হিউস্টন, 23 সেপ্টেম্বর : জন্ম থেকে বিশেষভাবে সক্ষম ভারতীয় বংশোদ্ভূত কিশোর স্পর্শ শাহ । সেই 16 বছরের কিশোরই গতরাতে হাউডি মোদি অনুষ্ঠানে ভারতের জাতীয় সংগীত পরিবেশন করল । অনুষ্ঠানের আগে সে জানিয়েছিল, তার অনেরকদিনের ইচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার । আর অনুষ্ঠানের পর সে জানাল, কখনও ভাবেনি মোদির সামনে জাতীয় সংগীত গাওয়ার সুয়োগ পাবে । অবশেষে সেই ইচ্ছে পূরণ হওয়ায় স্পর্শ খুশি ।
গতরাতে হাউডি মোদি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যামেরিকান কংগ্রেসের তুলসি গাবার্ড, রাজা কৃষ্ণমূর্তি সহ সেদেশের 60 জন আইনপ্রণেতা ও 50 হাজার দর্শক ৷ হাউডি মোদি অনুষ্ঠানের 400 জন শিল্পীর অন্যতম ছিল স্পর্শ ।
অস্টিওজেনেসিস ইম্পারফেক্টা বা ব্রিটল বোন ডিজ়িজ় নামে এক বিরল রোগ নিয়েই জন্মেছিল স্পর্শ । যার ফলে তার দেহের হাড় খুব নরম, সহজেই ভেঙে যেতে পারে । তবে, প্রতিবন্ধকতাকেই জয় করতে চায় স্পর্শ । গত 9 বছর ধরে ভারতীয় ক্লাসিকাল সংগীতের তালিম নিয়েছে সে । সেই সঙ্গে পাঁচ বছর আগে থেকে অ্যামেরিকান ভোকাল মিউজ়িকের চর্চাও শুরু করেছে । আর তার এই অদম্য মানসিকতাই গত বছর তাকে ইয়াহুর সেরা 10 ভারতীয় বংশোদ্ভূত প্রডিজির তালিকায় স্থান দিয়েছিল । বেশ কিছু রেডিয়ো ও TV অনুষ্ঠানেও অংশ নিয়েছে স্পর্শ ।