ETV Bharat / international

ভারতে চিনা অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্তকে স্বাগত জানাল অ্যামেরিকা - India China news

"চিনের কয়েকটি মোবাইল অ্যাপকে নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত ভারত নিয়েছে তাকে স্বাগত জানাই । এই সিদ্ধান্ত ভারতের ঐক্য ও জাতীয় নিরাপত্তাকে আরও মজবুত করবে ।" বললেন অ্যামেরিকার সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেও ।

মাইক পম্পেও
মাইক পম্পেও
author img

By

Published : Jul 1, 2020, 11:33 PM IST

ওয়াশিংটন, 1 জুলাই : ভারতীয় বাজারে 59টি চিনা অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্তের পাশে দাঁড়াল অ্যামেরিকা । ভারতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অ্যামেরিকার সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেও ।

পম্পেও বলেন, "চিনের কয়েকটি মোবাইল অ্যাপকে নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত ভারত নিয়েছে তাকে স্বাগত জানাই । এই সিদ্ধান্ত ভারতের ঐক্য ও জাতীয় নিরাপত্তাকে আরও মজবুত করবে ।"

টিকটক, শেয়ার ইট, ইউ সি ব্রাউজ়ার, বাইদু ম্যাপ, হ্যালো, এম আই কমিউনিটি ক্লাব ফ্যাক্টরি, উইচ্যাট, ইউ সি নিউজ়, উইবো-সহ একাধিক চিনা অ্যাপকে নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার । বলা হয়েছে, এই সমস্ত অ্যাপগুলি ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর ।

59টি চিনা অ্যাপ নিষিদ্ধ করার পালটা দিতে চিনে ভারতীয় ওয়েবসাইটগুলির অ্যাক্সেস বন্ধ করেছে শি চিনপিং সরকার । ভারতে বসে সংবাদপত্র ও TV চ্যানেলগুলি চিনের বিভিন্ন ওয়েবসাইট থেকে পিপলস লিবেরেশন আর্মি (PLA)-র বিভিন্ন রিপোর্ট সংগ্রহ করলেও, এবার থেকে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (VPN) সার্ভার ছাড়া ভারতীয় সংবাদমাধ্যমের কোনও ওয়েবসাইট চিনে বসে দেখা যাবে না।

সূত্রের খবর, চিনে এখন ভারতীয় TV চ্যানেলগুলি শুধুমাত্র IP TV দ্বারা ব্যবহার করা যাবে । পাশাপাশি গত দুদিন ধরে চিনে iPhone ও ডেস্কটপে এক্সপ্রেস VPN কাজ করছে না । VPN হল একটি শক্তিশালী মাধ্যম যা ব্যবহারকারীদের সেন্সরশিপ আটকাতে ও কোনও নির্দিষ্ট ওয়েবসাইট দেখার সুযোগ দেয়। এর ফলে ব্যবহারকারীর অনলাইন কার্যকলাপ শনাক্ত করা যায় না । তবে চিনের হাতে অত্যাধুনিক ফায়ারওয়াল প্রযুক্তি রয়েছে । যা দিয়ে সহজেই VPN ব্লক করা যায় ।

ওয়াশিংটন, 1 জুলাই : ভারতীয় বাজারে 59টি চিনা অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্তের পাশে দাঁড়াল অ্যামেরিকা । ভারতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অ্যামেরিকার সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেও ।

পম্পেও বলেন, "চিনের কয়েকটি মোবাইল অ্যাপকে নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত ভারত নিয়েছে তাকে স্বাগত জানাই । এই সিদ্ধান্ত ভারতের ঐক্য ও জাতীয় নিরাপত্তাকে আরও মজবুত করবে ।"

টিকটক, শেয়ার ইট, ইউ সি ব্রাউজ়ার, বাইদু ম্যাপ, হ্যালো, এম আই কমিউনিটি ক্লাব ফ্যাক্টরি, উইচ্যাট, ইউ সি নিউজ়, উইবো-সহ একাধিক চিনা অ্যাপকে নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার । বলা হয়েছে, এই সমস্ত অ্যাপগুলি ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর ।

59টি চিনা অ্যাপ নিষিদ্ধ করার পালটা দিতে চিনে ভারতীয় ওয়েবসাইটগুলির অ্যাক্সেস বন্ধ করেছে শি চিনপিং সরকার । ভারতে বসে সংবাদপত্র ও TV চ্যানেলগুলি চিনের বিভিন্ন ওয়েবসাইট থেকে পিপলস লিবেরেশন আর্মি (PLA)-র বিভিন্ন রিপোর্ট সংগ্রহ করলেও, এবার থেকে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (VPN) সার্ভার ছাড়া ভারতীয় সংবাদমাধ্যমের কোনও ওয়েবসাইট চিনে বসে দেখা যাবে না।

সূত্রের খবর, চিনে এখন ভারতীয় TV চ্যানেলগুলি শুধুমাত্র IP TV দ্বারা ব্যবহার করা যাবে । পাশাপাশি গত দুদিন ধরে চিনে iPhone ও ডেস্কটপে এক্সপ্রেস VPN কাজ করছে না । VPN হল একটি শক্তিশালী মাধ্যম যা ব্যবহারকারীদের সেন্সরশিপ আটকাতে ও কোনও নির্দিষ্ট ওয়েবসাইট দেখার সুযোগ দেয়। এর ফলে ব্যবহারকারীর অনলাইন কার্যকলাপ শনাক্ত করা যায় না । তবে চিনের হাতে অত্যাধুনিক ফায়ারওয়াল প্রযুক্তি রয়েছে । যা দিয়ে সহজেই VPN ব্লক করা যায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.