ওয়াশিংটন, 20 জানুয়ারি : নির্বাচন শেষ হলেও টানাপোড়েন যেন থামছিল না । ভোটে কারচুপির অভিযোগ তুলেছিলেন বিদায়ি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । এমনকী, কয়েকদিন আগে ক্যাপিটল চত্বর উত্তপ্ত হয়ে ওঠে রিপাবলিকান সমর্থকদের বিক্ষোভে । সেইসব যেন আজ অতীত । মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ নিয়েই জো বাইডেন জানিয়ে দিলেন, ঐক্যবদ্ধ অ্যামেরিকাই তাঁর লক্ষ্য ।
গোটা ওয়াশিংটন জুড়ে আজ সাজো সাজো রব ছিল । তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাপিটল বিল্ডিংকে নিশ্চিদ্র নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয় । তারপর এল সেই মাহেন্দ্রক্ষণ । অ্যামেরিকার 46 তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন জো বাইডেন । তাঁর সঙ্গে ভাইস প্রেসিডেন্ট পদে শপথ নিলেন কমলা হ্যারিস । অ্যামেরিকার ইতিহাসে তিনি প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট ।
প্রেসিডেন্ট পদে শপথ নিয়ে বাইডেন কী বলবেন, সেদিকে নজর ছিল সারা বিশ্বের । পূর্বসূরি ট্রাম্পের শাসনকালের কিছু খামতির কথা বললেন । তবে তাঁর লক্ষ্য যে অ্যামেরিকাকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটাই বুঝিয়ে দিলেন ।
অ্যামেরিকার নতুন প্রেসিডেন্ট দৃপ্তকণ্ঠে বললেন, "আজ অ্যামেরিকার দিন ৷ গণতন্ত্রের দিন ৷ এক ঐতিহাসিক দিন ৷ আজকের দিনটা নতুন আশা নবীকরণ এবং সংকল্পের ৷" বলেন, "আমাদের অনেক ক্ষত মেরামতের প্রয়োজন আছে ৷ অনেক কিছু গড়ার আছে ৷ আমি চাই অ্যামেরিকাবাসী এগিয়ে আসুক ৷ একসঙ্গে মিলে অনেক ভালো কাজ আমরা করতে পারি ৷"