নিউইয়র্ক, 22 জুন : দুষ্কৃতীর গুলিতে জখম হল এক নাবালক সহ 9 জন । নিউইয়র্কের সিরাকিউস এলাকার ঘটনা । সেখানে একটি বড় জমায়েতের উপর ওই দুষ্কৃতী গুলি চালায় ।
শনিবার গভীর রাতে নিউইয়র্ক পুলিশ সিরাকিউস এলাকায় একটি চুরি যাওয়া গাড়ির তদন্তে আসে । সেখানে এসে তারা দেখতে পায় প্রায় 100-র বেশি মানুষ রাস্তায় দৌড়াচ্ছে । কেউ গুলি চালাচ্ছে বলে জানায় তারা । যদিও সিরাকিউসের পুলিশ প্রধান কেন্টন বাকনার জানিয়েছেন,অফিসাররা কোনও গুলির শব্দ শুনতে পাননি । জমায়েতটি ঠিক কী উদ্দেশ্যে করা হয়েছিল তা পরিষ্কার নয় । তবে এই হামলায় 9 জন জখম হয়েছেন । তারমধ্যে 17 বছরের এক নাবালকের মাথায় গুলি লেগেছে । তাকে হাসপাতালে ভরতি করা হয়েছে ।
সিরাকিউসের মেয়র বেন ওয়ালস বলেন, " এই সমাবেশটি কেন হয়েছিল আমার জানা নেই । কোরোনা পরিস্থিতিতে বড় সমাবেশের জন্য কোনও অনুমতি দেওয়া হচ্ছে না । তারপরও কীভাবে এই সমাবেশ হল তা খতিয়ে দেখতে হবে। "