শ্রীহরিকোটা, 23 জুলাই : সফলভাবে উৎক্ষেপণ করা গেছে চন্দ্রযান-2 ৷ আর এর জন্য ISRO-র প্রশংসা করল NASA ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম ৷
সোমবার বেলা 2.43 মিনিটে নির্বিঘ্নে চাঁদের পথে পাড়ি দিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)-র চন্দ্রযান-2 । ISRO জানিয়েছে, GSLV-মার্ক থ্রি ওরফে বাহুবলী রকেট উৎক্ষেপণের পর 16 মিনিট 14 সেকেন্ডে চন্দ্রযান-2-কে নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে দিয়েছে । অর্থাৎ উৎক্ষেপণ সফল । সফল উৎক্ষেপণের জন্য রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ISRO-র প্রশংসা করেছেন ৷
ISRO-র প্রশংসা করে টুইট করেছে NASA-ও ৷ টুইটে তারা লিখেছে, "চন্দ্রযান-2 এর উৎক্ষেপণের জন্য ISRO-কে ধন্যবাদ ৷ আপনাদের সাহায্য করতে পেরে আমরা গর্বিত ৷ চাঁদের দক্ষিণ মেরু সম্পর্কে আপনারা কী জানতে পারেন, তা নিয়ে আমরাও কৌতূহলী ৷ কারণ, আমরাও কয়েক বছরের মধ্যে সেখানে মহাকাশচারী পাঠাব ৷"
ভারতের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করল আন্তর্জাতিক স্তরের সংবাদমাধ্যমগুলিও ৷ নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, একট স্পেস প্রোগ্রামের মাধ্যমে গোটা দেশ কী ভাবে এক হয়ে যেতে পারে ৷ বিজ্ঞানী ও প্রতিরক্ষা বিশেষজ্ঞদের কথাও উল্লেখ করা হয়েছে ওই খবরে ৷ এমন কী সারা দেশের প্রত্যেকের চন্দ্রযান-2 নিয়ে উৎকণ্ঠা, উদযাপনের খবর, স্কুলের ছোটো শিশুদের খালি প্লাস্টিকের বোতল দিয়ে রকেট সায়েন্স বোঝার চেষ্টার কথাও উল্লেখ করেছে তারা ৷
CNN এবং আল জ়াজ়িরাও জানিয়েছে, দ্বিতীয়বারের চেষ্টায় সাফল্য লাভ করেছে ভারত ৷ একই খবর প্রকাশিত হয়েছে ব্রিটেনের পত্রিকা দা ইন্ডিপেনডেন্টেও ৷ BBC-ও একই রকমের শিরোনামেই খবর প্রকাশ করেছে, দ্বিতীয় বারের চেষ্টায় ভারত সাফল্য লাভ করেছে ৷ একাংশের মত, আসলে দ্বিতীয় বারের চেষ্টা লিখলেও মহাকাশ বাণিজ্যে ভারতের স্থান ক্রমেই উপরের দিকে, তা আন্তর্জাতিক মহলের কাছে যথেষ্ট ঈর্ষণীয় ৷
চন্দ্রযান-2 এখন কক্ষপথে । 6 সেপ্টেম্বর রাতে (রাত 12টার পরে হওয়ায় সরকারি হিসেবে 7 সেপ্টেম্বর) চাঁদের দক্ষিণ মেরুর কাছে ম্যানজিনাস সি এবং সিমপেলিয়াস এন নামে দুটি গহ্বরের মাঝে অবতরণ করার কথা ল্যান্ডার বিক্রমের । তারপর বিক্রমের পেটের ভিতর থেকে বেরিয়ে এসে চাঁদের মাটিতে গড়িয়ে পড়বে রোভার প্রজ্ঞানের চাকা । অ্যামেরিকা, রাশিয়া ও চিন এর আগে চাঁদে অভিযান চালালেও কোনও দেশ এখনও দক্ষিণ মেরুতে অবতরণ করেনি । তাই সেক্ষেত্রে ভারতই প্রথম ৷