ETV Bharat / international

হাউডি মোদিতে জাতীয় সংগীত পরিবেশন বোন ডিজ়িজ়ে আক্রান্ত স্পর্শের ! - HowdyModi

অস্টিওজেনেসিস ইম্পারফেক্টা বা ব্রিটল বোন ডিজ়িজ় নামে এক বিরল রোগ নিয়েই জন্মেছিল স্পর্শ । যার ফলে তার দেহের হাড় খুব নরম, সহজেই ভেঙে যেতে পারে । তবে, প্রতিবন্ধকতাকেই জয় করতে চায় স্পর্শ ।

হাউডি মোদিতে জাতীয় সংগীত পরিবেশন বোন ডিজ়িজ়ে আক্রান্ত স্পর্শের
author img

By

Published : Sep 23, 2019, 4:05 PM IST

হিউস্টন, 23 সেপ্টেম্বর : জন্ম থেকে বিশেষভাবে সক্ষম ভারতীয় বংশোদ্ভূত কিশোর স্পর্শ শাহ । সেই 16 বছরের কিশোরই গতরাতে হাউডি মোদি অনুষ্ঠানে ভারতের জাতীয় সংগীত পরিবেশন করল । অনুষ্ঠানের আগে সে জানিয়েছিল, তার অনেরকদিনের ইচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার । আর অনুষ্ঠানের পর সে জানাল, কখনও ভাবেনি মোদির সামনে জাতীয় সংগীত গাওয়ার সুয়োগ পাবে । অবশেষে সেই ইচ্ছে পূরণ হওয়ায় স্পর্শ খুশি ।

গতরাতে হাউডি মোদি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যামেরিকান কংগ্রেসের তুলসি গাবার্ড, রাজা কৃষ্ণমূর্তি সহ সেদেশের 60 জন আইনপ্রণেতা ও 50 হাজার দর্শক ৷ হাউডি মোদি অনুষ্ঠানের 400 জন শিল্পীর অন্যতম ছিল স্পর্শ ।

অস্টিওজেনেসিস ইম্পারফেক্টা বা ব্রিটল বোন ডিজ়িজ় নামে এক বিরল রোগ নিয়েই জন্মেছিল স্পর্শ । যার ফলে তার দেহের হাড় খুব নরম, সহজেই ভেঙে যেতে পারে । তবে, প্রতিবন্ধকতাকেই জয় করতে চায় স্পর্শ । গত 9 বছর ধরে ভারতীয় ক্লাসিকাল সংগীতের তালিম নিয়েছে সে । সেই সঙ্গে পাঁচ বছর আগে থেকে অ্যামেরিকান ভোকাল মিউজ়িকের চর্চাও শুরু করেছে । আর তার এই অদম্য মানসিকতাই গত বছর তাকে ইয়াহুর সেরা 10 ভারতীয় বংশোদ্ভূত প্রডিজির তালিকায় স্থান দিয়েছিল । বেশ কিছু রেডিয়ো ও TV অনুষ্ঠানেও অংশ নিয়েছে স্পর্শ ।

হিউস্টন, 23 সেপ্টেম্বর : জন্ম থেকে বিশেষভাবে সক্ষম ভারতীয় বংশোদ্ভূত কিশোর স্পর্শ শাহ । সেই 16 বছরের কিশোরই গতরাতে হাউডি মোদি অনুষ্ঠানে ভারতের জাতীয় সংগীত পরিবেশন করল । অনুষ্ঠানের আগে সে জানিয়েছিল, তার অনেরকদিনের ইচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার । আর অনুষ্ঠানের পর সে জানাল, কখনও ভাবেনি মোদির সামনে জাতীয় সংগীত গাওয়ার সুয়োগ পাবে । অবশেষে সেই ইচ্ছে পূরণ হওয়ায় স্পর্শ খুশি ।

গতরাতে হাউডি মোদি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যামেরিকান কংগ্রেসের তুলসি গাবার্ড, রাজা কৃষ্ণমূর্তি সহ সেদেশের 60 জন আইনপ্রণেতা ও 50 হাজার দর্শক ৷ হাউডি মোদি অনুষ্ঠানের 400 জন শিল্পীর অন্যতম ছিল স্পর্শ ।

অস্টিওজেনেসিস ইম্পারফেক্টা বা ব্রিটল বোন ডিজ়িজ় নামে এক বিরল রোগ নিয়েই জন্মেছিল স্পর্শ । যার ফলে তার দেহের হাড় খুব নরম, সহজেই ভেঙে যেতে পারে । তবে, প্রতিবন্ধকতাকেই জয় করতে চায় স্পর্শ । গত 9 বছর ধরে ভারতীয় ক্লাসিকাল সংগীতের তালিম নিয়েছে সে । সেই সঙ্গে পাঁচ বছর আগে থেকে অ্যামেরিকান ভোকাল মিউজ়িকের চর্চাও শুরু করেছে । আর তার এই অদম্য মানসিকতাই গত বছর তাকে ইয়াহুর সেরা 10 ভারতীয় বংশোদ্ভূত প্রডিজির তালিকায় স্থান দিয়েছিল । বেশ কিছু রেডিয়ো ও TV অনুষ্ঠানেও অংশ নিয়েছে স্পর্শ ।

Lucknow (UP), Sep 23 (ANI): Uttar Pradesh Chief Minister Yogi Adityanath on September 23 said that from 1947 to 2016, there were 12 government medical colleges in the state. "Our government has taken up construction of 15 new medical colleges and 2 AIIMS between 2016-19," he said.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.