ETV Bharat / international

ভ্যাকসিন নিয়ে জরুরি সাক্ষাতে আগামী সপ্তাহে আমেরিকায় যাওয়ার সম্ভাবনা বিদেশমন্ত্রীর - জনসন অ্যান্ড জনসন

আগামী সপ্তাহে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আমেরিকা যেতে পারেন ৷ সরকারি স্তরে কোনও ঘোষণা না হলেও এমন পরিকল্পনা চলছে বলে জানা গিয়েছে ৷ আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে এই সাক্ষাতে অবশ্যই প্রাধান্য পাবে ভারতের জন্য ভ্যাকসিন সংগ্রহ ৷

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর
author img

By

Published : May 21, 2021, 12:57 PM IST

নিউদিল্লি, 21 মে : আগামী সপ্তাহে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আমেরিকায় যাবেন, এমন পরিকল্পনা চলছে ৷ যদিও সরকারের পক্ষ থেকে কোনও ঘোষণা করা হয়নি এখনও ৷

আশা করা যায়, জো বাইডেনের সঙ্গে বিদেশমন্ত্রীর এই সরকারি সাক্ষাতের উদ্দেশ্য ভ্যাকসিনের সরবরাহ ৷ আমেরিকা ইতিমধ্য়ে বিশ্বের বিভিন্ন দেশে 8 কোটি ভ্যাকসিন পাঠানোর কথা জানিয়েছে ৷

আরও পড়ুন : দেশে করোনা সংক্রমণ কোথায় কত, দেখে নিন এক ক্লিকে

আমেরিকার কাছে অ্যাস্ট্রাজেনেকা, পিফাইজার, মডার্না, জনসন অ্যান্ড জনসন-সহ 6 কোটি ভ্যাকসিন রয়েছে ৷ তাই এক্ষেত্রে দেশে যতটা সম্ভব ভ্যাকসিন আনা সম্ভব, হয়তো সেই চেষ্টা করবেন জয়শঙ্কর ৷ পাশাপাশি আমেরিকার ভ্যাকসিন উৎপাদক সংস্থাগুলির সঙ্গে কথা বলে ভারতে তারা ভ্যাকসিন উৎপাদন করতে পারে কি না, সেই বিষয়েও আলোচনা হবে ৷

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতকে অক্সিজেন প্ল্যান্ট, কনসেনট্রেটর, রেমডেসিভিরের মতো দরকার ওষুধ, সেরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন তৈরির কাঁচামালের জোগান দিয়েছে আমেরিকা ৷

নিউদিল্লি, 21 মে : আগামী সপ্তাহে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আমেরিকায় যাবেন, এমন পরিকল্পনা চলছে ৷ যদিও সরকারের পক্ষ থেকে কোনও ঘোষণা করা হয়নি এখনও ৷

আশা করা যায়, জো বাইডেনের সঙ্গে বিদেশমন্ত্রীর এই সরকারি সাক্ষাতের উদ্দেশ্য ভ্যাকসিনের সরবরাহ ৷ আমেরিকা ইতিমধ্য়ে বিশ্বের বিভিন্ন দেশে 8 কোটি ভ্যাকসিন পাঠানোর কথা জানিয়েছে ৷

আরও পড়ুন : দেশে করোনা সংক্রমণ কোথায় কত, দেখে নিন এক ক্লিকে

আমেরিকার কাছে অ্যাস্ট্রাজেনেকা, পিফাইজার, মডার্না, জনসন অ্যান্ড জনসন-সহ 6 কোটি ভ্যাকসিন রয়েছে ৷ তাই এক্ষেত্রে দেশে যতটা সম্ভব ভ্যাকসিন আনা সম্ভব, হয়তো সেই চেষ্টা করবেন জয়শঙ্কর ৷ পাশাপাশি আমেরিকার ভ্যাকসিন উৎপাদক সংস্থাগুলির সঙ্গে কথা বলে ভারতে তারা ভ্যাকসিন উৎপাদন করতে পারে কি না, সেই বিষয়েও আলোচনা হবে ৷

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতকে অক্সিজেন প্ল্যান্ট, কনসেনট্রেটর, রেমডেসিভিরের মতো দরকার ওষুধ, সেরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন তৈরির কাঁচামালের জোগান দিয়েছে আমেরিকা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.