ETV Bharat / international

আজ গণতন্ত্রের দিন, শপথ নিয়ে দৃপ্ত ঘোষণা বাইডেনের

jo biden take oath as 46th president of america
jo biden take oath as 46th president of america
author img

By

Published : Jan 20, 2021, 10:26 PM IST

Updated : Jan 20, 2021, 11:16 PM IST

22:21 January 20

অ্যামেরিকার 46 তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন বাইডেন

বাইডেনের শপথগ্রহণ

ওয়াশিংটন, 20 জানুয়ারি  : নির্বাচন শেষ হলেও টানাপোড়েন যেন থামছিল না । ভোটে কারচুপির অভিযোগ তুলেছিলেন বিদায়ি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । এমনকী, কয়েকদিন আগে ক্যাপিটল চত্বর উত্তপ্ত হয়ে ওঠে রিপাবলিকান সমর্থকদের বিক্ষোভে ।  সেইসব যেন আজ অতীত । মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ নিয়েই জো বাইডেন জানিয়ে দিলেন, ঐক্যবদ্ধ অ্যামেরিকাই তাঁর লক্ষ্য ।  

গোটা ওয়াশিংটন জুড়ে আজ সাজো সাজো রব ছিল । তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাপিটল বিল্ডিংকে নিশ্চিদ্র নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয় । তারপর এল সেই মাহেন্দ্রক্ষণ । অ্যামেরিকার 46 তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন জো বাইডেন । তাঁর সঙ্গে ভাইস প্রেসিডেন্ট পদে শপথ নিলেন কমলা হ্যারিস । অ্যামেরিকার ইতিহাসে তিনি প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট ।

প্রেসিডেন্ট পদে শপথ নিয়ে বাইডেন কী বলবেন, সেদিকে নজর ছিল সারা বিশ্বের । পূর্বসূরি ট্রাম্পের শাসনকালের কিছু খামতির কথা বললেন । তবে তাঁর লক্ষ্য যে অ্যামেরিকাকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটাই বুঝিয়ে দিলেন । 

অ্যামেরিকার নতুন প্রেসিডেন্ট দৃপ্তকণ্ঠে বললেন, "আজ অ্যামেরিকার দিন ৷ গণতন্ত্রের দিন ৷ এক ঐতিহাসিক দিন ৷ আজকের দিনটা নতুন আশা নবীকরণ এবং সংকল্পের ৷" বলেন, "আমাদের অনেক ক্ষত মেরামতের প্রয়োজন আছে ৷ অনেক কিছু গড়ার আছে ৷ আমি চাই অ্যামেরিকাবাসী এগিয়ে আসুক ৷ একসঙ্গে মিলে অনেক ভালো কাজ আমরা করতে পারি ৷"

22:21 January 20

অ্যামেরিকার 46 তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন বাইডেন

বাইডেনের শপথগ্রহণ

ওয়াশিংটন, 20 জানুয়ারি  : নির্বাচন শেষ হলেও টানাপোড়েন যেন থামছিল না । ভোটে কারচুপির অভিযোগ তুলেছিলেন বিদায়ি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । এমনকী, কয়েকদিন আগে ক্যাপিটল চত্বর উত্তপ্ত হয়ে ওঠে রিপাবলিকান সমর্থকদের বিক্ষোভে ।  সেইসব যেন আজ অতীত । মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ নিয়েই জো বাইডেন জানিয়ে দিলেন, ঐক্যবদ্ধ অ্যামেরিকাই তাঁর লক্ষ্য ।  

গোটা ওয়াশিংটন জুড়ে আজ সাজো সাজো রব ছিল । তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাপিটল বিল্ডিংকে নিশ্চিদ্র নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয় । তারপর এল সেই মাহেন্দ্রক্ষণ । অ্যামেরিকার 46 তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন জো বাইডেন । তাঁর সঙ্গে ভাইস প্রেসিডেন্ট পদে শপথ নিলেন কমলা হ্যারিস । অ্যামেরিকার ইতিহাসে তিনি প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট ।

প্রেসিডেন্ট পদে শপথ নিয়ে বাইডেন কী বলবেন, সেদিকে নজর ছিল সারা বিশ্বের । পূর্বসূরি ট্রাম্পের শাসনকালের কিছু খামতির কথা বললেন । তবে তাঁর লক্ষ্য যে অ্যামেরিকাকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটাই বুঝিয়ে দিলেন । 

অ্যামেরিকার নতুন প্রেসিডেন্ট দৃপ্তকণ্ঠে বললেন, "আজ অ্যামেরিকার দিন ৷ গণতন্ত্রের দিন ৷ এক ঐতিহাসিক দিন ৷ আজকের দিনটা নতুন আশা নবীকরণ এবং সংকল্পের ৷" বলেন, "আমাদের অনেক ক্ষত মেরামতের প্রয়োজন আছে ৷ অনেক কিছু গড়ার আছে ৷ আমি চাই অ্যামেরিকাবাসী এগিয়ে আসুক ৷ একসঙ্গে মিলে অনেক ভালো কাজ আমরা করতে পারি ৷"

Last Updated : Jan 20, 2021, 11:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.