যাপিটল বিল্ডিংয়ে তাণ্ডব, সাসপেন্ড ট্রাম্পের টুইটার-ফেসবুক-ইনস্টাগ্রাম

এদিকে এদিনের ঘটনার কিছুক্ষণ আগেই প্রেসিডেন্ট জো বাইডেন এবং তাঁর স্ত্রী জিল হোয়াট হাউজ় ছেড়ে ক্যাম্প ডেভিডে যান ৷ পরে পুলিশকর্মী উইলিয়াম ইভানের মৃত্যুতে সমবেদনা জানান বাইডেন ৷ একটি বিবৃতিতে বলেন, "ক্যাপিটলের চেকপয়েন্টে হামলার ঘটনায় আমি ও জিল মর্মাহত ৷ পুলিশকর্মী উইলিয়াম ইভানের পরিবার ও তাঁর শুভান্যুধায়ীদের প্রতি সমবেদনা রইল ৷ "

ইউএস ক্যাপিটল হামলার নিন্দা করেন অ্যামেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও ৷ মৃত পুলিশকর্মীর প্রতি সমবেদনা জানিয়ে কমলা বলেন, "ক্যাপিটল ভবন ও আমেরিকার নাগরিকদের মর্যাদা রক্ষায় সর্বোচ্চ ত্যাগের উদাহরণ রেখেছেন মৃত সুরক্ষা কর্মী ৷"

ওয়াশিংটন, 3 এপ্রিল : গাড়ির ধাক্কায় মৃত্যু হল আমেরিকান কংগ্রেস ভবন ইউএস ক্যাপিটলের সুরক্ষার দায়িত্বে থাকা এক পুলিশকর্মীর ৷ মৃত পুলিশকর্মীর নাম উইলিয়াম ইভান ৷ আহত হয়েছেন আরও একজন পুলিশকর্মী ৷ এরপরই আগামী 3 মাসের জন্য ইউএস ক্যাপিটল বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ন্যাশনাল গার্ডস ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি নীল রঙের গাড়ি প্রথমে পুলিশ কর্মীদের ধাক্কা মারে ৷ এরপর ধাক্কা মারে গার্ডসদের ব্যারিকেডে ৷ ঘাতক গাড়ির চালককে ছুরি হাতে বের হতে দেখা যায় ৷ বাধ্য হয়ে গুলি চালায় পুলিশ ৷ পুলিশের গুলিতে আহত হয় সে ৷ পরে হাসপাতালে মৃত্যু হয় আততায়ীর ৷ অন্যদিকে গাড়ির ধাক্কায় আহত পুলিশ কর্মীর মৃত্যু হয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ৷

গত 6 জানুয়ারি প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা হামলা চালিয়েছিল ক্যাপিটলে ৷ এরপর অতি গুরুত্বপূর্ণ ভবনটির সুরক্ষা বাড়ানো হয় ৷ কারণ ফের হামলা হতে পারে বলে জানিয়েছিলেন গোয়েন্দারা ৷ সেই সতর্কবার্তাই সত্যি হল ৷ তবে ইস্টারের ছুটির ফলে ঘটনার সময় খুব বেশি লোক ছিল না ৷ এফবিআইয়ের সাহায্য নিয়ে তদন্ত শুরু করেছে ক্যাপিটল পুলিশ ৷

আরও পড়ুন: ক্যাপিটল বিল্ডিংয়ে তাণ্ডব, সাসপেন্ড ট্রাম্পের টুইটার-ফেসবুক-ইনস্টাগ্রাম

এদিকে এদিনের ঘটনার কিছুক্ষণ আগেই প্রেসিডেন্ট জো বাইডেন এবং তাঁর স্ত্রী জিল হোয়াট হাউজ় ছেড়ে ক্যাম্প ডেভিডে যান ৷ পরে পুলিশকর্মী উইলিয়াম ইভানের মৃত্যুতে সমবেদনা জানান বাইডেন ৷ একটি বিবৃতিতে বলেন, "ক্যাপিটলের চেকপয়েন্টে হামলার ঘটনায় আমি ও জিল মর্মাহত ৷ পুলিশকর্মী উইলিয়াম ইভানের পরিবার ও তাঁর শুভান্যুধায়ীদের প্রতি সমবেদনা রইল ৷ "

ইউএস ক্যাপিটল হামলার নিন্দা করেন অ্যামেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও ৷ মৃত পুলিশকর্মীর প্রতি সমবেদনা জানিয়ে কমলা বলেন, "ক্যাপিটল ভবন ও আমেরিকার নাগরিকদের মর্যাদা রক্ষায় সর্বোচ্চ ত্যাগের উদাহরণ রেখেছেন মৃত সুরক্ষা কর্মী ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.