নিউইয়র্ক, 22 ফেব্রুয়ারি : রাশিয়া ও ইউক্রেন সীমান্তে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে, তা মেটাতে সবপক্ষকেই কূটনৈতিক প্রক্রিয়ার উপর জোর দেওয়া উচিত ৷ মঙ্গলবার ভারতের তরফে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে এই মত স্পষ্ট করে দেওয়া হয়েছে (India asks all sides to exercise restraint along Ukraine-Russia border at UNSC) ৷
রাশিয়ার তরফে ইউক্রেনের দু’টি অংশ ডনস্টেক ও লুহান্সককে স্বাধীন বলে ঘোষণা করা হয়েছে ৷ তারই প্রেক্ষিতে এই বক্তব্য রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে জানিয়েছে ভারত ৷ মার্কিন যুক্তরাষ্ট্র ও তার সহযোগী দেশগুলি এই নিয়ে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে (UNSC) জরুরি বৈঠক ডাকার অনুরোধ জানিয়েছে ৷
রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি নিরাপত্তা পরিষদে জানান, রাশিয়া ও ইউক্রেন সীমান্তে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে (Russia-Ukraine Crisis), তাতে ওই অঞ্চলের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে ৷ এই বিষয়টি লঘু করে দেখা হচ্ছে ৷ দু‘পক্ষেরই উচিত সেনা সরিয়ে কূটনৈতিক আলোচনায় বসা ৷ এই বিষয়ে অনেকেই এগিয়ে এসেছে ৷ অন্য দেশগুলিরও এগিয়ে আসা উচিত বলে ভারতের পক্ষে সওয়াল করা হয়েছে ৷
ভারতের বক্তব্য, দুই দেশের লড়াইয়ের মতো পরিস্থিতি তৈরি হওয়া একেবারেই কাম্য নয় ৷ কারণ, তাতে সাধারণ নাগরিকের জীবন বিপন্ন হবে ৷ ইউক্রেনে বসবাসকারী ও পড়তে যাওয়া ভারতীয়দের নিয়েও উদ্বেগপ্রকাশ করা হয়েছে ৷ তাঁদের অনেকে সীমান্ত এলাকায় থাকেন বলেও জানানো হয়েছে ৷ সেখানে থাকা ভারতীয়দের রক্ষা করা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারত সরকারের কাছে, সেটাও মঙ্গলবার রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে স্পষ্ট করে দিয়েছেন টিএস তিরুমূর্তি ৷
আরও পড়ুন : Biden to hold meeting on Ukraine : ইউক্রেন নিয়ে আজ জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে বাইডেন