ETV Bharat / international

কোভ্যাকসিন-স্পুটনিক ভি নেওয়া থাকলেও আমেরিকায় পড়তে ফের নিতে হবে টিকা

author img

By

Published : Jun 6, 2021, 1:00 PM IST

কোভ্যাকসিন-স্পুটনিক ভি টিকা নেওয়া থাকলেও আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়তে আবারও নিতে হবে ভিন্ন টিকা ৷ নয়া এই নির্দেশিকা জারি করেছে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলি ৷

US universities ask Indian students who took Covaxin, Sputnik V to re-vaccinate
কোভ্যাকসিন-স্পুটনিক ভি নেওয়া থাকলেও আমেরিকায় পড়তে আবারও নিতে হবে টিকা

ওয়াশিংটন, 6 জুন : ভারতে করোনা টিকা কোভ্যাকসিন বা স্পুটনিক ভি-র দুটো ডোজই নেওয়া থাকলেও পড়ুয়াদের আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে আবারও টিকা নিতে হবে ৷ এমনই নির্দেশিকা জারি করেছে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলি ৷ যে টিকা এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পায়নি, তাকে এখনও মান্যতা দিতে রাজি নয় তারা ৷ সেই তালিকায় পড়ছে ভারতের কোভ্যাকসিন ও স্পুটনিক ভি টিকাও ৷ নয়া এই নির্দেশে মহা ফাঁপড়ে পড়েছেন ভারতীয় ছাত্রছাত্রীরা ৷

হু-এর অনুমোদন না পাওয়া টিকাগুলির কার্যকারিতা ও সুরক্ষা নিয়ে নির্দিষ্ট তথ্যের অভাব থাকার জন্যই এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানিয়েছে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলি ৷ শরতের সেমেস্টার শুরুর আগেই সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের আবারও টিকা নিতে বলা হয়েছে ৷ তবে একটি কোম্পানির টিকা নেওয়ার পর অন্য টিকা গ্রহণ করা শরীরের পক্ষে ঠিক হবে কি না, তা নিয়ে চিন্তায় পড়েছেন ছাত্রছাত্রীরা ৷

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ইন্টারন্যাশনাল পাবলিক অ্যাফেয়ার্সে পড়তে যাচ্ছেন 25 বছরের পড়ুয়া মিলোনি দোশি ৷ তিনি ভারতে ইতিমধ্যেই কোভ্যাকসিন টিকার দুটি ডোজ নিয়েছেন ৷ কিন্তু বিশ্ববিদ্যালয় তাঁকে ক্যাম্পাসে ঢোকার আগে তাঁকে অন্য হু-এর অনুমোদিত কোনও টিকা নিতে নির্দেশ দিয়েছে ৷ এতেই প্রবল উদ্বেগে পড়ে মিলোনি বললেন, "দুটো ভিন্ন ধরনের টিকা নেওয়ার বিষয়ে চিন্তায় আছি ৷"

আরও পড়ুন : স্পুটনিক ভি উৎপাদনে প্রাথমিক ছাড়পত্র পেল সেরাম

এই নিয়ে সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের মুখপাত্র ক্রিস্টেন নর্দলান্দ বলেছেন, "দুটি ভিন্ন ধরনের কোভিড 19 টিকার কার্যকারিতা ও সুরক্ষা নিয়ে গবেষণাায় এখনও কোনও তথ্য হাতে আসেনি ৷"

ওয়াশিংটন, 6 জুন : ভারতে করোনা টিকা কোভ্যাকসিন বা স্পুটনিক ভি-র দুটো ডোজই নেওয়া থাকলেও পড়ুয়াদের আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে আবারও টিকা নিতে হবে ৷ এমনই নির্দেশিকা জারি করেছে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলি ৷ যে টিকা এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পায়নি, তাকে এখনও মান্যতা দিতে রাজি নয় তারা ৷ সেই তালিকায় পড়ছে ভারতের কোভ্যাকসিন ও স্পুটনিক ভি টিকাও ৷ নয়া এই নির্দেশে মহা ফাঁপড়ে পড়েছেন ভারতীয় ছাত্রছাত্রীরা ৷

হু-এর অনুমোদন না পাওয়া টিকাগুলির কার্যকারিতা ও সুরক্ষা নিয়ে নির্দিষ্ট তথ্যের অভাব থাকার জন্যই এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানিয়েছে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলি ৷ শরতের সেমেস্টার শুরুর আগেই সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের আবারও টিকা নিতে বলা হয়েছে ৷ তবে একটি কোম্পানির টিকা নেওয়ার পর অন্য টিকা গ্রহণ করা শরীরের পক্ষে ঠিক হবে কি না, তা নিয়ে চিন্তায় পড়েছেন ছাত্রছাত্রীরা ৷

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ইন্টারন্যাশনাল পাবলিক অ্যাফেয়ার্সে পড়তে যাচ্ছেন 25 বছরের পড়ুয়া মিলোনি দোশি ৷ তিনি ভারতে ইতিমধ্যেই কোভ্যাকসিন টিকার দুটি ডোজ নিয়েছেন ৷ কিন্তু বিশ্ববিদ্যালয় তাঁকে ক্যাম্পাসে ঢোকার আগে তাঁকে অন্য হু-এর অনুমোদিত কোনও টিকা নিতে নির্দেশ দিয়েছে ৷ এতেই প্রবল উদ্বেগে পড়ে মিলোনি বললেন, "দুটো ভিন্ন ধরনের টিকা নেওয়ার বিষয়ে চিন্তায় আছি ৷"

আরও পড়ুন : স্পুটনিক ভি উৎপাদনে প্রাথমিক ছাড়পত্র পেল সেরাম

এই নিয়ে সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের মুখপাত্র ক্রিস্টেন নর্দলান্দ বলেছেন, "দুটি ভিন্ন ধরনের কোভিড 19 টিকার কার্যকারিতা ও সুরক্ষা নিয়ে গবেষণাায় এখনও কোনও তথ্য হাতে আসেনি ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.