ETV Bharat / international

অ্যামাজনের দায়িত্ব অ্যান্ডি জেসিকে দিয়ে মহাকাশে পাড়ি বিশ্বের ধনীতম ব্য়ক্তির - ব্লু অরিজিন

আজ শেষ দিন অ্যামাজন সিইও হিসেবে ৷ দায়িত্ব তুলে দেবেন অ্যান্ডি জেসি (Andy Jassy)-র কাঁধে ৷ তিনি থাকবেন এগজিকিউটিভ বোর্ডে ৷ তার আগে স্বপ্নপূরণে 20 জুলাই যাচ্ছেন মহাকাশে ৷

জেফ বেজোস
জেফ বেজোস
author img

By

Published : Jul 5, 2021, 3:23 PM IST

মুম্বই, 5 জুলাই : আজ রাজপাট ছেড়ে দিচ্ছেন বিশ্বের সবচেয়ে ধনী মানুষটি ৷ হ্যাঁ, তাঁর নাম জেফ বেজোস (Jeff Bezos) ৷ ফোনে অর্ডার দিলে বাড়িতে পৌঁছে যাচ্ছে আলপিন টু এলিফ্যান্ট, সর্বস্তরের মানুষের জীবনে অনলাইন কেনাকাটায় বিপ্লব ঘটিয়েছেন তিনি, তাঁর সংস্থা অ্যামাজন ৷

একদিনে যেমন রোম গড়ে ওঠেনি, তেমনই আজকের জেফ বেজোস একটা সময় একটা নেটওয়ার্ক সংস্থায় আন্তর্জাতিক ব্যবসা দেখাশোনার কাজ করতেন ৷ কিন্তু 18 বছরের কিশোরের লক্ষ্য ছিল আকাশ ছাড়িয়ে মহাকাশ, সে একদিন চাকরি-বাকরি ছেড়ে নিজের অনলাইন বইয়ের দোকান খুলল ৷ 1993-এর শেষের দিক, অফিস নিজের বাড়ির গ্যারাজ ৷ বাবা-মায়ের থেকে নেওয়া 300000 ডলার নিয়ে শুরু হল অ্যামাজনের পথ চলা ৷ তবে প্রথমে শুধু বই কেনা যেত অনলাইনে ৷ তখন নিজেই গাড়িতে বই নিয়ে দিয়ে আসতেন খদ্দেরের বাড়িতে ৷ প্রথমে কিন্তু কোম্পানির নাম ছিল ‘কাডাব্রা’ (Cadabra) ৷ পরে দক্ষিণ আমেরিকার বিশ্বখ্য়াত অ্যামাজন নদীর নামই পছন্দ হয় বেজোসের ৷ পৃথিবীর সবচেয়ে বড় অনলাইন বইয়ের দোকান হবে অ্যামাজন, উচ্চাকাঙ্ক্ষা ছিল মালিকের ৷ খুলল আজকের অ্যামাজন.কম ৷ ধীরে ধীরে বই ছাড়াও আরও অনেক কিছুর খোঁজ দিল অ্য়ামাজন (amazon) ৷ 1997 সালে মিলিয়নেয়ার, 1999-তে বিলিয়নেয়ার হিসেবে প্রথম নাম উঠল ফোর্বস-এ ৷ কিন্তু মহাকাশ ?

জেফকে আনন্দে জড়িয়ে ধরেছেন ওয়ালি ফাঙ্গ
জেফকে আনন্দে জড়িয়ে ধরেছেন ওয়ালি ফাঙ্গ

আরও পড়ুন : ভারতীয় বংশোদ্ভূত তরুণীর বিরল সম্মান, মহাকাশে পাড়ি দেবেন সিরিষা বন্দলা

2020-র সেপ্টেম্বরে খুলে ফেললেন ‘ব্লু অরিজিন’ ৷ এবার মানুষবাহী মহাকাশযানের স্টার্টআপ কোম্পানি ৷ সূর্য-পরিবারের সদস্য হবেন জেফ ৷ 5 বছরে আমেরিকার প্রথম মহাকাশযাত্রী অ্যালান শেপার্ডের নামে ‘নিউ শেপার্ড’ (New Shepard) মহাকাশযান বানালেন তিনি ৷ 23 নভেম্বর প্রথম মহাকাশে গেল, 329839 ফুট উঁচুতে, ফিরেও এল ৷

মহাকাশযাত্রা ছাড়াও, 2013 সালে অ্যামাজনের কর্ণধার ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ কিনে নেন কড়কড়ে 25 কোটি (250 মিলিয়ন) ডলার দিয়ে ৷ তিন বছরের মধ্যে আন্তর্জালে বিশ্বময় ছড়িয়ে পড়ে ওয়াশিংটন পোস্ট ৷

মহাকাশযাত্রার অপেক্ষায়
মহাকাশযাত্রার অপেক্ষায়

এ সব অনেক হল ৷ 57 বছর বয়সী বেজোস এখন ট্রিলিয়নেয়ার, তাঁর সম্পত্তির পরিমাণ 1.7 ট্রিলিয়ন ডলার বা 170000 কোটি ডলার ৷ তাঁর অ্যামাজন নদীর ভার অ্যান্ডি জেসি (Andy Jassy)-র হাতে তুলে দেবেন আজ ৷ এখুনি পুরোপুরি অবসর নয়, থাকবেন কোম্পানির এগজিকিউটিভ চেয়ারম্যান (Executive Chairman) হিসেবে ৷

আগামী 20 জুলাই তিনি মহাকাশে চলে যাচ্ছেন ৷ সঙ্গে যাবেন ভাই, আর 82 বছরের ওয়ালি ফাঙ্গ (Wally Funk) ৷ 1961 সালে মারকারি 13 (Mercury 13) নামক আকাশে যাওয়ার একটা প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন ফাঙ্গ ৷ তার পর ট্রেনিং হল, কিন্তু বাতিল হয়ে গেল মারকারি 13 ৷ 13 জনের কারওরই যাওয়া হয়ে ওঠেনি ৷ বয়সের তোয়াক্কা না করে তাঁর ইচ্ছেপূরণে ওয়ালিকে বেছে নিয়েছেন জেফ বেজোস ৷

মুম্বই, 5 জুলাই : আজ রাজপাট ছেড়ে দিচ্ছেন বিশ্বের সবচেয়ে ধনী মানুষটি ৷ হ্যাঁ, তাঁর নাম জেফ বেজোস (Jeff Bezos) ৷ ফোনে অর্ডার দিলে বাড়িতে পৌঁছে যাচ্ছে আলপিন টু এলিফ্যান্ট, সর্বস্তরের মানুষের জীবনে অনলাইন কেনাকাটায় বিপ্লব ঘটিয়েছেন তিনি, তাঁর সংস্থা অ্যামাজন ৷

একদিনে যেমন রোম গড়ে ওঠেনি, তেমনই আজকের জেফ বেজোস একটা সময় একটা নেটওয়ার্ক সংস্থায় আন্তর্জাতিক ব্যবসা দেখাশোনার কাজ করতেন ৷ কিন্তু 18 বছরের কিশোরের লক্ষ্য ছিল আকাশ ছাড়িয়ে মহাকাশ, সে একদিন চাকরি-বাকরি ছেড়ে নিজের অনলাইন বইয়ের দোকান খুলল ৷ 1993-এর শেষের দিক, অফিস নিজের বাড়ির গ্যারাজ ৷ বাবা-মায়ের থেকে নেওয়া 300000 ডলার নিয়ে শুরু হল অ্যামাজনের পথ চলা ৷ তবে প্রথমে শুধু বই কেনা যেত অনলাইনে ৷ তখন নিজেই গাড়িতে বই নিয়ে দিয়ে আসতেন খদ্দেরের বাড়িতে ৷ প্রথমে কিন্তু কোম্পানির নাম ছিল ‘কাডাব্রা’ (Cadabra) ৷ পরে দক্ষিণ আমেরিকার বিশ্বখ্য়াত অ্যামাজন নদীর নামই পছন্দ হয় বেজোসের ৷ পৃথিবীর সবচেয়ে বড় অনলাইন বইয়ের দোকান হবে অ্যামাজন, উচ্চাকাঙ্ক্ষা ছিল মালিকের ৷ খুলল আজকের অ্যামাজন.কম ৷ ধীরে ধীরে বই ছাড়াও আরও অনেক কিছুর খোঁজ দিল অ্য়ামাজন (amazon) ৷ 1997 সালে মিলিয়নেয়ার, 1999-তে বিলিয়নেয়ার হিসেবে প্রথম নাম উঠল ফোর্বস-এ ৷ কিন্তু মহাকাশ ?

জেফকে আনন্দে জড়িয়ে ধরেছেন ওয়ালি ফাঙ্গ
জেফকে আনন্দে জড়িয়ে ধরেছেন ওয়ালি ফাঙ্গ

আরও পড়ুন : ভারতীয় বংশোদ্ভূত তরুণীর বিরল সম্মান, মহাকাশে পাড়ি দেবেন সিরিষা বন্দলা

2020-র সেপ্টেম্বরে খুলে ফেললেন ‘ব্লু অরিজিন’ ৷ এবার মানুষবাহী মহাকাশযানের স্টার্টআপ কোম্পানি ৷ সূর্য-পরিবারের সদস্য হবেন জেফ ৷ 5 বছরে আমেরিকার প্রথম মহাকাশযাত্রী অ্যালান শেপার্ডের নামে ‘নিউ শেপার্ড’ (New Shepard) মহাকাশযান বানালেন তিনি ৷ 23 নভেম্বর প্রথম মহাকাশে গেল, 329839 ফুট উঁচুতে, ফিরেও এল ৷

মহাকাশযাত্রা ছাড়াও, 2013 সালে অ্যামাজনের কর্ণধার ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ কিনে নেন কড়কড়ে 25 কোটি (250 মিলিয়ন) ডলার দিয়ে ৷ তিন বছরের মধ্যে আন্তর্জালে বিশ্বময় ছড়িয়ে পড়ে ওয়াশিংটন পোস্ট ৷

মহাকাশযাত্রার অপেক্ষায়
মহাকাশযাত্রার অপেক্ষায়

এ সব অনেক হল ৷ 57 বছর বয়সী বেজোস এখন ট্রিলিয়নেয়ার, তাঁর সম্পত্তির পরিমাণ 1.7 ট্রিলিয়ন ডলার বা 170000 কোটি ডলার ৷ তাঁর অ্যামাজন নদীর ভার অ্যান্ডি জেসি (Andy Jassy)-র হাতে তুলে দেবেন আজ ৷ এখুনি পুরোপুরি অবসর নয়, থাকবেন কোম্পানির এগজিকিউটিভ চেয়ারম্যান (Executive Chairman) হিসেবে ৷

আগামী 20 জুলাই তিনি মহাকাশে চলে যাচ্ছেন ৷ সঙ্গে যাবেন ভাই, আর 82 বছরের ওয়ালি ফাঙ্গ (Wally Funk) ৷ 1961 সালে মারকারি 13 (Mercury 13) নামক আকাশে যাওয়ার একটা প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন ফাঙ্গ ৷ তার পর ট্রেনিং হল, কিন্তু বাতিল হয়ে গেল মারকারি 13 ৷ 13 জনের কারওরই যাওয়া হয়ে ওঠেনি ৷ বয়সের তোয়াক্কা না করে তাঁর ইচ্ছেপূরণে ওয়ালিকে বেছে নিয়েছেন জেফ বেজোস ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.