ETV Bharat / international

গণ-ভ্যাকসিনেশন, লকডাউনের পরামর্শ ফসির - অস্থায়ী হাসপাতাল তৈরি

ভারতের করোনা সংকটের একমাত্র সমাধান ভ্যাকসিনেশন ৷ একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে আবারও এই কথা জানালেন অ্যান্থনি ফসি ৷ আর সঙ্গে লকডাউন ৷

আমেরিকার স্বাস্থ্য বিশেষজ্ঞ অ্যান্থনি ফসি
আমেরিকার স্বাস্থ্য বিশেষজ্ঞ অ্যান্থনি ফসি
author img

By

Published : May 10, 2021, 1:16 PM IST

ওয়াশিংটন, 10 মে: আগেও বলেছেন, আবারও একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আমেরিকার স্বাস্থ্য বিশেষজ্ঞ অ্যান্থনি ফসি জানালেন, ভারতের বর্তমান করোনা সংকটের একমাত্র সমাধান মানুষকে যত তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিন দেওয়া ৷ এর জন্য দেশের ভিতরে আর বাইরে বিভিন্ন দেশে ভ্যাকসিন উৎপাদনের হার বাড়াতে হবে ৷

তিনি বলেন, "ভারত বিশ্বে সবচেয়ে বড় ভ্যাকসিন উৎপাদনকারী দেশ ৷ তাদের প্রয়োজনীয় সরঞ্জামগুলি শুধুমাত্র দেশের ভেতর থেকে নয়, বাইরে থেকেও জোগাড় করতে হবে ৷" ফসি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান স্বাস্থ্য পরামর্শদাতা ৷

ভারতকে সাহায্য করতে অন্য দেশগুলোকেও পাশে দাঁড়াতে হবে ৷ ভ্যাকসিন তৈরির উপাদান, ভ্যাকসিন পাঠাতে হবে ভারতে ৷ তাঁর কথায়, "বড় বড় কোম্পানিগুলি যারা বিপুল পরিমাণে আক্ষিরক ভাবে লক্ষ লক্ষ ভ্যাকসিন উৎপাদনে সক্ষম, তাদের সঙ্গে যোগাযোগ করা ৷"

আরো পড়ুন: প্রশান্ত কিশোর কী ভাবে অমরিন্দর সিংয়ের পরামর্শদাতা, জানতে চাইল সুপ্রিম কোর্ট

এর পাশাপাশি চিনের মতোই ভারতকে এখুনি অস্থায়ী হাসপাতাল তৈরি করার পরামর্শ দিয়েছেন তিনি ৷ বলেন, "হাসপাতালে বেড না পেয়ে একজনও রাস্তায় ঘুরে বেড়াতে পারেন না ৷ এটা খুবই দুঃখের যে লোকজন অক্সিজেনও ঠিকমতো পাচ্ছেন না ৷ "

দেশজুড়ে লকডাউন করার বিষয়ে সংক্রমণের শৃঙ্খলকে আটকানোর উপর জোর দিয়েছেন আমেরিকার ন্যাশনাল ইনস্টটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশিয়াস ডিজিজেস-এর ডিরেক্টর, 80 বছর বয়সি ফসি ৷

তাঁর কথায়, "ভ্যাকসিন অন্যতম কিন্তু আরও উপায় রয়েছে ৷ আগেও বলেছি সব কিছু বন্ধ করে দিতে ৷ ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় সব বন্ধ রাখা হয়েছে ৷" ভারতের এই সংকটজনক পরিস্থিতিকে তিনি ‘খুব সাংঘাতিক’ আখ্যা দিয়েছেন ৷ তাঁর দাওয়াই, লকডাউন ছ'মাসের জন্য নয়, কয়েক সপ্তাহের জন্য ৷ আর সঙ্গে গণ-ভ্যাকসিনের ব্যবস্থা ৷

রবিবার রাত পর্যন্ত 3,66,317টি নতুন সংক্রমণ হয়েছে গোটা দেশে ৷ আর মৃত্যু হয়েছে 3747 জনের ৷

ওয়াশিংটন, 10 মে: আগেও বলেছেন, আবারও একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আমেরিকার স্বাস্থ্য বিশেষজ্ঞ অ্যান্থনি ফসি জানালেন, ভারতের বর্তমান করোনা সংকটের একমাত্র সমাধান মানুষকে যত তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিন দেওয়া ৷ এর জন্য দেশের ভিতরে আর বাইরে বিভিন্ন দেশে ভ্যাকসিন উৎপাদনের হার বাড়াতে হবে ৷

তিনি বলেন, "ভারত বিশ্বে সবচেয়ে বড় ভ্যাকসিন উৎপাদনকারী দেশ ৷ তাদের প্রয়োজনীয় সরঞ্জামগুলি শুধুমাত্র দেশের ভেতর থেকে নয়, বাইরে থেকেও জোগাড় করতে হবে ৷" ফসি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান স্বাস্থ্য পরামর্শদাতা ৷

ভারতকে সাহায্য করতে অন্য দেশগুলোকেও পাশে দাঁড়াতে হবে ৷ ভ্যাকসিন তৈরির উপাদান, ভ্যাকসিন পাঠাতে হবে ভারতে ৷ তাঁর কথায়, "বড় বড় কোম্পানিগুলি যারা বিপুল পরিমাণে আক্ষিরক ভাবে লক্ষ লক্ষ ভ্যাকসিন উৎপাদনে সক্ষম, তাদের সঙ্গে যোগাযোগ করা ৷"

আরো পড়ুন: প্রশান্ত কিশোর কী ভাবে অমরিন্দর সিংয়ের পরামর্শদাতা, জানতে চাইল সুপ্রিম কোর্ট

এর পাশাপাশি চিনের মতোই ভারতকে এখুনি অস্থায়ী হাসপাতাল তৈরি করার পরামর্শ দিয়েছেন তিনি ৷ বলেন, "হাসপাতালে বেড না পেয়ে একজনও রাস্তায় ঘুরে বেড়াতে পারেন না ৷ এটা খুবই দুঃখের যে লোকজন অক্সিজেনও ঠিকমতো পাচ্ছেন না ৷ "

দেশজুড়ে লকডাউন করার বিষয়ে সংক্রমণের শৃঙ্খলকে আটকানোর উপর জোর দিয়েছেন আমেরিকার ন্যাশনাল ইনস্টটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশিয়াস ডিজিজেস-এর ডিরেক্টর, 80 বছর বয়সি ফসি ৷

তাঁর কথায়, "ভ্যাকসিন অন্যতম কিন্তু আরও উপায় রয়েছে ৷ আগেও বলেছি সব কিছু বন্ধ করে দিতে ৷ ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় সব বন্ধ রাখা হয়েছে ৷" ভারতের এই সংকটজনক পরিস্থিতিকে তিনি ‘খুব সাংঘাতিক’ আখ্যা দিয়েছেন ৷ তাঁর দাওয়াই, লকডাউন ছ'মাসের জন্য নয়, কয়েক সপ্তাহের জন্য ৷ আর সঙ্গে গণ-ভ্যাকসিনের ব্যবস্থা ৷

রবিবার রাত পর্যন্ত 3,66,317টি নতুন সংক্রমণ হয়েছে গোটা দেশে ৷ আর মৃত্যু হয়েছে 3747 জনের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.