অ্যামেরিকা, 7 জুলাই : বিদেশি পড়ুয়াদের দেশে থাকার অনুমতি দেওয়া হবে না ৷ গতকাল একটি বিবৃতি জারি করে জানায় অ্যামেরিকার ইমিগ্রেশন ও কাসটম এনফোর্সমেন্ট বিভাগ ৷ বিবৃতিতে বলা হয়, অ্যামেরিকায় যে সব পড়ুয়াদের কোরোনা ভাইরাসের জেরে অনলাইন ক্লাস শুরু হয়েছে ৷ তাদের আর দেশে থাকতে দেওয়ার অনুমতি দেওয়া হবে না ৷
ইমিগ্রেশন ও কাসটম এনফোর্সমেন্ট বিভাগ (ICE) জানায়, অ্যামেরিকায় থাকা বিদেশি পড়ুয়াদের দেশ ছাড়তে হবে ও বিকল্প ব্যবস্থা করতে হবে ৷ যেমন - তারা যে স্কুল থেকে পড়াশোনা করছে সেখান থেকে তারা ট্রান্সফার নিতে পারে ৷ এমনটা না হলে, তাদের অভিবাসন দপ্তরের মুখোমুখি হতে হবে ৷
ICE স্টেট ডিপার্টমেন্টকে জানায়, যে সব বিদেশি পড়ুয়াদের স্কুল কিংবা অন্য প্রোগ্রামে অনলাইন ক্লাস হবে, তাদের ভিসা দেওয়া হবে না ৷ তাদের অ্যামেরিকার কাসটম ও বর্ডার প্রোটেকশন পারমিটও দেওয়া হবে না ৷ তাদের কোনওভাবেই অ্যামেরিকায় ঢোকার অনুমতি দেওয়া হবে না ৷
যদিও অ্যামেরিকার বেশিরভাগ কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি তাদের বাকি সেমেস্টারগুলির জন্য তাদের পরিকল্পনা ঘোষণা করেনি ৷ কয়েকটি স্কুল যেমন হার্ভাড বিশ্ববিদ্যালয় হাইব্রিড মডেল তৈরির চেষ্টা করছে ৷ যাতে অনলাইন ও অফলাইন পড়াশোনাই থাকবে ৷ কিন্তু, বাকি বিশ্ববিদ্যালয়গুলি জানিয়েছে, তারা অনলাইনে ক্লাস করাবে ৷ হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বলেছে, 40 শতাংশ স্নাতকস্তরের পড়ুয়াদের ক্যাম্পাসে ফিরে আসতে দেওয়া হবে ৷ তবে, তাদের নির্দেশনা অনলাইনেই থাকবে ।
ইন্সটিটিউট অফ ইন্টারন্যাশানাল এডুকেশন ( IIE ) জানিয়েছে, গত 2018-2019 শিক্ষাবর্ষে অ্যামেরিকায় প্রায় 10 লাখ আন্তর্জাতিক পড়ুয়া রয়েছে ৷ অ্যামেরিকায় উচ্চ শিক্ষিত জনসংখ্যার মোট 5.5 শতাংশই বিদেশি পড়ুয়া ৷ 2018 সালে অ্যামেরিকার অর্থনীতিতে বিদেশি পড়ুয়াদের অনুদান ছিল 44.7 বিলিয়ন ডলার ৷ অ্যামেরিকায় সবথেকে বেশি আন্তর্জাতিক পড়ুয়া আসে চিন , ভারত, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব ও কানাডা থেকে ৷