ETV Bharat / international

বাইডেনকে শুভেচ্ছা মোদির, দু'দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে একযোগে কাজের বার্তা

ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে 46 তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন জো বাইডেন । তিনি 273 ইলেক্টোরাল ভোট পেয়েছেন ।

modi twitted after joe biden victory
জো বাইডেনকে শুভেচ্ছা জানালেন মোদি
author img

By

Published : Nov 8, 2020, 7:22 AM IST

Updated : Nov 8, 2020, 7:29 AM IST

দিল্লি, 8 নভেম্বর : অ্যামেরিকার 46তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর জো বাইডেনকে টুইটারে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বাইডেনের সঙ্গে একটি পুরোনো ছবিও পোস্ট করেছেন তিনি ।

টুইটারে প্রধানমন্ত্রী লেখেন, "অসামান্য জয়ের জন্য আপনাকে অভিনন্দন । ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন ভারত ও অ্যামেরিকার মধ্যে সম্পর্ক শক্তিশালী ক্ষেত্রে আপনার অবদান অতুলনীয় এবং প্রশংসনীয় । এই সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে একযোগে কাজ করার অপেক্ষায় রইলাম ।" কমলা হ্যারিসকেও টুইটারে অভিনন্দন জানান তিনি । লেখেন,"আন্তরিক অভিনন্দন । শুধুমাত্র আত্মীয়রাই নন, আপনার এই সাফল্য ভারতীয় ও অ্যামেরিকাবাসীর কাছে অত্যন্ত গর্বের । আপনার নেতৃত্বে ভারত-অ্যামেরিকা সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আমি নিশ্চিত ।"

  • Congratulations @JoeBiden on your spectacular victory! As the VP, your contribution to strengthening Indo-US relations was critical and invaluable. I look forward to working closely together once again to take India-US relations to greater heights. pic.twitter.com/yAOCEcs9bN

    — Narendra Modi (@narendramodi) November 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নরেন্দ্র মোদির পাশাপাশি বাইডেনকে শুভেচ্ছা জানিয়েছেন রাহুল গান্ধি । টুইটারে তিনি লেখেন, "জো বাইডেনকে অনেক শুভেচ্ছা । আমি নিশ্চিত যে তিনি অ্যামেরিকাকে একজোট করবেন এবং সঠিক পথে চালিত করবেন ।" সোনিয়া গান্ধি এক বিবৃতিতে জানান, "জো বাইডেন এবং কমলা হ্যারিসের বিচক্ষণতায় এবং পরিণত নেতৃত্বে অ্যামেরিকার সঙ্গে একজোট হয়ে কাজ করবে ভারত । যা আমাদের দেশ তথা সারা বিশ্বে শান্তি ও উন্নয়নের জন্য কার্যকরী হবে ।"

অ্যামেরিকার রাষ্ট্রপতি পদে কে নির্বাচিত হবেন তা শনিবার সকাল থেকেই বোঝা যাচ্ছিল । যখন পেনসিলভেনিয়া ও জর্জিয়ার মতো গুরুত্বপূর্ণ স্টেটে ডোনাল্ড ট্রাম্পকে পিছনে ফেলে জো বাইডেন এগিয়ে যান । অপেক্ষা ছিল শুধু সরকারি ঘোষণার । কিন্তু শেষ পর্যন্ত ভোটে কারচুপির অভিযোগে অনড় থাকেন ট্রাম্প ।

বাইডেনের জয়ের পর উচ্ছ্বাসে ফেটে পড়েন তাঁর সমর্থকরা । নতুন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান বারাক ওবামা । টুইটারে তিনি লেখেন, "বন্ধু তথা আমাদের পরবর্তী প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডন্ট জো বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন ।" শুভেচ্ছা জানান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাকরঁ ।

দিল্লি, 8 নভেম্বর : অ্যামেরিকার 46তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর জো বাইডেনকে টুইটারে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বাইডেনের সঙ্গে একটি পুরোনো ছবিও পোস্ট করেছেন তিনি ।

টুইটারে প্রধানমন্ত্রী লেখেন, "অসামান্য জয়ের জন্য আপনাকে অভিনন্দন । ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন ভারত ও অ্যামেরিকার মধ্যে সম্পর্ক শক্তিশালী ক্ষেত্রে আপনার অবদান অতুলনীয় এবং প্রশংসনীয় । এই সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে একযোগে কাজ করার অপেক্ষায় রইলাম ।" কমলা হ্যারিসকেও টুইটারে অভিনন্দন জানান তিনি । লেখেন,"আন্তরিক অভিনন্দন । শুধুমাত্র আত্মীয়রাই নন, আপনার এই সাফল্য ভারতীয় ও অ্যামেরিকাবাসীর কাছে অত্যন্ত গর্বের । আপনার নেতৃত্বে ভারত-অ্যামেরিকা সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আমি নিশ্চিত ।"

  • Congratulations @JoeBiden on your spectacular victory! As the VP, your contribution to strengthening Indo-US relations was critical and invaluable. I look forward to working closely together once again to take India-US relations to greater heights. pic.twitter.com/yAOCEcs9bN

    — Narendra Modi (@narendramodi) November 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নরেন্দ্র মোদির পাশাপাশি বাইডেনকে শুভেচ্ছা জানিয়েছেন রাহুল গান্ধি । টুইটারে তিনি লেখেন, "জো বাইডেনকে অনেক শুভেচ্ছা । আমি নিশ্চিত যে তিনি অ্যামেরিকাকে একজোট করবেন এবং সঠিক পথে চালিত করবেন ।" সোনিয়া গান্ধি এক বিবৃতিতে জানান, "জো বাইডেন এবং কমলা হ্যারিসের বিচক্ষণতায় এবং পরিণত নেতৃত্বে অ্যামেরিকার সঙ্গে একজোট হয়ে কাজ করবে ভারত । যা আমাদের দেশ তথা সারা বিশ্বে শান্তি ও উন্নয়নের জন্য কার্যকরী হবে ।"

অ্যামেরিকার রাষ্ট্রপতি পদে কে নির্বাচিত হবেন তা শনিবার সকাল থেকেই বোঝা যাচ্ছিল । যখন পেনসিলভেনিয়া ও জর্জিয়ার মতো গুরুত্বপূর্ণ স্টেটে ডোনাল্ড ট্রাম্পকে পিছনে ফেলে জো বাইডেন এগিয়ে যান । অপেক্ষা ছিল শুধু সরকারি ঘোষণার । কিন্তু শেষ পর্যন্ত ভোটে কারচুপির অভিযোগে অনড় থাকেন ট্রাম্প ।

বাইডেনের জয়ের পর উচ্ছ্বাসে ফেটে পড়েন তাঁর সমর্থকরা । নতুন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান বারাক ওবামা । টুইটারে তিনি লেখেন, "বন্ধু তথা আমাদের পরবর্তী প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডন্ট জো বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন ।" শুভেচ্ছা জানান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাকরঁ ।

Last Updated : Nov 8, 2020, 7:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.